দ্বিরুক্ত শব্দ কাকে বলে?
একই শব্দ দুবার একই সাথে উচ্চারিত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন, মাছি ভন ভন, শীতে কন কন,থালা ঝন ঝন।
গত সালে আসা কিছু দ্বিরুক্ত শব্দ
দ্বিরুক্ত শব্দ যেসব অর্থে ব্যবহ্নত হয়।
সামান্য অর্থে- যেমনঃ আমার শীত শীত লাগছে।
আধিক্য বোঝাতে- যেমনঃ রাশি রাশি,ধামা ধামা।
তীব্রতা বোঝাতে- গরম গরম ভাত, লাল লাল জামা, নরম নরম বিছানা।
সামান্যতা বোঝাতে- পঁচা পঁচা গন্ধ।
পৌনঃপুনিকতা বোঝাতে- বার বার ডেকে যায় তারে, ডেকে ডেকে পায় নি তবুও।
বহুবচন অর্থে- যেমনঃ পাকা-পাকা আম গাছে ঝুলছে।
ধ্বন্যাত্বক শব্দে- যেমন, বৃষ্টি পড়ে টাপুরটুপুর,
তার মাথামুন্ডু কিছু বুঝি না।
অনুচর দ্বিরুক্ত - গান -টান কিছু কি গাইতে পারো।
বই-টই নিয়ে এসো এই ঘরে।
অব্যয়বাচক দ্বিরুক্তি- এখানে এসে আমার গা ছম ছম করছে।
ধ্বনি জ্ঞাপক - কড়কড়
যুগ্ম রীতি শব্দ - বই-টই
উপরিউক্ত উদহারনগুলো বিভিন্ন সময় বিসিএস প্রীতি, নিবন্ধন, সহকারী প্রকৌশলী নিয়োগ পরিক্ষা সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে।
আরো পড়ুন -----
কৃষি অফিসার নিয়োগ পরিক্ষার প্রস্তুতি
পত্র-পত্রিকার সম্পাদক ও প্রকাশকাল
বিগত সালের চাকরির পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এ আসা বিগত সালের প্রশ্ন
১. জিভের উচ্চতা অনুযায়ী নিম্ন-মধ্য স্বরধ্বনি কোনগুলো
অ্যা,অ
২. কোনটি কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি?
উত্তরঃ "ক"
৪. বলকযুক্ত শব্দের উচ্চারণ কোনটি?
উত্তরঃ যদিও
৫. 'প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ?
উত্তরঃ উত্তম
৬. 'বেগম' শব্দটির উৎস কোন ভাষা?
উত্তরঃ ফারসি।
৭. 'পারস্পরিক ' সর্বনাম কোনটি?
উত্তরঃ নিজে
৮. কর ধাতুর পুরাঘটিত অতীত কালের প্রযোজক ক্রিয়ার উদহারন কোনটি?
উত্তরঃ করতেছিলাম।
৯.'নাছোড়বান্দা ' অর্থ প্রকাশ করে কোন বাগধারা টির?
উত্তরঃ চিনে জোঁক।
১১. লোকমুখে এ কথা শুনেছি। কোন কারক
উত্তরঃ অপাদান কারক।
No comments:
Post a Comment