Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

কৃষি অফিসার নিয়োগ পরিক্ষার প্রস্তুতি

 কৃষি বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর 


সকল প্রকার কৃষি বিষয়ক নিয়োগ পরিক্ষার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়া হলো। এগুলো কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসার, বিএডিসি, ধান গবেষণা, কৃষি গবেষণা, কৃষি কর্মকর্তা সহ অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কৃষি অফিসার নিয়োগ



কৃষি অফিসার পদের প্রশ্ন 

নৈর্ব্যক্তিক প্রশ্ন 


১. বাদলা রোগাক্রান্ত পশু খুড়িয়ে হাঁটে কেন?
উত্তরঃ ক্ষুরে ঘা হবার কারণে। 

২. বেলের কাটা কোন প্রকার রুপান্তরিত কান্ড?
উত্তরঃ শাখা কণ্টক।



৪. খৈল ও শুকনা রক্তে কি বেশি থাকে?
-নাইট্রোজেন। 

৫. H+ আয়ন এর আধিক্য থাকে কোন মাটিতে? 
-অম্লীয়।

৬. ভূমি দাবা কলম কোন গাছে করা হয়?
-পেয়ারা।

৭. পটাশিয়াম এর ঘাটতির লক্ষন কি?
পাতার কিনারা পুড়ে যাওয়ার মত হয়।

৮. মাছ চাষের পুকুরে কোন সময় অক্সিজেন কম থাকে?
-সকালএ।

৯. দেহের চাহিদার ভিটামিন বি কত ভাগ শাক-সবজি থেকে আসে?
-২০-৩০ ভাগ।

১০. কোন সার একত্রে মেশানো উচিত নয়?
-পটাশ ও দস্তা।

১১. কোন উপাদান বেশি থাকায় মাষকালাই এর ডাল অন্য ডালের চেয়ে উৎকৃষ্ট? 
-ফসফরাস

১২. দানা জাতীয় ফসলের গুদামজাতকরণে বীজের আর্দ্রতা কোনটি উপযোগী? 
-১০-১২%

১৩.পানিত দ্রবীভূত অক্সিজেনের সর্বোচ্চ সহনশীল মাত্রা কত?
৮ পি.পি.এম।

১৪. লিফ মোজাইকের জীবানু কী?
-ভাই রাস। 
১৫. বীজের ভ্রুণকে খাদ্য সরবরাহ করে কে?
উত্তরঃ বীজ ত্বক।

১৬. কুমড়ার মাছি পোকায় আক্রমণ ফল দেখতে কেমন?
উত্তরঃ অসম।


১৭. কৃষি শুমারী প্রথম করা হয় কবে?
১৯৭৭ সালে।

১৮. রফতানিতে কৃষি পন্যের অবদান কত?
উত্তরঃ১.৭৫%

১৯. দেশে আবাদযোগ্য জমির পরিমান কত?
২ কোটি ১ লক্ষ ৯৪ হাজার একর।

২০. প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি?
উত্তরঃ BADC

২১. বাংলার শস্য ভান্ডার বলা হয় কাকে?
উত্তরঃ বৃহত্তম বরিশালকে।


২২. দেশে চা গবেষণা ইন্সটিটিউট কোথায়? 
উত্তরঃ শ্রী মঙ্গল। 

২৩. ইক্ষু ও চিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায়? 
উত্তরঃ ঈশ্বরদী, পাবনা।

২৪. কত শতাংশ কৃষি জমি সেচ প্রকল্পের আওতায়? 
উত্তরঃ ২০ শতাংশ। 

২৫. সবচেয়ে বড় সেচ প্রকল্প হলো-
তিস্তা সেচ প্রকল্প। (লাল মনির হাট)



২৬. পানি সম্পদের চাহিদা বেশি-
কৃষিখাতে।

২৭. Acid মাটি-
অনুর্বর। 

২৮. ফসল উৎপাদনে কোন মাটি ভালো?
-দো-আঁশ।


২৯.বেশি পাট উৎপাদন হয় কোথায়? 
ফরিদপুর।

৩০. তুলা চাষের জন্য উপযুক্ত জেলা
-যশোর।

৩১. পাটের জীবন রহস্যের উন্মোচন করেন কে?
ড. মকসুদুল আলম।

৩২.  জুম চাষ হয় কোথায়? 
খাগড়াছড়ি। 

৩৩. ডায়মন্ড আলুর একটি জাত।

৩৪. বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন ধান?
-বোরো।



৩৬. ফল গবেষণা বা আম গবেষণা কোথায়? 
রাজশাহী। 

৩৭. মসলা গবেষণা ইন্সটিটিউট কোথায়? 
বগুড়া।


৩৮. বাংলাদেশের প্রথম চায়ের চাষা হয়?
সিলেটের  মালনীছড়ায়

৩৯. বাংলাদেশে কোথায় রাবার চাষ হয়?
রামুতেরাবার চাষ হয়।

৪০. কৃষি দিবস-পহেলা৷ অগ্রহায়ণ। 



উন্নত জাতের কৃষি প্রজাতির নাম


১. উন্নত জাতের ধানের নাম কি কি?
ইরাটম, ব্রিশাইল।

২. উন্নত জাতের ভূট্টার নাম কি কি?
উত্তরঃ বর্ণালী,শুভ্র, মোহর,বারিভূট্রা, খইভুট্রা

৩. উন্নত জাতের তুলার নাম কি কি?

রুপালি, ডেলফোজ,ডেল্টাপাইন-১৬

৪. উন্নত জাতের আম- মহানন্দা।

৫. উন্নত জাতের কলার নাম কি কি? 
অগ্নীশর কানাইবাঁশি, বীট জবা,সবরি,অমৃত সাগর,মোহনবাঁশি।


৬. উন্নত জাতের গমের নাম কি কি? 
সোনালিকা, বলাকা,দোয়েল,আকবর।



কৃষি গবেষণা প্রতিষ্ঠান 


১.ধান গবেষণা কোথায় অবস্থিত? 
গাজিপুর।

২. ইক্ষুগবেষনা কোথায়?
-ঈশ্বরদী, পাবনা

৩. প্রাকৃতিক মৎস্য গবেষণা কেন্দ্র কোথায়? 
-হালদার নদী, খাগড়াছড়ি 

৪. মৎস গবেষণা ইন্সটিটিউট কোথায়? 
-ময়মনসিংহ। 


৫. ডাল গবেষণা ইন্সটিটিউট কোথায়? 
ঈশ্বরদী, পাবনা।

৬. পাট গবেষণা ইন্সটিটিউট কোথায়? 
মানিক মিয়া এভিনিউ, ঢাকা।


কৃষি বিদ্যা

১. মুক্তা চাষের বিদ্যাকে কি বলে?
পার্ল কালচার।

২.মৌমাছিপালন বিদ্যাকে  কি বলে?

এপিকালচার।

৩. রেশম চাষা বিদ্যাকে কি বলে?
সেরি. কালচার।

৪. মৎস্য চাষ বিদ্যাকে কি বলে?

পিসি  কালচার।

৫. উদ্যানপালন বিদ্যাকে কি বলে?
হার্টিকালচার। 



বিগত সালের বিএডিসিতে আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন 

পর্যালোচনা এর সন্ধিবিচ্ছেদ কি হবে?
উত্তর: পরি+আলোচনা 

প্রতিদিন শব্দের প্রতি কোন ধরনের উপসর্গ? 
উত্তর: সংস্কৃত

বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর: সুপ্রিম কোর্ট 

No comments: