চারটি সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ও সমাধান 


মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তর এবং পরিসংখ্যান অধিদপ্তরের উচ্চমান সহকারী, ল্যাব-সহকারী এবং অফিস সহায়ক, পরিসংখ্যান কর্মকর্তা, এবং কম্পট্রোলার অ্যান্ডঅডিটেটর জেনারেল এর  কার্যালয়ের অডিটেটর  পদের নিয়োগ পরিক্ষার প্রশ্ন ও  তার সমাধান দেয়া হলো


সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২১

পরিসংখ্যান অধিদপ্তরে অফিস সহায়ক পদে নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান -২০২১


ভাষার মূল উপকরণ কি

উত্তরঃ ভাষার  মূল উপকরণ হলো বাক্য।

বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে কি বলে?

উত্তরঃ বিভক্তি যুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।

হায়রে আমড়া,কেবল আটি আর চামড়া  এই প্রবাদটির অর্থ কি?

উত্তরঃ অন্তঃসারশূন্য অবস্থা। 

খাটি বাংলা উপসর্গ কয়টি?

উত্তরঃ ২১ টি।

বাংলা ভাষায় প্রত্যয় কত প্রকার? 

২ প্রকার 

কোনটি শূন্য প্রত্যয় শব্দ? 

ঘুর

ষষ্ঠী এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 

উত্তরঃ ষষ্ +থ

"লোকটি ধনী কিন্তু কৃপন" কোন ধরনের বাক্য?

যৌগিক বাক্য।

ঝনঝন শব্দটি কোন ধরনের দ্বিরুক্তি? 

উত্তরঃ ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। 

 গীতিকা শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ? 

ক্ষুদার্থে

পঞ্চায়েত কোন ধরনের শব্দ? 

বিশেষ্য শব্দ। 

নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? 

ইতি

হাসান বই পড়ছে এটি কোন ধরনের বর্তমান কাল? 

ঘটমান বর্তমান।

কারক কয়ভাগে বিভক্ত? 

উত্তরঃ ৬ ভাগে বিভক্ত। 

which is the correct sentence? 

I saw him long since. 


Which is the verb of power?

Ans: empower. 

Opposite of obscure

Lucid.

২,০,৮,২ সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম  ও  ক্ষুদ্রতম সংখ্যার গড়ে কত?

উত্তরঃ ৪২২৪

৫০ কেজি দুধের সাথে ৫ কেজি চিনি মেশানো হলে চিনি ও দুধের অনুপাত কত?

উত্তরঃ ১:১০

৫% বার্ষিক মুনাফায়  কত টাকায় ২ বছরের মুনাফা ১২০ টাকা হবে?

উত্তরঃ ১২০০ টাকা।

কোনটি মৌলিক সংখ্যা? 

উত্তরঃ ১৩


১+২+৩+৪--------------------+৯৯ =কত?

উত্তরঃ ৪৯৫০

প্রতি এক ঘন্টায় ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটা পরস্পরে কতবার লম্বভাবে অবস্থান করে?

২বার



১১ টি সংখ্যার যোগফল ৫৬১। ১ম ৬ টির গড়ে ৪৬ শেষ ৬ টির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত?

উত্তরঃ ৫১

কোন সংখ্যার এক তৃতীয়াংশের সাথে এক চতুর্থাংশ  যোগ করলে যোগফল ৩৫ হবে।

উত্তরঃ ৬০


৯০° কোণের সম্পূরক কোণের মান কত?

উত্তরঃ ০°


কম্পট্রোলার অ্যান্ডঅডিটর জেনারেলএর কার্যালয়ে নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান 

বাংলাঅংশ সমাধান 


সদ্যোজাত এর সন্ধি বিচ্ছেদ  কোনটি? 

সদ্যঃ+জাত

দশচক্রে ভগবান ভূত এর অর্থ কি?

দশজনের চক্রান্তে ন্যায়কে অন্যায় বানানো।

আটকপালে বাগধারার অর্থ কি?

উত্তরঃ হতভাগ্য 

লবণ শব্দের বিশেষণ কোনটি? 

উত্তরঃ লবনাক্ত 

কৃতবিদ্যা শব্দের ব্যসবাক্য কোনটি

কৃত বিদ্যা যার

কে শ্রেষ্ঠ বৈকরায়ণবিদ? 

উত্তরঃ পাণিনি

অর্বাচীন এর বিপরীত শব্দ কোনটি? 

উত্তরঃ প্রাচীন 

নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

যে সন্ধি কোন নিয়ম মানে না।


তিমির হননের কবি কে?

উত্তরঃ জীবনানন্দ দাশ 

মুক্তিযুদ্ধের কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃবন্দি শিবির থেকে।

মৃতবৎসা শব্দের অর্থ কি? 

যে নারীর সন্তান জন্মে মারা যায়।

আমাদের পুকুরে অনেক মাছ আছে কোন কারক?

উত্তরঃ অধিকরণ কারক। 

নেমেসিস নাটকে কোন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে? 

উত্তরঃ ২য় বিশ্বযুদ্ধ

আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে এটা কার উক্তি?.

ভারতচন্দ্র 

বাক্যে ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে?

উত্তরঃ তাকে কারক বলে।

মেঘের ধ্বনি এর বাক্য সংকোচন কি হবে?

