Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বাংলাদেশ বিষয়াবলীর উপর এ যাবৎকালের সেরা সংগ্রহ


বাংলাদেশ বিষয়াবলীর উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন 

যা বিসিএস,নিবন্ধন পরীক্ষা, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, কৃষি অফিসার সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে।

বাংলাদেশ বিষয়াবলীর উপর এ যাবৎকালের সেরা সংগ্রহ


বাংলাদেশ বিষয়ে সাধারণ জ্ঞান 

১.বাংলাদেশের দীর্ঘতম ও প্রশস্থ নদী কোনটি

বাংলাদেশের দীর্ঘতম ও প্রশস্থ নদী যমুনা।

২. দেশের একমাত্র মৎস প্রজনন কেন্দ্র কোনটি?

দেশের একমাত্র মৎস প্রজনন কেন্দ্র  হালদা।

৩. ভারত থেকে বাংলাদেশে আস অভিন্ন নদী কয়টি?

বাংলাদেশে অভিন্ন নদী ৫৭ টি।

৪. বেশি চার আছে কোন নদীতে?

বাংলাদেশে সবচেয়ে চার বেশি যমুনা নদীতে।


৬ মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায়? 

পদ্মা ও মেঘনা চাঁদপুরে মিলিত হয়েছে। 

৭. পদ্মা ও যমুনা মিলিত হয়েছে কোথায়? 

পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দে।

৮. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি?

নাফ নদী বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্ত করেছে।

৯. বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে হাড়িয়াভাঙা নদী।

১০.  বাংলাদেশের প্রধান নদীবন্দর কোথায়? 

বাংলাদেশের প্রধান নদী বন্দর নারায়ণগঞ্জ। 


১০. কক্সবাজার সমুদ্র সৈকত কত কিমি?

কক্সবাজার সমুদ্র সৈকত ১২০ কিমি।

১১. সাগর কন্যা  কুয়াকাটা সমুদ্র সৈকত কত কিমি?

১৮ কিমি।

১২.  সেন্টমার্টিন দ্বীপ কত কিমি?

সেন্টমার্টিন দ্বীপ ৮ কিমি।



১৫. উষ্ণ পানির ঝর্ণা কোথায় অবস্থিত? 

উষ্ণ পানির ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত।



আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সাধারণ জ্ঞান 

১. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি

নাটোরর লালপুর। এবং এখানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়।


৪. আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? 

আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। 

৫. দেশের গড়ে তাপমাত্রা কত?

দেশের গড়ে তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। 

৬. বাংলাদেশের গড়ে বৃষ্টিপাত কত?

বাংলাদেশের গড় বৃষ্টিপাত  ২০৩ সে.মি


শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান 

১. বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা কোনটা?

বাংলাদেশের প্রথম নিরক্ষর  মুক্ত জেলা মাগুর।

২. ঢাকা বিশ্ববিদ্যালয় কোন কমিশনে গঠিত হয়?

নাথান কমিশনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য স্যার পি জেলা হার্টস।

৪. বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটা? 

কুদরত  এ খুদা শিক্ষা কমিশন। 



সংস্কৃতি ও ঐতিহ্য 

১. গম্ভীরা বাংলাদেশের কোন এলাকার গান?

গম্ভীরা বাংলাদেশের চাপাইনবয়াবগঞ্জ এলাকার গান।

২. ঢাকা-ময়মনসিংহ এলাকার নৃত্যকে কি বলে?

জারি বলে।

৩. দুর্ভিক্ষের উপর ম্যাডোনা-৪৩ এঁকেছেন কে?

জয়নুল আবেদীন। 

৪. প্রখ্যাত তিন কণ্যা এঁকেছেন কে?

কামরুল হাসান। 

৫. কাকে বাউল সম্রাট বলা হয়?

আব্বাসউদ্দীনকে বাউল সম্রাট বলা হয়।

৬. উত্তরা গণভবন কোথায়?

উত্তরা গণভবন নাটরে।


৮. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কবে?

৩ ডিসেম্বর ১৯৯৩ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। 

৯. জাতীয় জাদুঘর কোথায়  অবস্থিত? 

ঢাকার শাহবাগে।

১০. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়? 

ঢাকার সেগুনবাগিচায়। 

১১. ঢাকা প্রথম রাজধানী হয় কবে?

ঢাকা প্রথম রাজধানী হয় ১৬১০ সালে।

১২ বুড়িগঙ্গা  নদীর তীরে কোন বাঁধ অবস্থিত?

বুড়িগঙ্গা নদীর তীরে বাঁকল্যান্ড বাঁধ অবস্থিত। 

১৩. দেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটা?

তিস্তা সেচ প্রকল্প। 

১৪. মুসলিম উপজাতি কোনটা পাঙন।


বাংলাদেশ বিষয়াবলীর উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন।

১৷ দেশের প্রথম স্পীকার কে?

দেশের প্রথম স্পীকার মোহাম্মদ উল্লাহ।

 

৩. বাংলাদেশের প্রথম নির্বাচন হয় কবে?

৭ মার্চ ১৯৭৩ সালে। 

৪. বাংলাদেশে প্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? 

 ২ মার্চ ১৯৭১ সাল।

৫. বাংলাদেশে প্রথম কবে আদমশুমারী হয়?

১৯৭৪ সালে প্রথম আদম শুমারী হয়।



৮. কবে অস্থায়ী সরকার শপথ নেন?

১৭ এপ্রিল ১৯৭১ সালে।

৯. আগরতলা ষড়যন্ত্রকারী মামলার কতজন এবং কবে মামলা করা হয়।

আগরতলা যড়যন্ত্র মামলার আসামী ছিল ৩৫ জন। আর ১৯৬৮ সালে মামলা করা হয়।

১০. কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হয়? 

২৩ ফেব্রুয়ারী ১৯৬৯ সালে।

১১. জাতির জনক উপাধি দেয়া হয় কবে?

৩ মার্চ ১৯৭১ সালে।

১২. বীরশ্রেষ্ঠ ৭ জন, বীরউত্তম  ৬৯ জন, বীরবিক্রম ১৭৫ জন, বীর প্রতীক ৪২৬ জন 

১৩. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল?

২ নং সেক্টর। 









No comments: