Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১০/১০/২০২১

নোবেল পুরষ্কার নিয়ে মজার মজার মজার অজনা তথ্য

 নোবেল পুরষ্কার এর সংক্ষিপ্ত ইতিহাস 

২১ অক্টোবর ১৮৩৩ সালে সুইডেনের  এক প্রকৌশল পরিবারে আলফ্রেড নোবেলের জন্ম।তিনি মোট ৩৫৫ টি বস্তু আবিষ্কার করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ডিনামাইট। এগুলো থেকে নোবেল বহু অর্থ উপার্জন করেন।মৃত্যুর আগে ১৮৯৫ সালে তিনি উইল করে যান এই মর্মে যে  তার অর্জিত অর্থ থেকে পদার্থ,রসায়ন, চিকিৎসা, শান্তি, ও সাহিত্য এ সকল বিষয়ে যেন পুরুষ্কার দেয়া হয়।সেই উইল অনুসারে ১৯০১ থেকে উক্ত পাঁচ বিষয়গুলোতে অবদানের জন্য নোবেল দেয়া শুরু হয়।তবে অর্থনীতিতে নোবেল দেওয়ার কথা উইলে লেখা ছিল না। নরওয়েতে নোবেল শান্তি পুরুষ্কার দেয়া হয় আর বাকী পুরুষ্কারগুলো সুইডেনের স্টকহোমে দেওয়া হয়। আলফ্রেড নোবেল ১০ ডিসেম্বর ১৮৯৬ সালে ইতালিতে মৃত্যু বরণ করেন। 




গনিতে কেন নোবেল দেয়া হয় না?

কথিত আছে যে এক বিখ্যাত গণিতবিদের সাথে তার আলফ্রেড নোবেলের স্ত্রী পালিয়ে যায় সেই থেকে গণিতবিদদের তিনি দু-চোখে দেখতে পারতেন না। তবে এ কথা যে স্রেফ গুজব তার প্রমান নোবেল কখনো বিয়ে করেন নি।

অনেকে বলেন, নোবেল গনিতের আগ্রহী ছিলেন না বা গনিত যে মানব জাতির জন্য বড় উপকার করতে পারে বা অবদান রাখতে পারে তা তিনি মনে করতেন না। তাই গনিতের নোবেল পুরষ্কার দেয়া হয় না।


এ যাবৎ কালে তিনবার নোবেল পুরষ্কার পেয়েছে কে?

সুইজারল্যান্ড ভিত্তিক মানবাধিকার সংগঠন  International committee of the Red-Cross ( ICRC)  ১৯১৭,১৯৪৪,১৯৬৩ সালে নোবেল পুরষ্কার পান।


অর্থনীতিতে কি আসলেই নোবেল দেয়া হয়?

না অর্থনীতিতে কোন নোবেল দেয়া হয় না।নোবেল তার উইলে অর্থনীতিতে নোবেল পুরষ্কার দেয়ার কথা উল্লেখ করেন নি।তবে ১৯৬৯ সাল থেকে নোবেল কমিটির সিদ্ধান্তে সমমূল্যের অর্থ পুরুষ্কার দেয়া শুরু হয়।এই পুরুষ্কার নোবেল সমমর্যাদা হিসাবে গণ্য করা হয়।


আইনস্টাইন কি নোবেল পুরষ্কার পান নি? 

হ্যাঁ পেয়েছিলেন। আলবার্ট আইনস্টাইনকে পদার্থ বিজ্ঞানে ১৯২১ সালে নোবেল পুরষ্কার দেয়া হয়।তবে তিনি এক বছর পর অর্থাৎ ১৯২২ সালে পুরুষ্কার গ্রহণ করেন।

প্রথম নোবেল পুরষ্কার দেয়া হয় কবে থেকে? 

উত্তর: ১০ ডিসেম্বর ১৯০১

প্রথম কোন আমেরিকান নোবেল পুরষ্কার পান? 

উত্তর: SinclairAstronomers


কারা কখনো নোবেল এর জন্য মনোনীত হয় নি?

উত্তর: Astronomers

ম্যাক্স প্ল্যাঙ্ক কবে নোবেল পান?

উত্তর: ম্যাক্স প্ল্যাঙ্ক ১৯১৮ সালে  পদার্থ বিজ্ঞানে নোবেল পান।Energy quanta এর জন্য।

প্রথম মুসলিম নোবেলবিজয়ী কে?

উত্তর: মিশরের আনোয়ার সাদাত।

প্রথম দক্ষিণ এশিয়ার নোবেল জয়ী কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু তাই নয় রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম অ-ইউরোপীয় সাহিত্যে নোবেল জয়ী। 

অর্থনীতিতে কবে নোবেল দেয়া শুরু হয়? 

উত্তর: ১৯৬৯ সালে

কে একমাত্র নারী যিনি রসায়ন ও পদার্থ উভয় বিষয়ে নোবেল পান? 

উত্তর: ম্যারি কুরি।

কোন বিষয়ে নোবেল পুরষ্কার দেয়া হয় না? 

উত্তর: ম্যাথম্যাটিকস

সর্বপ্রথম পদার্থ বিজ্ঞানে নোবেল পান কে?

উত্তর: রন্টজেন

২০২১ সালে যারা নোবেলজয়ী হলেন

রসায়নের নোবেল পেলেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ডব্লিউ সি. ম্যাকমিলান।

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের স্যুকুরো মানাবে , জার্মানির ক্লাউস হোসেলমান,ও ইতালির জর্জি পারিসনি।

চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ডেভিড জুলিয়াস ও লেবাননের আরম পাটাপুটান।

শান্তিতে নোবেল পেলেন ফিলিপাইনের মারিয়া রেসার ও রাশিয়ার  দিমিত্রি মৌরাতভ


সাহিত্যে নোবেল পেলেন  তানজানিয়ার নাগরিক আব্দুল রাজাকার গুর্নাহ।