৩০ টি অজানা অদ্ভুত ও মজার তথ্য
এই পৃথিবীর কতটুকু বা আমরা জানি। কত তথ্য লুকিয়ে আছে।অজনা অনেক কিছু।মূলত মজার তথ্য বলতে বোঝায় যেসকল তথ্য অদ্ভুত, ব্যতিক্রম, বেশিরভাগ মানুষের কাছে অজানা,ও বিস্ময়কর। নিম্নে তেমন কিছু অদ্ভুত, অজানা, পৃথিবীর অজানা তথ্য তুলে ধরলাম
মজার মজার অজানা তথ্য
১. নারীরা পুরুষের চেয়ে প্রায় দ্বিগুণ বার চোখের পলক ফেলে।
২. মোনালিসার কোন ভ্রু ছিল না।
৩. পিঁপড়া এতোটা পরিশ্রমী যে প্রতি ১২ ঘন্টায় মাত্র ৮ মিনিট বিশ্রাম নেয়।
৪. গরম পানি শীতল পানির চেয়ে দ্রুত বরফে পরিণত হয়।
৫. কুমির তার জিহবা বের করতে পারে না।
৬. উটের তিনটা চোখের পাতা থাকে।
৭. খাঁটি মধু কখনো পঁচে যায় না।
৮. একটি শামুক একটানা তিন বছর ঘুমাতে পারে।
৯. প্রজাপতি তার পা দিয়ে স্বাদ নেয়।
১০. বেশিরভাগ লিপস্টিক এ মাছের আঁশ থাকে।
১১. পৃথিবী একমাত্র গ্রহ যার নাম কোন দেবতার নামে রাখা হয় নি।
১২. গত চার হাজার বছরে নতুন কোন প্রাণী গৃহপালিত হয় নি।
১৩. হাতি একমাত্র প্রাণী যে লাফ দিতে পারে না।
১৪. গ্রীষ্মকালে আইফেল টাওয়ার ১৫ সেমি লম্বা হয়ে যায়।কতাপীয় প্রসারণ এর কারণে এটা হয়ে থাকে।
১৫.প্রথমবারের মত ১৭ ডিসেম্বর ১৯০৩ সালে এ্যরোপ্লেন আকাশে উড়ে।
১৬. ১৯৫২ সালে আইনস্টাইন ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পায় তিনি সে প্রস্তাব গ্রহণ করেন নি।
১৭. প্রাচীন মিশরীয়রা বালিশ হিসাবে পাথর এর স্ল্যাব ব্যবহার করত।
১৮. পৃথিবীতে ১৭৫০০ টি প্রজাপতি রয়েছে যার ৭৫০ টি আমেরিকায় পাওয়া যায়।
১৯. প্রজাপতির ৬ টিপা রয়েছে।
২০. ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশী শরনার্থীদের জন্য আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশ এ কনসার্ট ও অন্যান্য অনুষঙ্গ থেকে প্রাপ্ত অর্থ ছিল ২৪৩৪১৮.৫১ মার্কিন ডলার।
২১. মানুষের নখ প্রতিদিন ০.০১৭১৫ ইঞ্চি করে বাড়ে প্রতিদিন।
২২. হিমালয়ের পর্বতামালা প্রতিদিন ৪ মিমি করে বাড়ছে।
২৩. ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
২৪. আমরা জানি হার্মিং বার্ড সবচেয়ে ছোটা পাখি। এই পাখি কিন্তু হাটতে পারে না।
২৫. উট পাখি উড়তে পারে না।এবং এর মস্তিষ্ক এর চোখের থেকে ছোট।
২৬. চিতা বাঘ গর্জন করতে পারে না।বিড়ালের মত ম্যাও ম্যাও করে।
২৭. মানুষের শরীরের হাড়ের সংখ্যা ২০৬ টি।
২৮. আলু বোখরা কিন্তু আলুর মত দেখতে নয়।
২৯. পুরুষ মৌমাছি কাউকে কামড়ায় না।.
৩০.বিড়াল কিন্তু বাঘের জাতভাই।
বজ্রপাত বাংলাদেশে কত মানুষ মারা যায়?
বজ্রপাতে প্রতি বছর প্রায় ২০০ লোক মারা যায়।বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে প্রায় ৫০ টি বজ্রপাত হয়।অর্থাৎ প্রতি বছরে প্রায় ৬৫ লক্ষ। মেঘের ভিতর ঠান্ডা ও শুষ্ক বাতাস এবং অপেক্ষাকৃত গরম ও জলীয় বাষ্প ভর্তি বাতাসের মিশ্রণের ফলে বরফের কুচি ও নরম শিলার তৈরি হয়।বাতাসের ধাক্কায় বরফের কুচি আর নরম শিলার ঘষায় বরফের কুচিতে ধনাত্মক ও আর শিলায় ঋনাত্মক চার্জ তৈরি হয়।মেঘের উপরের দিকে ধনাত্মক ও নিচের দিকে ঋনাত্মক চার্জ তৈরি হয়।
মোনালিসার কোন ভ্রু ছিল না।
সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নিষেধ।
টোডরমল ছিলেন সম্রাট আকবরের অর্থমন্ত্রী যিনি রাজস্ব ব্যবস্থার ব্যপক সংস্কার করতে সক্ষম হয়েছেন।
পৃথিবীতে মোট জনসংখ্যা কত?
জাতিসংঘের পপুলেশন ডিভিশনের তথ্যমতে ২০১৯ সালে পৃথিবীর জনসংখ্যা হিসাবে ২০২০ সালের পৃথিবীর জনসংখ্যার সম্ভাব্য প্রাক্কলন ধরা হয়েছে ৭৭৯ কোটি ৪৭ লক্ষ ৯৮ হাজার ৭২৯ জন।
বিল গেটস তার সম্পদ বিলিয়ে দিলে সারা পৃথিবীর মানুষ কত টাকা করে পাবে?
বিল গেটসের ২০২১ সালের অক্টোবর পর্যন্ত মোট স্থাবর - অস্থাবর সম্পত্তির আর্থিক পরিমান ১৩ হাজার ৫৪০ কোটি ডলার। যা এখন বাংলাদেশী টাকায় ১১ লক্ষ ৫৯ হাজার ৭০১ কোটি টাকা।বিল গেটস তার সম্পদ বিলিয়ে দিলে সারা পৃথিবীর প্রত্যেকে ১ হাজার ৪৮৭ টাকা ৭৮ পয়সা করে পাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন