Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

আগামী ৫০ বছর যেভাবে কাটবে

   জীবন হিসাব-নিকাশ

   কখনো ভেবেছেন আপনার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে?কিভাবে আপনার জীবন দ্রুত ফুরিয়ে যাচ্ছে?মাত্র ১০ টা কাজে আপনার পুরো জীবন পার হয়ে যায়। কখনো বালিশ মাথায় দিয়ে একা একা নিজেকে নিয়ে ভেবেছেন?না ভাবলে আজকে ভাবুন।আপনার ভাবনাকে সহজ করার জন্য আজকের এই আয়োজন।  


ধরুন আপনার বয়স ২৫ বছর। আরো পঞ্চাশ বছর বেঁচে থাকবেন। আমরা আরো ধরে নিচ্ছি আপনার পড়াশোনা শেষ। একজন কর্মজীবী মানুষ। সোস্যাল মিডিয়া ব্যবহার করেন।তাহলে  বাকী ৫০ বছর কিভাবে অতিক্রম করবেন দেখে নিন। জীবনের অংকটা মিলিয়ে নিন।




সময় কিভাবে ফুরিয়ে যায়?

যদি গড়ে প্রতিদিন  ৪ ঘন্টা ইউটিউব, ফেসবুক ও সিনেমা দেখে কাটান তবে আগামী ৫০ বছরে  ৭২০০০ ঘন্টা অর্থাৎ ৮ বছর ৪ মাস অতিবাহিত করবেন। 




 যদি গড়ে প্রতিদিন ৭ ঘন্টা ঘুমিয়ে থাকেন তবে আগামী  ৫০ বছরে ১৪ বছর ৭ মাস ঘুমিয়ে পার করবেন। 




উপার্জন বাইরে জরুরি কাজ ও যাতায়াতে গড়ে প্রতিদিন ১০ ঘন্টা ব্যায় করে থাকেন তবে আগামী ৫০ বছরে একাজে ২০ বছর ১০ মাস ব্যায় করবেন।




এছাড়া  বন্ধু, পরিবার, আত্মীয়-স্বজন ও ব্যাক্তিগত কাজে প্রতিদিন ৩ ঘন্টা ব্যায় করলে আপনি আগামী ৫০ বছরে ৬ বছর ৩ মাস এসমস্ত কাজে ব্যায় করবেন। 




এই হলো মানুষের জীবন।  মাত্র ১০ টা কাজ করে ২৪ ঘন্টা পার করছেন। এভাবে পার করছেন আরো ৫০ বছর।কিন্তু প্রশ্ন হলো আপনার উল্লেখযোগ্য কর্ম কী? এ পৃথিবীতে কী কী রেখে গেলেন? আর কী কী নিয়ে গেলেন? এই ছোট্ট জীবনের অর্জন বা প্রয়োজন কতটুকু? 

No comments: