উপ-সহকারী প্রকৌশলী পদে লিখিত পরীক্ষার প্রস্তুতি


উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল,ইলেকট্রিক্যাল, সিভিল,কম্পিউটার, কৃষি অফিসার সহ অন্যান্য পদে বুয়েট প্যাটার্ণ ও বিপিএসসি চাকরির পরীক্ষার প্রশ্ন পর্যায়ক্রমে তুলে ধরা হবে।আজকে আমরা পাসপোর্ট ও বহিরাগমন অধিদপ্তরের যন্ত্র প্রকৌশল পদের একটি লিখিত পরীক্ষার প্রশ্ন তুলে ধরলাম। 


বাংলায় অনুবাদ করুন




শব্দার্থ লিখুন।
Square meal- পেট ভরে আহার
On the contrary - পক্ষান্তরে 
In  the good books- সুনজরে
With flying colours-বিজয়ের সাথে
bolt from the blue- বিনা মেঘে বজ্রপাত 
through thick and thine- বিপদ-আপদে যেকোন অবস্থায়।


বাংলা ব্যাকরণ অংশ


১. বাংলা প্রমিত বানানে নিয়মঃ
ক. বস্তুবাচকওপ্রাণীবাচক অতৎসম শব্দে ই-কার হবে।যেমন- গাড়ি,বাড়ি, পাখি।
খ.  দেশ,জাতি ভাষার নাম লিখতে ই-কার হবে।যেমনঃ- নেপালি, জাপানি।
গ. বিদেশি শব্দের বানানে সর্বদা 'স' ও 'ন' হবে।যেমনঃ_ স্টেশন। 
ঘ. যে বর্ণের উপর রেফ থাকবে সে বর্ণ দ্বিত্ব হবে না।যেমনঃ- পর্বত। 
ঙ. স্ত্রী বাচক শব্দের শেষে ই-কার না হয়ে ঈ-কার হবে।যেমনঃ- যুবতী, তরুণী। 


সমার্থক শব্দ লিখুন

পায়রা-পরাবত,কবুতর।
মা- জননী,গর্ভধারিণী। 
পানি-জল,বারি।
চুল- কেশ,কুন্তল।
আকাশ- গগন,আসমান।

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 

   
গ. এক কোটিতে কত মিলিয়ন?
১০ মিলিয়ন। 

ঘ. সুনামি কি কারণে সৃষ্টি হয়?
সমুদ্র ভূগর্ভে ভূমিকম্প সৃষ্টি হলে জলরাশি প্রচন্ড শক্তিতে  আন্দোলিত হতে থাকে। এবং ঢেউয়ের সৃষ্টি হয়ে উপকূলে আঘাত হানে।

ঙ. স্টিফেন হকিংয় কে?
স্টিফেন হকিং একজন পদার্থ বিজ্ঞানী। যিনি বিগব্যাং এর আধুনিক তত্ব উত্থাপন করেছেন।

চ. আলোর গতিবেগ সেকেন্ড কত?
প্রতি সেকেন্ডে আলো ১৮৮২৬২ মাইল।


 সাধারণ জ্ঞান সংক্ষিপ্ত লিখুন। 



খ. বাংলাদেশ সংবিধান কত তারিখে গৃহীত ও কার্যকর হয়?

৪ নভেম্বর ১৯৭২ সালে গৃহীত ও ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল হতে কার্যকর হয়।

গ. কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? 
পটুয়াখালি জেলায়।

ঘ. গম্ভীরা বাংলাদেশের কোন এলাকার গান?
চাপাইনবয়াবগঞ্জ এলাকার।

ঙ. বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
মীর জুমলা। ১৬৬০ সালে।

চ. "বাংলাপিডিয়া" কোন  প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়? 

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি থেকে। 


আন্তর্জাতিক বিষয়াবলী 

ভারতের পার্লামেন্ট এর  কক্ষ দুটির নাম কি?

লোকসভা ও রাজ্যসভা।



গ. ডুরান্ড লাইন কোন দুটি দেশকে চিহ্নিত করেছ? 

পাকিস্তান ও আফগানিস্তান। 



Previous Post Next Post