Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বাংলাদেশের বনজ সম্পদ বিষয়ে সাধারণ জ্ঞান

বাংলাদেশের বনভূমি

বাংলাদেশের বনভূমি ও বনজসম্পদ  এর  উপর গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও বিগত সালের সরকারি চাকরির পরীক্ষায় আসা এমসিকিউ প্রশ্ন তুলে ধরা হলো। 


 বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে?

উত্তর: সুন্দর বন


বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি রয়েছে? 

উত্তর: রাজশাহী 


বাংলাদেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি রয়েছে? 

উত্তর: ১৭ ভাগ

বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কী?

উত্তর: প্রাকৃতিক গ্যাস।

বাংলাদেশের কৃষি দিবস কবে?

উত্তর: পহেলা অগ্রহায়ণ 

রেলের স্লিপার তৈরিতে কোন  তৈরিতে ব্যবহার হয় কোন কাঠ?

উত্তর: গর্জন ও জারুল 


ভাওয়াল বন কোথায়?

উত্তরঃ গাজীপুর 

মধুপুর বন কোথায়? 

উত্তর: ময়মনসিংহ ও টাঙ্গাইল

বাংলাদেশের জনপ্রতি বনভূমির পরিমান কত? 

উত্তর: ০.০২ হেক্টর 


বৃক্ষরোপনে  রাষ্ট্রীয় পুরুষ্কারের নাম কি?

উত্তর: প্রধানমন্ত্রীর পুরুষ্কার

বৃক্ষরোপনে পুরুষ্কার দেয়া হয় কবে থেকে?

উত্তর: ১৯৯৩ সাল থেকে। 

বাংলাদেশে পরিবেশ নীতি প্রণয়ন করা হয় কবে থেকে? 

উত্তর: ১৯৯২ সালে।

সামাজিক বনায়নের কাজ শুরু হয় কবে থেকে? 

উত্তর: ১৯৮১ সাল থেকে। 


সূর্য কন্যা বলা হয় কোন গাছকে? 

উত্তর: তুলকে।

পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি?

উত্তর: ইউক্যালিপটাস


কর্ণফুলী ও সিলেট কাগজ কলের কাঁচামাল হিসেবে? 

উত্তর: বাঁশ ও ঘাস

সাম্পান ও নৌকা তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়?

উত্তর: চাপালিশ ও গামারি

আসবাব তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার হয়? 

উত্তরঃ সেগুন

গৃহ, বৈদ্যুতিক তারের খুটি,টেলিফোন খুটি তৈরিতে শাল কাঠ ব্যবহার হয়। 

দিয়াশলাই ও পেন্সিল  তৈরিতে কোন কাঠ ব্যবহার হয়?

উত্তর: গেওয়া, ধুন্দল,ও শিমুল

ঘরের ছাউনিতে কি ব্যবহার হয়?

উত্তরঃ গোলপাতা

ছাতার বাট তৈরিতে কি ব্যবহার হয়?

উত্তর: কুর্চি


টেক্সটাইল তৈরিতে ছাতিম গাছ ব্যবহার হয়।

খুলনা হার্ডবোর্ড মিলে কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়? 

উত্তর: সুন্দরী 

চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?

উত্তর: বাঁশ

দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?

উত্তর: পার্বত্য বনাঞ্চল 

বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি?

উত্তর: বৈলাম

বাংলাদেশের ম্যানগ্রোভ বন কত ধরনের? 

উত্তর: ২ 

বাওয়ালী  কারা?

উত্তর: সুন্দরবনের কানকাটা শ্রমিকশ্রেণী

1 comment:

Unknown said...

good