৪৩ তম বিসিএস প্রিলিমিনারী প্রশ্ন ও তার সমাধান -2021
বাংলা, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ৪৩তম বিসিএস
বাংলাদেশের সংবিধান হাতের লেখার দায়িত্ব কার উপর ন্যাস্ত ছিল?
উত্তর: এ.কে.এম আব্দুর রউফ।
বাংলাদেশে কোনটি ব্যাংক নোট নয়?
উত্তর: ২ টাকা
সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট?
উত্তর: স্টক মার্কেট।
আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ছিল?
উত্তর: বেদ
বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি?
উত্তর: পুণ্ড্র
মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিষয়ক বিভাগের দায়িত্বে কে ছিলেন?
উত্তর: তাজউদ্দীন আহমদ।
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে?
উত্তর: ২৮(২)
কোভিড-১৯ ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের কোন কোম্পানির সাথে চীনের চূক্তি সাক্ষরিত হয়?
উত্তর: ইনসেপ্টা
বাংলাদেশ কত সালে OIC এর সদস্য পদ লাভ করে?
উত্তর:১৯৭৪ সালে।
বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত?
উত্তর: ১৮ বছর।
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা বলা হয়েছে?
উত্তর: ৮৭
কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
উত্তর: চেয়ারম্যান মানবাধিকার কমিশন
ইরান-ইরাক যুদ্ধ বিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
উত্তরঃ UNIMOG
আন্তর্জাতিক গনতন্ত্র দিবস কত তারিখে?
উত্তর: ১৫ সেপ্টেম্বর।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায়?
উত্তর: নেদারল্যান্ডস।
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবোজাহাজ দুটি কোন শ্রেণির?
উত্তর: কিলো-ক্লাস
জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
উত্তরঃ এডেন উপসাগরের পাশে
নিচের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
উত্তর: আসিয়ান আঞ্চলিক ফোরাম ( ARF)
United Nations framework Convention on Climate change এর মূল আলোচ্য বিষয়
উত্তরঃ গ্রীনহাউজ গ্যাসের নি:সরণ প্রশমন
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
উত্তরঃ World Bank
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
উত্তরঃ মালয়েশিয়া
The Lady with the lamp নামে পরিচিত -
উত্তরঃ ফ্লোরেন্স নাইটিঙ্গেল
মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
উত্তর: ন্যাশনাল ইউনিটি সরকার।
বাংলাদেশের প্রধান আইন কর্তা হলেন -
উত্তর: অ্যাটর্নি জেনারেল
নির্বাণ ধারণাটি কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট?
উত্তর: বৌদ্ধ ধর্ম।
প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থায় বিকল্প সরকার বলতে কাকে বোঝায়?
উত্তর: বিরোধীদল
ঢাকা সিটি করপোরেশন এর প্রথম মেয়র কে ছিলেন?
উত্তর: মোহাম্মদ হানিফ
বাংলাদেশে কোন সালে বয়স্কভাতা চালু হয়?
উত্তর: ১৯৯৮ সালে।
একনেক(ECNEC) এর প্রধান কে?
উত্তর: প্রধানমন্ত্রী
বলাকা কোন ফসলের প্রকার?
উত্তর:গম
তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়? ২০লে
রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্র টি পরিচালনা করেন-
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ
নিপোর্ট (NIPORT) কোন ধরনের গবেষণা প্রতিষ্ঠান?
উত্তরঃ জনসংখ্যা গবেষণা
ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর: রাজশাহী-দিনাজপুর
প্রাচীন বাংলায় সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল?
উত্তর: কুমিল্লা-নোয়াখালি
Untranquil Recollections: The Years of fulfilment শীর্ষক গ্রন্থের লেখক কে?
রেহমান সোবহান
ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেন?
উত্তর: ৮ নং সেক্টর।
কোন সালে কৃষি শুমারী হয় নি?
উত্তর: ২০১৫ সালে
ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
উত্তর: তামাক
কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?
উত্তর: কম্বোডিয়া
নাথু লাগে পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে?
