সিএনজি এবং এলপিজি এরমধ্যে পার্থক্য 

 সিএনজি  কাকে বলে?

CNGএর পূর্ণরুপ হলোCompressed NaturalGas.

সিএনজি প্রাকৃতিকভাবে পাওয়া যায়। যেমন কয়লার, খনি, পেট্রোলিয়াম এর খনি, বা ভূগর্ভস্থ গ্যাসের খনি থেকে সিএনজি গ্যাস পাওয়া যায়। সিএনজি গ্যাস হালকা। যানবাহন ইঞ্জিন , জেনারেটর,ও কলকারখানায় ব্যবহার হয়।

LPG কী

এলপিজিএর পূর্ণরুপ হলো Liquefied PetroleumGas. 

LPG গ্যাস কিভাবে পাওয়া যায়?

 আংশিক পাতন পদ্ধতিতে খনিজ পেট্রোলিয়াম থেকে ডিজেল, কেরোসিন,পেট্রোল ও অন্যান্য উপাদান আলাদা করা হয় তখন এক ধরনের বর্ণহীন, গন্ধহীন গ্যাস নির্গত হয়। এই গ্যাসকে উচ্চচাপে তরলে পরিণত করা হয়। LPG এর মূল উপাদান কী?এলপিজিতে প্রায় ৯০% বিউটেন থাকে।তাই এর মূল উপাদান বিউটেন। 


কোন গ্যাস রান্নার কাজে ব্যবহার কর হয়?

এলপিজি বা বিউটেন রান্নার কাজে ব্যবাহর করা হয়।এটা হালকা ও অত্যন্ত দাহ্য পদার্থ তাই।


Previous Post Next Post