Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৬/০৯/২০২১

শিক্ষক নিবন্ধন, বিপিএসসি ও উপসহকারী প্রকৌশলী, উপসহকারী কৃষি অফিসার পদে চাকরির পরীক্ষায় কমন কয়েকটি প্রশ্ন

কমন প্রশ্ন 


কিছু কমন প্রশ্ন আছে যা  চাকরির পরীক্ষায় প্রায়ই আসতে দেখায় যায়।আজ আমরা উপ-সহকারী প্রকৌশলী, উপসহকারী কৃষি অফিসার,ও অফিস সহায়ক পদে চাকরির প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন তুলে ধরলাম। 

শিক্ষক নিবন্ধন, বিপিএসসি ও উপসহকারী প্রকৌশলী, উপসহকারী কৃষি অফিসার পদে চাকরির পরীক্ষায় কমন কয়েকটি প্রশ্ন
 


বাংলা অংশ-যেগুলো খুবই গুরুত্বপূর্ণ



১. কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা।

কপালকুন্ডলা রোমান্স ধর্মী উপান্যাস।

২. আধ্যাতিকা গ্রন্থের লেখক কে?

আধ্যাতিকা গ্রন্থের লেখক প্যারিচাঁদ মিত্র।





৪. রবীন্দ্রনাথ কত সালে নবেল পান?

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নবেল পান।



৫. গীতাঞ্জলি কাব্য কবে প্রকাশিত হয়? 

১৯১০ সালে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয়।

৬. গীতান্জলি কাব্যের ভূমিকা কে লেখেন?

WB Yeats  কাব্যের ভূমিকা লেখেন।

৭.  চোখের বালী উপন্যাস কার লেখা?

রবীন্দ্রনাথ ঠাকুর চোখের বালী উপন্যাসেটি ১৯০৩ সালে লেখেন।

৮. ছিন্নপত্রের অধিকাংশ পত্র কবি কাকে উদ্দেশ্য করে লেখেন?

রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লেখেন।

৯. ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম নাম  এবং এই পদাবলি কোনভাষায় লেখা

ভানুসিংহ ঠাকুর রবীন্দ্রনাথ এর ছদ্মনাম। এর পদ ব্রজবুলি ভাষায় লিখিত। 

১০. আব্দুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম? 

অশোক সৈয়দ।

১১.  সনেট এর কয়টি অংশ থাকে? 

২ টি অংশ থাকে।



১৩. তত্ববধনী পত্রিকার সম্পাদক কে?

অক্ষয় কুমার দত্ত। 

১৪. "কল্লোল" পত্রিকা কবে প্রকাশিত হয়? 

১৯২৩ সালে প্রকাশিত হয়। 



১৭. রাত্রির শেষ ভাগ এক কথায় কি বলে?

পররাত





২২. ঐশ্বর্য শব্দের বিপরীত অর্থ কি হবে?

এর বিপরীত অর্থ,নিঃস্ব।



২৪. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?

মুক্তি। 

২৫. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অধ্যায়ে আলোচিত হয়?

ধ্বনি তত্বে।



২৮. মিশর সুয়েজ খাল জাতীয়করণ  করে কবে?

মিশর সুয়েজ খাল ১৯৫৬ সাল জাতীয়করণ করে।

২৯. সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে?

১৮২৯ সালে।





General knowledge for bd jobs exam Preparetion.


১. বাংলাদেশে ডাক টাকা চালু হয় ?

১১ ডিসেম্বর ২০১৭ সালে ডাক বিভাগের ডাক টাকা চালু হয়।

২. ৬ দফা দাবী কোথায় উত্থাপিত হয়?

পাকিস্তানের লাহরে ছয় দফা দাবী উত্থাপিত হয়।

৩.  UNESCO ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয়?

১৭ নভেম্বর ১৯৯৯ বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি পায়।

৪.  মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল?

মুক্তিযুদ্ধের সময় ঢাকা ৮ নং সেক্টরে ছিল।

৫. ১৯৭১ সালের যুদ্ধের সময় যশোর কত নং সেক্টর এ ছিল?

৮ নং সেক্টর। 

। 



৮. ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে?

ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টেনব্যাটেন।

৯. চলা ফেরার স্বাধীনতার কথা সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? 

৩৬ নং অনুচ্ছেদে।

১০. জীবন তরী কি?

জীবনতরী একটি হসপিটালের নাম।



১২. বাংলাদেশে কবে থেকে বাধ্যতামূলক শিক্ষা আইন হয়?

১ জানুয়ারী ১৯৯৩ সাল থেকে।





১৫. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিল?

উ হান্ট যিনি মিয়ানমারের নাগরিক ছিলেন।

১৬. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় 

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পালিত হয়।

১৭. জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? 



আফ্রিকা ও স্পেনকে বিভক্ত করেছে। 

১৮. বিধবা বিবাহের পক্ষে লড়েন কে?

ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।



সকল ধরনের সরকারি চাকরির পরীক্ষায় আসা বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর 

১. দুধে কোন এসিড থাকে?
ল্যাকটিক অ্যাসিড থাকে। 
২. পঁচা ডিমে কোন গ্যাস থাকে?
হাইড্রোজেন সালফাইড থাকে।
৩. লেবুতে কোন এসিড থাকে? 
সাইট্রাস জাতীয় এসিড। 
৪. বৈদ্যুতিক পাখা বেশি ঘুরলে কি বিদ্যুৎ বিল বেশি আসে।
না একই আসে।


৭. হ্যালির ধূমকেতু দেখা যায় কত বছর পর?
৭৬ বছর পর পর।
৮. সূর্যের উত্তাপ কত?
৬০০০ ডিগ্রি সেলসিয়াস।
৯. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয়?
১৮.৩২ মিনিট। 
১০. কোন গ্রহের তাপমাত্রা বেশি?
শুক্র গ্রহের।

১২. সৌরমণ্ডলে সবচেয়ে বড় গ্রহ কোনটি?
বৃহস্পতিগ্রহ

১৩. সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনরত জ্যোতিষ্কমন্ডলীকে বলে?
সৌরজগত। আর সৌরজগতের বস্তু নয় তাদেরকে বলে গ্যালাক্সি।
১৪. সবুজ গ্রহ কাকে বলে?
ইউরেনাসকে।
১৫. মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করে কবে?
মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করে ২০ জুলাই ১৯৬৯ সালে।
১৬ আলোর  গতিতে চললে পৃথিবী থেকে চাঁদে যেতে সময় লাগবে কতক্ষণ? 
১.৫ সেকেন্ড প্রায়।