YouTube poster making best app 

যে বা যারা ইউটিউবে কাজ করেন বা ফেসবুকে কনটেন্ট ক্রিয়েট করেন কিংবা ব্লগে লেখালেখি করেন  দর্শক ও পাঠককে আকৃষ্ট করার জন্য থাম্বেল তৈরি করতে হয়। প্লে স্টোরে হাজার রকমের থাম্বেল  তৈরি অ্যাপ পাবেন। কিন্তু বাংলা ভাষায় শুধু বাংলার জন্য  "লিপিঘর" নামে একটি অ্যাপস আছে। যে অ্যাপসে ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের বাংলা থাম্বেল  তৈরি করতে পারবেন।"লিপিঘর"  অ্যাপসে বহু ধরনের বাংলা ফন্ট পাওয়া যায়। এ সকল বাংলা ফন্ট ব্যবহার করে আপনি বিভিন্ন ডিজাইনের লেখা লিখতে পারবেন। বিভিন্ন স্টাইলের বাংলা অক্ষর দিয়ে thumbnail  তৈরি করতে হলে লিপিঘর আপনার জন্য বেস্ট অ্যাপ। একটি ভালো মানের থাম্বেল তৈরি করতে লিপিঘর আপনাকে যে যে সুবিধা গুলো দিচ্ছে 

১. কালার পরিবর্তন 

২. বাংলা অক্ষরের ফ্রন্ট  পরিবর্তন 

৩. লেখার কালার স্টাইল পরিবর্তন 

৪. অক্ষরের সাইজ পরিবর্তন 

৫. কালার ব্যাকগ্রাউন্ড মেকিং 

৬. আলাদা অবজেক্ট বা ছবি আপলোড 

thumbnail  তৈরির বাংলা বেস্ট  অ্যাপস



Previous Post Next Post