বাংলা ভাষার উৎপত্তি

বাংলা ভাষার উৎপত্তি বিষয় কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন যা বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তা তুলে ধরা হলো



১. বাংলা ভাষার উৎপত্তি হয় কখন?

বাংলা ভাষার উৎপত্তি ৭ম শতাব্দীতে।

২. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি কখন? 

দশম শতাব্দীতে। এবং তার মতে বাংলা ভাষা মাগধী প্রাকৃত হতে এসেছে।


৩. বাংলা ভাষার আদিকাল -

দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। 

৪. ড. মোহাম্মদ শহিদুল্লাহর মতে বাংলা ভাষা উৎপত্তি -প্রাকৃত হতে।

৫. প্রাকৃত অর্থ কি?

প্রাকৃত অর্থ  "স্বাভাবিক"। 

৬. অপভ্রংশ শব্দের অর্থ কি? 

অপভ্রংশ শব্দের অর্থ " বিকৃত"।

৭. বাংলাভষা নিকট আত্মীয় কোন ভাষা?

অসমীয়া ভাষা 

৮. বাংলাভাষার আদি স্তর  কোনটি?

প্রকৃত

৯. বাংলাভাষা মূল কোন ভাষা থেকে আগত?

বাংলা ভাষা মূলত ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। 

১০. কোনটি দ্রাবিড় শব্দ? 

খোকাখুকি আদিম অধিবাসী দ্রাবিড়দের শব্দ 

১১. বাংলা ভাষার জন্ম কোন ভষা থেকে?

বঙ্গ-কামরুপী ভাষা থেকে

১২. বাংলার আদিম অধিবাসীদের ভাষা কি ছিল?

অষ্ট্রিক ভাষাভাষী 

১৩. বেদ কোন ভাষায় রচিত?

বৈদিক ভাষায় রচিত। 

১৪. বাংলা ভাষার কত তম অবস্থানে?

৭ম অবস্থানে রয়েছে

১৫. আধুনিক বাংলা লিপিকর জনক কে?

পঞ্চানন কর্মকার। 


আরো পড়ুন

উপসহকারী প্রকৌশলী সিভিল নিয়োগ প্রশ্ন 

গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ



বাংলা লিপি

১৬. খরোষ্ঠী লিপি লেখার  কি?

ডান দিক থেকে বাম দিকে লেখা হয়

১৭. কবে থেকে বাংলা লিপিকর অক্ষর গঠনের কাজ শুরু হয়? 

সেন আমলে বাংলা লিপির স্থায়ী রুপ পায়।

১৮. বাংলাদেশে প্রথম ছাপাখানা হয় কোথায়?

রংপুরে। 

১৯. বাংলা মুদ্রণের জনক কে?

চার্লস উইলকিন্স।


২০.  বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি।

বাংলা সাহিত্যের আদি নিদর্শন  চর্যাপদ। 


২১. কখন মুদ্রণ যন্ত্র আবিস্কার হয়?

১৮০০ সালে মুদ্রণ যন্ত্র আবিস্কার হয়। 


২২. ভারত উপমহাদেশে প্রথম ছাপাখানা হয় কবে?

১৪৯৮ সালে।


উপরোক্ত প্রশ্নেরগুলো বিসিএস প্রিলি, সহকারী শিক্ষক, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, কৃষি অফিসার,ব্যাংক নিয়োগ,খাদ্য অধিদপ্তরের নিয়োগ, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে।তাই বাংলা ভাষার উৎপত্তি ও লিপি সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ।



Previous Post Next Post