উত্তরঃ জীমূতেন্দ্র 


কোন দেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়? 

উত্তরঃ কানাডা


 মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের উচ্চমানসহকারী নিয়োগ পরিক্ষার প্রশ্ন সমাধান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর নিচ দিয়ে  মিলিত হচ্ছে? 

উত্তরঃ কর্ণফুলী 

কারাগারে রোজনামচা গ্রন্থটির ভূমিকা কে লিখেছেন? 

শেখ হাসিনা 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই গানটির সুরকার কে?

উত্তরঃ আলতাফ মাহমুদ 

ISBN এর পূর্ণ রুপ কি?

International standard Bank Number 

এশিয়া ও ইউরোপ কে বিভক্তকারী পর্বতমালার নাম কি?

উত্তরঃ ইউরাল

সাবমেরিন ক্যাবলের  মাধ্যমে কোন দ্বীপের সাথে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে? 

উত্তরঃ সন্দ্বীপ

আ্যান্টনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? 

উত্তরঃ নবম

GUI এর পূর্ণরুপ কি?

উত্তর: Geographical User Interface. 


হুন্ডুরাসের রাজধানীর নাম কি? 

তেগুচী গালপা

পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে? 

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে।

পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?

উত্তরঃ আমাজন নদী 

ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?

উত্তরঃ আরবি ভাষার

পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি?

নালন্দা বিশ্ববিদ্যালয় 

২০১৮ সালে মহিলা  T-20 এশিয়া কাপ কোন দেশ জিতেছিল? 

উত্তরঃ বাংলাদেশ 

 He's writting a letter. Make it passive. 

A letter is written by him.





May Almighty help you. It is an-----

Ans: optative sentence. 

The word precedence mean---

Ans: priority 

বাংলা অংশ সমাধান 

ঔ কোন ধরনের স্বরধ্বনি ? 

যৌগিক স্বরধ্বনি। 

 অনমনীয় কোন ধরনের সমাস 

উত্তরঃ বহুব্রীহি সমাস 

তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল পুড়লো কোন ধরনের বাক্য?

উত্তরঃ জটিল বাক্য।


রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা কোন ছন্দে রচিত? 

উত্তরঃ মাত্রাবৃত্ত ছন্দে। 

বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? 

উত্তরঃ রাজা রামমোহন 

গণক শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি? 

উত্তরঃ গণকী

সুন্দর মানেই একটা আকর্ষণ শক্তি আছে  এখানে সুন্দর কোনপদ?

উত্তরঃ বিশেষ্য পদ।


কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? 

আনন্দময়ীর আগমনে

সন্ধির প্রধান সুবিধা কি?

উত্তরঃ উচ্চারণের সুবিধা। 

ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কি? 

উত্তরঃ গূঢ়



সার্ক দূর্যোগ ব্যবস্থাপনা কোথায় অবস্থিত?

উত্তরঃ নয়াদিল্লি

বলকান রাষ্ট্র নয় কোনটি?

উত্তরঃ বলভিয়া

ডং কোন দেশের মুদ্রা? 

ডং ভিয়েতনামের মুদ্রা।

 মদিবা কোন বিশ্বনেতার ডাক নাম?

উত্তরঃ লেনসন ম্যান্ডেলা 


অলিম্পিক ২০২১ এ দ্রুততম মানব কে হয়েছেন? 

উত্তরঃ মার্সেল জ্যাকব।

বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইন করেন কে?

উত্তরঃ শিব নারায়ণ দাস।

কবি জসিমউদদীন এর কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? 

উত্তরঃ কল্লোল

I have a Cat. Make it passive. 

Ans: A cad is had by me.

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এর সঠিক অনুবাদ কোনটি?

It is drizzling since morning. 

What is the synonym of pauper

Ans: destitution. 



কত সালে মেঘনাদবদ  কাব্য প্রথম প্রকাশিত হয়? 

উত্তর: ১৮৬১ সালে।

মুনির চৌধুরীর মুখরা রমনীগণকে বশীকরণ একটি অনুবাদ নাটক। 

ড. মোহাম্মদ শহিদুল্লাহ রচিত চর্যাপদ গ্রন্থের নাম কি?

 Buddhist mystic songs 

চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালী বলে পরিচয় দিয়েছেন? 

উত্তরঃ ভূসুকুপা

বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৫৫ সালে। 

উপরোধ শব্দের অর্থ কি? 

অনুরোধ 

মেছো শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?

উত্তর: মাছ+উয়া>ও

টি,টা,খানা এগুলো কি?

উত্তর: পদাশ্রিত শব্দ 

রাষ্ট্র ভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি কে সংকলন করেন? 

উত্তরঃ হাসান হাফিজুর রহমান। 

জয়ের জন্য যে উৎসব এর বাক্য সংকোচন কি হবে?

উত্তর: জয়ন্তী 

জাতিবাচক শব্দ -নদী

বাবাকে প্রচন্ড ভয় পায় এখানে বাবাকে কোন কারকে কোন বিভক্তি? 

উত্তরঃ অপাদানে ২য়া

বেটাইম কোন ধরনের শব্দ 

ফার্সি ও ইংরেজি শব্দ 

Previous Post Next Post