৩৩ এ পাশের নিয়ম আসলো কিভাবে? 

১৮৫৮ সালে এই ভারত উপমহাদেশে প্রথম বৃটিশরা   মেট্রিকুলেশন পরীক্ষা চালু করে।তখন বৃটেনের স্কুলগুলোতে ৬৫ তে পাশ মার্কস ছিলো।বৃটিশদের ধারণা, বাংলার মানুষের বুদ্ধি বৃটিশদের অর্ধেক।তাই এই বঙ্গে বৃটিশরা ৩২.৫ এ পাশ মার্কস নির্ধারণ করে।পরবর্তীতে গণনার সুবিধার্থে ৩৩ করা হয়।


ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত টাকা বেতন পেতেন?

ইশ্বরচন্দ্র  বিদ্যাসাগর বিশেষ স্কুল পরিদর্শক হিসাবে মাসিক ২০০ টাকা ও সংস্কৃত কলেজে প্রিন্সিপাল হওয়ায় আরো ৩০০ টাকা মিলিয়ে সর্বমোট ৫০০ টাকা বেতন পেতেন।


বাংলাদেশে প্রতিষ্ঠিত সর্বপ্রথম সরকারি স্কুল কোনটি

ঢাকা কলেজিয়েট স্কুল সবচেয়ে প্রাচীন স্কুল।যা ১৮৩৫ সালে প্রতিষ্ঠিত হয়।।

এক লাইটইয়ার যেতে কত বছর সময় লাগবে?

এক লাইটইয়ার সমান প্রায় ৬ ট্রিলিয়ন মাইল। এখন আবিস্কৃত সবচেয়ে দ্রুত স্পেসক্রাফ্ট new horizon ।এই যানটির এক লাইট ইয়ার যেতে ১৮৪৪৯ বছর সময় লাগবে।


আওরঙ্গজেব এর মেয়ের প্রতি ভালবাসা যেমন ছিল

মোগল সম্রাট আওরঙ্গজেব এর কনিষ্ঠ কন্যা জেবুন্নেসা  কোরআনের হাফেজা  হওয়ার খুশিতে আওরঙ্গজেব দু দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষনা করে ও ৩০ হাজার স্বর্ণ মুদ্রা প্রজাদের মাঝে বিলিয়ে দেন।



কোন পোকার জীবনচক্র নেই?

সিডকা নামে এক এধরনের ঝিঁ ঝিঁ পোকা রয়েছে যা ১৭ বছর একটানা মাটির নিচে ঘুমিয়ে থেকে উপরে উঠে তিন দিন ধরে চিৎকার করতে করতে মারা যায়।


ক্রিকেটে স্টাম্প ক্যামেরা কিভাবে কাজ করে?

ব্যাটসম্যানদের দৌড়ে রান নেয়ার দৃশ্য, বোল্ট আউট, কিংবা আউট বল,এলবিডাব্লিউ ইত্যাদি দৃশ্য   বিভন্নভাবে ধারণ ও প্রচার করতে স্টাম্পে ক্ষুদ্র ক্যামেরা সংযুক্ত করা থাকে।তাই আমরা সঠিক ও নির্ভূল দৃশ্য বিভিন্ন এ্যাংগেলে কিংবা স্লো-মোশনে দেখতে পায়। অনেকের ধারণা স্টাম্পে সংযুক্ত ক্যামেরাগুলো তারবিহীন। কিন্তু না এগুলোতে তার সংযুক্ত করা থাকে।তারবিহীন ক্যামেরা এখনো ক্রিকেটে সংযুক্ত হয় নি।স্টাম্পের পিছে মাটির নিচে ওয়্যার জংশন বক্স থাকে। স্টাম্প থেকে তার সংযুক্ত করে মাটির নিচ দিয়ে জংশন বক্স পর্যন্ত নেয়া হয়।


Previous Post Next Post