Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৩/০৯/২০২১

NSI এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান

 এনএসআই নিয়োগ প্রশ্নসমাধান

পদের নামঃওয়্যারলেস অপারেটর ও ক্যাশিয়ার কাম-কম্পিউটার অপারেটর। 

NSI এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান


বাংলা সাহিত্য ও ব্যাকরণ অংশ


২. দুশ্চরিত্র শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তরঃ দুঃ+চরিত্র। 


৪. 'গবেষণা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তরঃ গোল+এষণা

৫. 'চলচ্চিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তরঃ চলৎ+চিত্র 


৬. 'মহারাজ'কোন সমাস?

উত্তরঃ কর্মধারয় সমাস 

৭. 'জ্বিন-পরি' কোন শব্দযোগে গঠিত  সমাস?

উত্তরঃ মিলনার্থে।




৯.যেখানে বাঘের ভয়,সেখানে রাত্রি হয়।এখানে বাঘের কোন কারকে কোন বিভক্তি? 

উত্তরঃ উপাদানে ষষ্ঠী। 

১০. অথৈ জল বাগধারার অর্থ কি?

উত্তরঃভীষণবিপদ। 

১১. অকালের বাদলা বাগধারার অর্থ কি? 

উত্তরঃ অপ্রত্যাশিত বাঁধা।

১২. 'অনেকের মধ্যে এক' এর এক কথায় প্রকাশ কোনটি?

উত্তরঃ অন্যতম।

১৩. আকাশ ও পৃথিবীর অন্তরাল- এর এক কথায় প্রকাশ কোনটি? 

উত্তরঃ ক্রন্দসী। 

১৪. 'আদরের সাথে' এর এক কথায় প্রকাশ কোনটি? 

উত্তরঃ সাদরে।

১৫. ইউসুফ-জুলেখা মর্সিয়া সাহিত্যের লেখক কে?

উত্তরঃ আবদুল হাকিম। 

১৬. কবর কবিতার রচয়িতা কে? 

উত্তরঃ জসীমউদ্দিন 

১৭. গীতাঞ্জলি কাব্য কার রচনা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

১৮. 'বিষাদ সিন্ধুর রচয়িতা কে? 

উত্তরঃ মীর মোশাররফ হোসেন। 

১৯. শুদ্ধ বানান কোনটা? 

উত্তরঃ মুমূর্ষু। 


ইংরেজি অংশ



3. He preferres milk-----tea

Ans: to



7. আমার একটি কুকুর ছিলো? 

I had a dog.

8. Raju and his family ------here since 2015.

Ans: have been living. 

9. Our examination -----on 13 October. 

Ans: is begining.

10. The correct spelling is ------

Ans: Humorous. 

11. সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

Ans: It has been drizzling since morning. 


13. I am not bad---- Tennis 

Ans: At.

14. The team is made up of  eleven players. 

15. Run into depth?

Ans: Idol.




18. You must shut these doors, passive form is---+

Ans: these doors must be shut by you.

19. Verb of the word is----

Ans: falsify.


বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 


২১. BIMSTEC  ভূক্ত দেশের সংখ্যা কয়টি?

উত্তরঃ ৭টি।

২৩.সুমাত্রাদ্বীপ কোথায়অবস্থিত? 

উত্তর:-ইন্দোনেশিয়া। 

২৪. এভারেস্ট জয়ী প্রথম বাঙ্গালির নাম কি?

উত্তরঃ মুসা ইব্রাহিম। 

২৫.পানামাখাল কোনমহাদেশে? 

উত্তরঃ উত্তর আমেরিকা। 

২৬. মার্কিন যুক্তরাষ্ট্র কবে আফগানিস্তান থেকে তাদের সৈন্য সরানো সমাপ্ত করে? 

উত্তরঃ ৩১ আগস্ট ২০২১


২৯. মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? 

উত্তরঃ সিন্ধু প্রদেশে।

৩০. রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ১৮৬৩সালে।


৩২. বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন কে? 

উত্তরঃ সালাম।

৩৩. সালাম সালাম হাজার সালাম গানটির রচয়িতা কে? 

উত্তরঃ আবদুল জব্বার। 

৩৪. মুক্তিযুদ্বে কতজনকে বীরশ্রেষ্ঠ হিসাবে ভূষিত করা হয়েছে? 

উত্তরঃ ৭ জনকে।


৩৬. বাংলাদেশের মুক্তিযুদ্বের সময়  প্রধানমন্ত্রী কে ছিলেন? 

উত্তরঃ ইন্দিরা গান্ধী। 

৩৭. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃৃঙ্ক দেখা যায়? 

উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা। 

৩৮. বাংলাদেশ -ভারত ছিটমহল বিনিময় হয় কবে?

উত্তরঃ ১ আগস্ট ২০১৫


৪০. কম্পিউটার এর জনক কে? 

উত্তরঃ চার্লস ব্যাবেজ।

৪১. Windows system এর সাথে কার নাম জড়িত?

উত্তরঃ বিল গেটস।

৪২. ফেসবুক এর প্রতিষ্ঠাতার নাম কি?

উত্তরঃ মার্ক জাকারবার্গ। 

৪৩. বাইনারি পদ্ধতিতে কয়টি প্রতীক ব্যবহার হয়?

উত্তরঃ ২ টি।


অংক

৪৪. ১২ জন শ্রমিক তিনদিনে ৭২০ টাকা আয়  করে। ৯ জন শ্রমিক  কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে?

উত্তরঃ ৪ দিনে।

৪৫. যদি ৬ টি ঘোড়া ৪ দিনে ৩০ সের ছোলা খায় তবে কয়টি ঘোড়া ঐ দিনে ২৫ সের ছোলা খাবে?

উত্তরঃ ৫ দিনে।

৪৬. ৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা হয় তবে ২০০০০ টাকায় ৫ বছরের সুদ কত? 

উত্তরঃ ৪০০ টাকা।


৪৭. ১/১০ টাকায় ১/৪০ টাকা লাভ হলে শতকরা লাভের হার কত?

উত্তরঃ ২৫


৪৮. কোন মেশিনে একটি পন্য উৎপাদন করতে ২/৩ মিনিট সময় লাগে। ঐ মেশিনটি ২ ঘন্টায় কত পন্য উৎপাদন করবে?

উত্তরঃ ১৮০ 

৪৯. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০২ এবং ১৮৬ কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে।

উত্তরঃ ১২

৫০. ১০০×০.১২ কত?

উত্তরঃ ১২


৫১. একটি ট্রাক ড্রাইভারকে ৪ ঘন্টায় ১৮০ মাইল যেতে হবে।সে প্রথম তিন ঘন্টায় ৫০ মাইল গেলে শেষের ঘন্টায় কত বেগে যেতে হবে?

উত্তরঃ ৩০


৫২. (a+b)2= কত?

উত্তরঃ a2+2ab+b2

৫৩. (a-b)2= কত?

উত্তরঃ a2-2ab+b2

৫৪. ১২০° কোনের সম্পূরক কোন কত?

উত্তরঃ ৬০ ডিগ্রি। 

৫৫. একটি বর্গাকৃতির পরিসীমা ৪৪ হলে ক্ষেত্রফল কত?

উত্তরঃ ১২১ বর্গমিটার।


৫৬. একটি ত্রিভুজের ভূমি ১০ মিটার উচ্চতা ৪ মিটার ত্রিভুজের ক্ষেত্রফল কত?

উত্তরঃবিশটাকা।