BD Jobs Exam question,  Sub asst engineer Question Solutions. 


 ২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয়ে উপসহকারী প্রকৌশলী নিয়োগ (সিভিল)  বা পুরকৌশল পদে লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান দেয়া হলো।


বাংলা-সাধারণ ও বিজ্ঞান বিষয়

বাংলা অংশ

১. যে কোন একটি প্রবন্ধ লিখুন।
ক. গণপরিবহন সংকট।
খ. প্রতিবন্ধীদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। 
গ. পারমানবিক বিদ্যুৎ প্রকল্প। 
ঘ. বৈদেশিক সম্পর্ক।

২. সারমর্ম
মনেরে  আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক 
সত্যেরে লীও সহজে
কেউ বা তোমায় ভালোবাসে 
কেউ বা বাসতে পারে না যে,
কেউ বা বিকিয়ে আছে কেউ বা 
সিকি পয়সা ধরে না যে
কতকটা বা তোমারও ভাই
কতকটা এ ভবের গতিক-
সবার তরে নহে সবাই।


৩. ক.আপনার  একটি গ্রন্থ পড়ে ভালো লেগেছে এমন একটি গ্রন্থের  উপর আলোকপাত করে বন্ধুর কাছে একটি পত্র লিখুন।


খ. যৌথ কৃষি খামার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন পত্র লিখুন। 



৫. বানান শুদ্ধকরণ করে লিখুন।

অশুদ্ধ 
অনুকরন চুরি,সিকিরন চুরি নয়,মানুষের সমস্ত বড় সভ্যতা এই শক্তির প্রভাবেই পুর্ণ  মাহাত্ত লাভ করে।

শুদ্ধ

অনুকরণ চুরি,সিকিরণ চুরি নয়।মানুষের সমস্ত বড় সভ্যতা এই শক্তির প্রভাবেই পূর্ণ মাহাত্ম্য লাভ করে।



খ. শব্দগঠনবলতে কি বোঝেন?

শব্দ হলো অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি। শব্দের অর্থ বৈচিত্র্যের জন্য নানাভাবে তার রুপ রুপান্তর সাধন করা হয়।এভাবে বিভিন্ন অর্থে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শব্দ তৈরির প্রক্রিয়া হলো শব্দ গঠন।


কী কী উপায়ে বাংলা শব্দ গঠিত হয়?

১. বর্ণের সঙ্গে বর্ণ যোগ করে। যেমন: ব-ই= বই

২. ব্যঞ্জনবর্ণের সঙ্গে কার যোগ করে।যেমন: মা+মা= মামা।

৩. ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জনবর্ণের সংযোগ ঘটিয়ে।যেমন: ক+র+ম= কর্ম।


৪. শব্দের সঙ্গে বিভক্তি যোগ করে। যেমন: গাছ+এ= গাছে।


৫. সন্ধির সাহায্যে। যেমন: বিদ্যা+আলয়= বিদ্যালয়।

৬. উপসর্গ যোগ করে। যেমন:সুর+ফল= সুফল।

৭. প্রত্যায় যোগে।যেমন : বাদল>বাদলা।

৮. সমাসের সাহায্য। যেমন: জামা ও কাপড় =জামা-কাপড়।

৯. পদের দ্বিরুক্তির সাহায্যে - রাজায় রাজায়।

১০. ধ্বন্যাত্মক শব্দের মাধ্যমে - শনশন।

১১. প্রবাদ-প্রবচনের মাধ্যমে- ঘুটঘুটে।

১২. সংখ্যা দ্বারা শব্দ গঠন করে।যেমন: দশ,তেরো।


গ. ণ-ত্ববিধানকাকেবলে?ণ-ত্ববিধানেরপাঁচটি নিয়ম।


তৎসম শব্দের বানানে "ণ " সঠিকভাবে ব্যবহারের নিয়মকে ণ-ত্ববিধান বলে।

নিয়ম:

১. ট-বর্গীয় ধ্বনিট পূর্বে দন্তন্য এর ব্যবহার হলে তা মূর্ধন্য হয়। যেমন- লুণ্ঠন, বণ্টন। 

২. ঋ,র, ষ এর পর ণ হয়।যেমন: ঋণ, সুবর্ণা, বিষ্ণু।

৩. ঋ,র,ষ এর পরের স্বর ধ্বনি ষ,য়,হ,ং এবং ক-বর্গীয় 

ও প-বর্গীয় থাকলে তা মূর্ধন্য হয়।যেমন, হরিণ,লক্ষণ,কৃপণ।


৪. প্র,পূর্ব,ও অপর শব্দের পর অহ্ণ থাকলে ণ হয়।যেমন: পূর্বাহ্ণ, আপরাহ্ণ, তবে সায়াহ্ন, মধ্যাহ্ন শব্দে দন্তন্য হয়।


৫. পর, নার,রায় শব্দের পরে আয়ন শব্দ থাকলে আয়ন এর দন্তন্য মূর্ধন্য হবে।যেমন, নারায়ণ, পারায়ণ, রামায়ণ। 


৬. বাংলা বানানের পাঁচটি নিয়ম লিখুন

উত্তর দেখুন এইখানে  বাংলা প্রমিত বানানের নিয়ম


সাধারণ জ্ঞান অংশ।

৭. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যে অস্থায়ী সরকার গঠন করা হয় তার নাম কি এবং কোথা থেকে পরিচালিত হতো?

মুজিবনগর সরকার।  ৮ নং থিয়েটার রোড,কলকাতা, ভারত থেকে পরিচালিত হতো।


৮. প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের অন্যান্য পদের জন্য কে  নিয়োগ দেন।

রাষ্ট্রপতি নিয়োগ দেন।


৯. বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলে?

- অ্যাটর্নি জেনারেল। 

১০ বর্তমানে ২১ শেষ ফেব্রুয়ারীকে কি দিবস হিসাবে পালন করা হয়?

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 



আন্তর্জাতিক বিষয়াবলী (সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর) 

১. সুয়েজ খালঃ সুয়েজ খাল বিশ্বের বৃহত্তম সামুদ্রিক খাল। এর দৈর্ঘ্য ১৭২.২০ কিমি,প্রস্থ ৬০ কিমি, এর গভীরতা ১৩ মি।এটি ভূমধ্যসাগর কে লোহিত সাগরে সংযুক্ত করেছে। এটি ১৮৫৯ সালে ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি-লিসেপস খালটি খননের সিদ্ধান্ত নেন।১৮৬৯ সালে এটির উদ্ভোধন হয়।১৯৫৬ সালে মিশর খালটি জাতীয়করণ করলে মিশরের সাথে ইঙ্গ-মার্কিন, ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর ১৯৭৫ সাল পর্যন্ত খালটি বন্ধ ছিল।

২. উইকিলিকস কি?

এট একটি ওয়েবসাইট। বিভিন্ন দেশের গোপন নথিপত্র এখানে ফাঁস হয়েছে। ২০০৬ সালে এটি প্রতিষ্ঠিত।এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেন্জ।


পূর্ণ রুপ লিখুন

UNDP= United Nations Development Programme..


IMF= International Monetary Fund. 


ক. এশিয়ান  উন্নয়ন ব্যাংকের সদর দফতর কোথায়? 

ফিলিপাইনের ম্যানিলা শহরে।

খ. CIRDAP এর সদর দপ্তর কোথায়?

ঢাকা

গ.  হো চি মিন কে ছিলেন?

ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা।এবং প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।




বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে


ক. মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? 

৯৮.৪ ° F



আরো পড়ুন 

psc নন ক্যাডার নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান বাংলাদেশ বিষয়াবলী-১


Previous Post Next Post