বিপরীত শব্দ 


নিম্নে এযাবৎকালের বিভিন্ন সরকারি, বিসিএস,শিক্ষক নিবন্ধন এর বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ তুলে ধরা হলো।


গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ 


১.সঙ্কুচিত এর বিপরীত শব্দ কি?
-প্রসারিত । 





৮. বিশ্রী এর বিপরীত শব্দ কি? 
-সুন্দর 

( উপরোক্ত প্রশ্নগুলো বিগত সালের বিভিন্ন পরীক্ষায় অফিস সহায়ক, সহকারী শিক্ষক, সহকারী জাজ চাকরির পরীক্ষায় এসছে।)


৯.গরলএর বিপরীত শব্দ কি? 
-অমৃত
১০.হর্ষএর বিপরীত শব্দ কি? 
-বিষাদ








( উপরোক্ত প্রশ্ন গুলো বিগত সালের পরিবর পরিকল্পনা, ডাক বিভাগ নিয়োগ, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, সহকারী আবহাওয়াবিদ,প্রশাসনিক কর্মকর্তা, NSI নিয়োগ পরীক্ষা, উপসহকারী প্রকৌশলী সিভিল, জুট মিল,বিপিডিবি সহকারী শিক্ষক, সহকারী জাজ সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে?


১৭. মনীষা এর বিপরীত শব্দ কি? 
- নির্বোধ 
১৮. অলীক এর বিপরীত শব্দ কি? 
-বাস্তব 

১৯. অনাবিলএর বিপরীত শব্দ কি? 
-আবিল





২৩. অতিকায় এর বিপরীত শব্দ কি? 
-ক্ষুদ্রকায় 

২৪.প্রসন্নএর বিপরীত শব্দ কি? 
-বিষন্ন

২৫. ব্যাক্ত এর বিপরীত শব্দ কি? 
-গূঢ়

২৭. গৃহী এর বিপরীত শব্দ কি? 
-সন্ন্যাসী

২৮. নানা এর বিপরীত শব্দ কি? 
-এক

( উপরোক্ত প্রশ্ন গুলো উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রোগ্রমার,প্রভাষক নিবন্ধন, শিক্ষক নিবন্ধন, অফিস সহকারী, উপ-খাদ্য পরিদর্শক, কম্পিউটার অপারেটর, সহ কারী তথ্য অফিসার,বিসিএস,পরিসংখ্যান কর্মকর্তা, হিসাব সহকারী,ব্যক্তিগত কর্মকর্তা, পোষ্ট মাষ্টার,সহকারী পরিচালক, সহকারী শ্রম অফিসার,রাজস্ব কর্মকর্তা সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসেছে।)



৩০.অনুরাগএর বিপরীত শব্দ? 
-বিরাগ

৩১. বন্ধুর এর বিপরীত শব্দ কি? 
-মসৃন



৩৩. মুখ্য এর বিপরীত শব্দ কি? 
গৌণ







৪০. চঞ্চল এর বিপরীত শব্দ কি? 
-অবিচল

৪১.চিরন্তনএর বিপরীত শব্দ কী? 
-ক্ষণ কালীন



৪৩. পাশ্চাত্য এর বিপরীত শব্দ কি? 
-প্র্যাচ্য

৪৪. ঔদ্ধত্য এর বিপরীত শব্দ কি? 
-বিনয়



( উপরোক্ত প্রশ্ন গুলো  সহকারী পরিদর্শক, উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সহকারী শিক্ষক নিবন্ধন, বিজেএস সহকারী জাজ,বন রিসার্চ অফিসার,তথ্য অফিসার, উপজেলা কর্মকর্তা, কারিগরী সহকারী পরিচালক, বিসিএস সগ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় এসছে।)








৫২. চাক্ষুষ এর বিপরীত শব্দ কি? 
-অগোচর

৫৩.দুষ্কৃতিএর বিপরীত শব্দ কি? 
-সুকৃতি




৫৭.আবাহন এর বিপরীত শব্দ কি? 
- বিসর্জন 

৫৮. উত্থান এর বিপরীত শব্দ কি? 
-পতন


 


৬১. নিমগ্ন এর বিপরীত শব্দ কি 
-উদাসীন


৬৩. ত্বরা এর বিপরীত শব্দ কি? 
-বিলম্ব 

৬৪. নশ্বর এর বিপরীত শব্দ কি 
-শাশ্বত
৬৫. তিমির এর বিপরীত শব্দ কি? 
-আলো



৬৮. কোমল এর বিপরীত শব্দ কি? 
-কঠিন



৭০. ক্ষতি এর বিপরীত শব্দ কি? 
-লাভ



৭২. খিড়কি এর বিপরীত শব্দ কি 
সিংহদ্বার

৭৩. গুপ্ত এর বিপরীত শব্দ কি 
-প্রকাশ

(কলেজ নিবন্ধন, খাদ্য পরিদর্শক, হিসাব সহকারী, শিক্ষক নিবন্ধন, সহকারী পরিচালক,পরিদর্শক, উপপরিদর্শক, সহকারী শিক্ষক সহ অন্যান্য পরিক্ষা তে এসছে।)


৭৪. নেতিবাচক এর বিপরীত শব্দ কি
ইতিবাচক 


আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ 


৭৫. দুর্বার-নির্বার
৭৬- প্রফুল্ল -বিমর্ষ 
৭৭. বিদিত-অজ্ঞাত
৭৮. মুক্ত-বদ্ধ
৭৯. মধুর-তিক্ত
৮০. রাত্রি-দিবস
৮১. সমষ্টি-ব্যষ্টি
৮২. সিক্ত-শুষ্ক

৮৩. হিত-অহিত
৮৪.এখন-তখন

৮৫. প্রশান্তি -অশান্তি 
৮৬. প্রসন্ন -বিষন্ন 
৮৭. বিধি-নিষেধ 
৮৮. বিশ্রী -সুন্দর 
৮৯. বিনীত -অবিনীত
৯০.হরণ-পূরণ
৯১. রাজসিক-সাধারণ
৯২. দুর্দান্ত -নিরীহ
৯৩. হাল-সাবেক
৯৪. সংক্ষিপ্ত -বিস্তৃত 
৯৫. সংকোচ-নিঃসংকোচ
৯৬. যোজক-বিয়োজক
৯৭. শোক-হর্ষ
৯৮. স্মরণ-বিস্মরণ
৯৯. বিনয়-ঔদ্ধত
১০০. অধিত্যকা-উপত্যকা
১০১. অনাবিল-আবিল



(উপরোক্ত বিপরীত শব্দ বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসছে)
Previous Post Next Post