ভারত-চীনকে।
বাংলাদেশ কোনটির সদস্য নয়?
উত্তর: OAS
চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম জনগোষ্ঠীর নাম কি?
উত্তর: উইঘুর
জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা কয়টি?
উত্তর: ১৭ টি
বিশ্ব মানবাধিকার দিবস কবে?
১০ ডিসেম্বর
আকাবা কি?
একটি সমুদ্র বন্দর।
Trafalgar Square এর অবস্থান কোথায়?
উত্তর: ইংল্যান্ড
মায়া সভ্যতা আবিষ্কৃত হয় কোথায়?
উত্তর: মধ্য আমেরিকা
বাংলাদেশের কোন দ্বীপ প্রবাল দ্বীপ নামে পরিচিত?
উত্তর: সেন্ট মার্টিন
বাংলাদেশের কোথায় প্লায়িস্টোসিন কালের সোপান দেখা যায়?
উত্তর: কুমিল্লা
নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে?
উত্তর: মিয়ানমার
বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয়?
উত্তর: উত্তর-পূর্ব অঞ্চলে
বাংলাদেশের কোন জেলাটি কয়লাসমৃদ্ধ?
উত্তর: দিনাজপুর
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কোন দূর্যোগটির ঝুকি বৃদ্ধি পেয়েছে?
উত্তর: ভূমিকম্প
নিম্নের কোন দুর্যোগ Hydro-meteorological দূর্যোগ হিসাবে পরিচিত।
উত্তর: ঘূর্ণিঝড়
সোয়াচ অব নো গ্রাউন্ড কী?
উত্তর: সাবমেরিন ক্যানিয়ন।
কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙন প্রবন্ধ?
উত্তর: নড়িয়া
ট্রপিকাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
উত্তর: ২৬.৫°সে।
নিচের কোনটি Anti-virus software নয়?
উত্তর: Oracle
সালোকসংশ্লেষণে সূর্যের আলো রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মক্ষমতা হলো ১০০%
জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যানোডে।
পানির অনু একটি ডায়াচুম্বক।
একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরিন রোধ কত?
উত্তরঃ শূন্য
RFID এর অর্থ কি?
Radio frequency information
কোন মাধ্যমে আলোর পালস ব্যবহার হয়?
উত্তর: অপটিক্যাল ফাইবার
প্রোটিন তৈরি হয় অ্যামিনো এসিড দিয়ে
কোভিড-১৯ কোন ধরনের ভাইরাস?
উত্তর: RNA
হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে কি বলে?
উত্তর: সিস্টল
কোন রোগটি DNA ঘটিত?
উত্তর: স্মল পক
Keyboarder ও CPU এর মধ্যে কোন পদ্ধতিতে data transmission হয়?
উত্তর: Simplex
১০১১১০ বাইনারী সমতুল্য ডেসিমাল নাম্বার কোনটি?
উত্তর: ৪৬
DNS সার্ভার এর কাজ হচ্ছে Domain name কে IP এড্রেস এ পরিবর্তন করা।
কোনটি একটি প্রতিষ্ঠানের ঠিকানা নির্দেশ করে?
উত্তর: URL
যে সাইবার আক্রমণ এর স্বীকার হলে গ্রাহকের বৈধ অনুরোধসমূহ কোন একটি web server সম্পূর্ণ করতে ব্যার্থ হয় সেটি কী নামে পরিচিত?
উত্তর: Denial of service
কোন ডিভাইস ডিজিটাল সিগন্যালকে এনালগ সিগনালে রুপান্তর করে?
উত্তর: মডেম
কোনটি multi tasking operating system নয়?
উত্তর: DOS
প্রতিযোগিতায় সব সময় কি থাকে?
উত্তর: Participant
নৈতিক মূল্যবোধের উৎস কোনটি নৈতিক চেতনা
on liberty গ্রন্থের লেখক জন স্টুয়ার্টস
উৎপত্তিগতভাবে Governance শব্দটি কোথা থেকে এসেছে?
