তুমি যত ধনী হও না কেন, আমি তোমাকে ভয় করি না।

I am not afraid of you however rich you may be.


তুমি যত লম্বা হও না কেন, আমার চেয়ে তুমি ছোট।

 However tall you may be you are shorter than i

যত টাকাই তুমি দাও না কেন, তিনি  সন্তুষ্ট হবেন না।

However maney you may offer, he will not be satisfied. 


তোমার যত শক্তি থাকুক না কেন, এটা তুমি করতে পারবে না।

However strong you may be,you will not able to do it.


whatever = যাই, Whoever= যে কেউ  whenever = যখনই,  wherever= যেখানেই 

আমরা যাই করি না কেন, সে সন্তুষ্ট নন

Whatever we do, he is not satisfied. 


যেখানেই আমি যাই না কেন আমার শান্তি নাই।

I have no peace, wherever i may go.


যে কেউই তোমাকে বলুক না কেন এটা মিথ্যা। 

It is lie,whoever may have told it to you.

যেখানেই তুমি বাস কর না কেন, আমি তোমাকে ভুলব না।

I shall not forget you, wherever you may live


The-----the, যত----তত

যত বেশি পাওয়া যায় তত বেশি আনন্দ হয়।

The more, the merrier.

যত পরিশ্রম করিবে তত ভাল ফল পাবে।

The harder you work, the better will be the results.


যত দূরে যাবে তত ভালো।

the farther you go, the better.

যতই তারা শুনিতে লাগল,তত তারা বিস্মিত হলো।

The more they heard,the more were they astonished.


যত বেশি তিনি পেতে লাগলেন, ততই তার আশা বাড়তে লাগল

the more he got, the more did his hope increase. 



Look or appear = বোধ হয়, দেখায়, বোঝায়,মনে হয়



দূর হতে সূর্যকে ছোট দেখায়

The looks small From a distance.


তোমাকে তার চেয়ে অনেক ছোট মনে হয়।

You appear to be much younger than him.


পাছে তিনি পড়ে যান এই ভয়ে তিনি আস্তে আস্তে হাঁটতে লাগলেন।

He began to walk slowly lest he should fail.



Previous Post Next Post