পদ ও চাকরির পরীক্ষায় আসা কিছু প্রশ্নের উত্তর
পদ কাকে বলে?
ধাতু বা বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে।বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি শব্দ এক একটি পদ।পদকে বাক্যের বাহন বলা হয়।
পদ মূলত দুই প্রকার। (নাম পদ এবং ক্রিয়াপদ)
এই নামপদ ও ক্রিয়াপদ পাঁচ ভাগে বিভক্ত। যেমনঃ-
নামপদঃ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়।
ক্রিয়াপদ: ক্রিয়া।
পদের প্রকারভেদ উদাহরণসহ
বিশেষ্য পদ:
নামবাচক বিশেষ্য কোনগুলো?
(ব্যক্তি,ভৌগোলিক স্থান,গ্রন্থ) রহিম, করিম,আফিয়া,হিমালয়, গঙ্গা,আরব সাগর, গীতাঞ্জলি ইত্যাদি।
জাতিবাচক বিশেষ্য কোনগুলো?
গরু, মহিষ,মানুষ,নদী, মুসলমান, হিন্দু ইত্যাদি।
বস্তুবাচক বিশেষ্য কোনগুলো?
লবন,চা,চিনি,কম্পিউটার, টেবিল,চেয়ার ইত্যাদি।
গুণবাচক বিশেষ্য কোনগুলো?
সুন্দর, খারাপ,ভালো,মন্দ,মধুর,সততা,মধুরতা, তারুণ্য, বিস্ময়, নিপুন, লাজ, নিশীথে, স্নিগ্ধ, গাম্ভীর্য।
সমষ্টিবাচক বিশেষ্য কোনগুলো?
জনসমাবেশ ,সভা,সমিতি,জনতা,মাহফিল, দল।
ভাববাচক বিশেষ্য কোনগুলো?
ভোজন,দর্শন,শয়ন, গমন,
বিশেষণ পদ
নাম বিশেষণ: সুন্দরী, গুণী
ক্রিয়া বিশেষণ: এখনো লেখনি এখানে "নি" ক্রিয়া বিশেষণ, ধীরে ধীরে, তাড়াতাড়ি ইত্যাদি
বিশেষ্যের বিশেষণ: অতি ভক্তি এখানে অতি বিশেষ্যের বিশেষণ।
সর্বনামের বিশেষণ: সে নির্বোধ, তুমি বুদ্ধিমান।
বিগত সালের প্রশ্ন
ক. মেঘলা আকাশ কোন বিশেষণ?
উত্তরঃ বিশেষণের বিশেষণ।
খ. অব্যয়ের বিশেষণ কোনটি?
অত হায় হায় কিসের?
গ. সত্য ও সততা কোন পদ?
উত্তরঃ বিশেষণ পদ।
ঘ. মেঘলা কোন পদ?
বিশেষণ পদ।
ঙ. চারটি বছর এখানে চারটি কোন পদ?
উত্তরঃ বিশেষণ পদ।
চ. অতিশয় কোন পদ?
বিশেষণের বিশেষণ পদ
বিশেষ্য থেকে বিশেষণ
১. দহন এর বিশেষণ কি?
উত্তরঃ দাহ্য
৩. ঘর এর বিশেষণ কি?
উত্তরঃ ঘরোয়া।
৪. ভূগোল এর বিশেষণ কি?
উত্তরঃ ভৌগলিক
৫. গুরু এর বিশেষণ কি
গরিষ্ঠ
৬. সৌষ্ঠব এর বিশেষণ কি?
উত্তরঃ সুষ্ঠু
৭. শয়ন এর বিশেষণ শায়িত।
৮. লবন এর বিশেষণ কোনটি?
উত্তরঃ লবনাক্ত।
৯. সমুদ্র এর বিশেষণ কি?
উত্তরঃ সামুদ্রিক।
১০. জীবন এর বিশেষণ কি?
উত্তরঃ জীবনী
১১. দৈন্য এর বিশেষণ কি?
উত্তরঃ দীনতা
সর্বনাম পদঃ নাম বা বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে।যেমনঃ
ব্যক্তিবাচক সর্বনাম পদঃ আমি,আমরা,আমাদের।
ব্যতিহারিক সর্বনামঃ নিজে-নিজে,আপনা-আপনি
অনির্দেশক পদঃ কেউ কেউ, অন্য জন, অন্য কেউ।
প্রশ্নবাচক সর্বনামঃ কে,কী,কাকে
অব্যয়পদ
অব্যয়পদ কোনগুলো?
না, অথবা,বা,তথাপি যদিও, কিন্তু, কিংবা, পর্যন্ত, ও, এবং,আর ইত্যাদি।
সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?
আম ও তুমি সেখানে যাব।
রফিক এবং শফিক দুই ভাই।
মন্ত্রের সাধান কিংবা শরীর পাতন
লেখা-পড়া কর নতুবা ফেল করবে।
লোক গরিব কিন্তু সৎ
অনন্বয়ী অব্যয় কোনগুলো?
আনন্দ, উচ্ছাস, হতাশ প্রকাশ পায় যে বাক্যে
মরি! মরি! আহ! প্রভাতের কি রুপ!
অনুকার অব্যয় কোনগুলো?
রাশি রাশি, টাপুর-টুপুর, সাঁ সাঁ
অনুসর্গ অব্যয় কোনগুলো?
হতে,থেকে, চেয়ে, দ্বারা, দিয়া, কর্তৃক
বিগত সালের চাকরির পরীক্ষার প্রশ্ন
না কোন পদ?
উত্তরঃ অব্যয় পদ।
তার হাতের লেখা খুব ভালো এখানে অব্যয় পদ কোনটি?
উত্তরঃ খুব
তুমি না বলেছিলে আজ এখানে আসবে?এখানে না কোন অর্থে ব্যবহার হয়েছে?
উত্তরঃ হ্যাঁ অর্থে।
তুমিতো তো ভারি সুন্দর ছবি আঁকো!এখানে তো কোন অব্যয়?
এখানে তো অনন্বয়ী অব্যয়।
ক্রিয়াপদঃ
যে পদ দ্বারা কার্যসম্পাদন বোঝায় তাকে ক্রিয়াপদ বলে।ক্রিয়া পদ ছাড়া বাক্য গঠন হয় না।বাক্যগঠনে ক্রিয়াপদ অপরিহার্য। ক্রিয়া পদর
মূল অংশকে ধাতু বলে।
ক্রিয়ার বিষয়কে বলে কর্ম।
উদাহরণঃ তমা বাড়ি নেই।এখানে নেই ক্রিয়াপদ।
পড়া, খাওয়া,যাওয়া ইত্যাদি
ক্রিয়াপদ দুই প্রকার
১. সাধিত ক্রিয়াপদ ২. কৃদান্ত ক্রিয়াপদ।
No comments:
Post a Comment