বাংলাদেশের বনভূমি
বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে?
উত্তর: সুন্দর বন
বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি রয়েছে?
উত্তর: রাজশাহী
বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে?
উত্তর: ১৭ ভাগ
বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কী?
উত্তর: প্রাকৃতিক গ্যাস।
বাংলাদেশের কৃষি দিবস কবে?
উত্তর: পহেলা অগ্রহায়ণ
রেলের স্লিপার তৈরিতে কোন তৈরিতে ব্যবহার হয় কোন কাঠ?
উত্তর: গর্জন ও জারুল
ভাওয়াল বন কোথায়?
উত্তরঃ গাজীপুর
মধুপুর বন কোথায়?
উত্তর: ময়মনসিংহ ও টাঙ্গাইল
বাংলাদেশের জনপ্রতি বনভূমির পরিমান কত?
উত্তর: ০.০২ হেক্টর
বৃক্ষরোপনে রাষ্ট্রীয় পুরুষ্কারের নাম কি?
উত্তর: প্রধানমন্ত্রীর পুরুষ্কার
বৃক্ষরোপনে পুরুষ্কার দেয়া হয় কবে থেকে?
উত্তর: ১৯৯৩ সাল থেকে।
বাংলাদেশে পরিবেশ নীতি প্রণয়ন করা হয় কবে থেকে?
উত্তর: ১৯৯২ সালে।
সামাজিক বনায়নের কাজ শুরু হয় কবে থেকে?
উত্তর: ১৯৮১ সাল থেকে।
সূর্য কন্যা বলা হয় কোন গাছকে?
উত্তর: তুলকে।
পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি?
উত্তর: ইউক্যালিপটাস
কর্ণফুলী ও সিলেট কাগজ কলের কাঁচামাল হিসেবে?
উত্তর: বাঁশ ও ঘাস
সাম্পান ও নৌকা তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?
উত্তর: চাপালিশ ও গামারি
আসবাব তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার হয়?
উত্তরঃ সেগুন
গৃহ, বৈদ্যুতিক তারের খুটি,টেলিফোন খুটি তৈরিতে শাল কাঠ ব্যবহার হয়।
দিয়াশলাই ও পেন্সিল তৈরিতে কোন কাঠ ব্যবহার হয়?
উত্তর: গেওয়া, ধুন্দল,ও শিমুল
ঘরের ছাউনিতে কি ব্যবহার হয়?
উত্তরঃ গোলপাতা
ছাতার বাট তৈরিতে কি ব্যবহার হয়?
উত্তর: কুর্চি
টেক্সটাইল তৈরিতে ছাতিম গাছ ব্যবহার হয়।
খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়?
উত্তর: সুন্দরী
চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?
উত্তর: বাঁশ
দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?
উত্তর: পার্বত্য বনাঞ্চল
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?
উত্তর: বৈলাম
বাংলাদেশের ম্যানগ্রোভ বন কত ধরনের?
উত্তর: ২
বাওয়ালী কারা?
উত্তর: সুন্দরবনের কানকাটা শ্রমিকশ্রেণী
1 comment:
good
Post a Comment