মোহাম্মদ সা এর মেয়েদের বিবাহ ও মেয়ে জামাই 

হজরত মহম্মদ (সা) ও হযরত খাদিজা (রা:) এর জ্যেষ্ঠ কন্যা জয়নাবের বিবাহ হয় আবুল আস ইবনে রাবি আব্দে শামস এর সাথে।তিনি রাসূল সা: এর সাহাবী ছিলেন  জয়নাবের জন্ম হয়  ৫৯৮ সালে।আর মৃত্যু হয় ৬২৯ খ্রিস্টাব্দে। জয়নাব ছিলেন দুই সন্তানের জননী। আলী ইবনে জয়নব ও উমামা বিনতে আবিল আস।

 দ্বিতীয় ও তৃতীয় কন্যা রুকাইয়া ও কুলসুমের বিয়ে হয় আবু লাহাবের দুই ছেলে উতবা ও  উতাইবার সাথে। মোহাম্মদ সা ইসলাম প্রচার শুরু করলে আবু লাহাবের চাপে তার সন্তানেরা রুকাইয়া ও কুলসুমকে তালাক দেয়। পরে   ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান বিন আফফানের সাথে রুকাইয়ার বিয়ে হয়।মাত্র ২৩ বছর বয়সে ৬২৪ সালে রুকাইয়া মারা যান। আব্দুল্লাহ নামে  তার একটি পুত্র সন্তান ছিল।তিনি মারা গেলে উম্মে কুলসুমের সাথে ওসমানের বিবাহ হয়। এই জন্য হজরত ওসমান (রা)-কে জুন্নরাইন দ্বিজ্যোতি সম্পন্ন বলা হয়। উম্মে কুলসুম ৬৩০ খ্রিস্টাব্দে ২৭ বছর বয়সে মারা যান। 


নবীর কনিষ্ঠা কন্যা  ফাতেমা (রাঃ) এর বিবাহ হয় আবু তালিবের পুত্র হজরত আলীর সঙ্গে। বিবি ফাতেমাই ছিলেন তাঁর ভাই-বোনদের মধ্যে একমাত্র সন্তান যিনি তার পিতা হযরত মোহাম্মদ সা এর ওফাতের সময় জীবিত ছিলেন। হাসান ও হুসাইন ছিল হজরত ফাতিমার দুই পুত্র সন্তান। 


নবীর মেয়েদের বিবাহ ও নবীর জামাই যারা


Previous Post Next Post