উত্তর: গ্রীক
কর্তব্যের জন্য কর্তব্য ধারণাটি কার?
উত্তর: ইমানুয়েল কান্ট
Human Society in ethics and politics এই গ্রন্থের লেখক কে?
উত্তর: বার্ট্রান্ড রাসেল
শাসক যদি মহৎগুনসম্পন্ন হয় তবে আইন নিষ্প্রয়োজন আর শাসক যদি মহৎগুনসম্পন্ন না হয় তবে আইন অকার্যকর কে বলেছেন?
উত্তর: প্লেটো
সুশাসনের মূলভিত্তি কি?
আইনের শাসন
কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
উত্তর: উপযোগবাদ
বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টা?
উত্তর: ৪ টি
বাংলাদেশে কবে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
উত্তর: ২০১২ সালে।
কোনটি নাম ধাতুর উদাহরণ?
উত্তর: বেতা
গড্ডালিকা প্রবাহ বাগধারাটির গড্ডল শব্দের অর্থ কী?
উত্তর: ভেড়া
তাতে সমাজজীবন চলে না বাক্যে অস্তিবাচক রুপ কোনটি?
উত্তর: তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।
হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি?
উত্তর: মহামহোপাধ্যায়
ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা বই কোনটি?
উত্তর: কর্ণফুলী
নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম?
সুনীল গঙ্গোপাধ্যায়ের
বাকযন্ত্রের অংশ কোনগুলো
উত্তর: স্বরযন্ত্র,ফুসফুস, দাঁত
রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন?
উত্তর: সম্প্রদান কারক
কেন্ত্তমের কোন দুটি শাখার এশিয়ার?
উত্তর: হিত্তিক ও তুখারিক
রুমের তেন্ত্তলি কুমীরে খাই এর অর্থ কী?
গাছের তেঁতুল কুমিরে খায়।
কত সালে দুর্গেশনন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৮৬৫ সালে।
বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিক কে?
উত্তর: স্বর্ণকুমারী দেবী
আমার দেখা নয়াচীন কে লিখেছেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কী?
উত্তর: পদ্মপুরাণ
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায় কে লিখেছেন?
উত্তর: জীবনানন্দ দাশ
দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?
উত্তর: জমিদার নিজাম শাহ
চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?
নেপাল
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
উত্তর: নেকড়ে অরণ্যে
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যের লেখক কে?
উত্তর: শঙ্খ ঘোষ
আসমান কোন ভাষা থেকে আগত শব্দ?
উত্তর: ফারসি
স্বরধ্বনি কোনটি?
উত্তর: আ
জিজীবিষা শব্দের অর্থ কি?
বেঁচে থাকার ইচ্ছা
বড়>বড্ড এটি কোন ধরনের শব্দ
উত্তর: ব্যঞ্জনদ্বিত্ব
Attested শব্দের বাংলা অর্থ কি?
সত্যায়িত
ডেকে ডেকে হয়রান হচ্ছি এখানে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?
উত্তর: পৌনঃপুনিকতা
যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরনীয় এটা কোন ধরনের বাক্য?
উত্তর: জটিল বাক্য
চিকিৎসা শাস্ত্র কোন সমাস?
কর্মধারয় সমাস
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্ম গ্রহণ করে?
বীরসিংহ গ্রাম মেদিনীপুর
মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয় কবে?
উত্তর: ১৯ জানুয়ারি ১৯২৬ সালে।
আমার দেখা রাজনীতির ৫০ বছর কার লেখা?
আবুল মনসুর আহমেদ
ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে এখানে দামাল ছেলে কে?
উত্তর: কামাল পাশা
সজনীকান্ত সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: শনিবারের চিঠি।
what is the antonym for the word deformation
Ans: wholeness
Words inscribed on a tomb is an epitaph
The phrase dog days means
Hot weather
Which gender is the word orphan
Ans: Common
Who wrot the play the way of the world
Ans: William congreve
No Deco troy is a
Poem
If winter comes, can spring be far behind who wrote this?
Ans: P.B shelley
No comments:
Post a Comment