কৃষি কর্মকর্তা নিয়োগ প্রস্তুতি দুই

 

বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি গবেষণা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ধান গবেষণা ইন্সটিটিউট সহ সকল কৃষি সেক্টরে কৃষি অফিসার, কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি অফিসার, উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরিক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের নোট নিচে দেয়া হলো। 


বাংলাদেশের কৃষিসম্পদ 


বাংলাদেশ আফ্রিকার কোন দেশে কৃষি কাজ শুরু করেছে? 

২০১২ সালে বাংলাদেশ আফ্রিকার সেনেগালে কৃষি কাজ শুরু করেছে। 



বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? 

উত্তর: ১৪.১০ 

জিডিপিতে শস্যখাতের অবদান কত? 

উত্তর:- 7.৩৭ 

বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত? 

উত্তর:৮5.৭৭ লক্ষ হেক্টর 

বর্তমান বাংলাদেশে মাথাপিছু আবাদি জমির পরিমান কত? 

উত্তর: ০.১৫  একর

কৃষক প্রতি আবাদি জমির পরিমান কত? 

উত্তর: ১.৫০ একর

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির  উপর নির্ভরশীল কত ভাগ লোক?

উত্তর: ৮০ ভাগ লোক।



৬ষ্ট কৃষিশুমারি অনুষ্ঠিত হয় কবে? 

উত্তর: ৯-২০ জুন ২০২০ সালে।



বাংলাদেশে মোট খাস জমির পরিমান কত? 

উত্তর:দুই.২৩ লক্ষ হেক্টর। 



খরিব শস্য ও রবি শস্য কাকে বলে? 

উত্তর: গ্রীষ্মকালীন শস্যকে খরিপ শস্য ও শীতকালীন শস্যকে রবি শস্য বলে।

দত্তনগর কৃষি খামার কোথায়?

উত্তর: দত্তনগর কৃষি খামার ঝিনাইদহ জেলার দত্তনগরে অবস্থিত।দত্তনগর কৃষি খামার এর কার্যক্রম শুরু হয় ১৯৬২ সালের দিকে।এই কৃষি খামার এর আয়তন ২৩৩৭ একর।

শস্যভান্ডার বলা হয় কোন জেলাকে?

উত্তর: বরিশাল

জাতীয় বীজ পরীক্ষাগার কোথায়?

উত্তর: গাজীপুর 

কবে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরুষ্কার প্রবর্তন করা হয়?

উত্তর: ৫ এপ্রিল ১৯৭৩ সালে।

সার্ক কৃষি তথ্যকেন্দ্র কোথায় অবস্থিত? 

উত্তর: ফার্মগেট ঢাকা। ১৯৮৯ সালে এটা প্রতিষ্ঠিত হয়। 

ফসলের নিবিড়তা কত? 

উত্তর:১৯৪ শতাংশ 



কৃষিতে নিয়োজিত জনশক্তি কত?

উত্তরঃ চল্লিশটা দশমিক ছয়

এক ফসলি জমির পরিমান কত?

উত্তর: ২২.৫৩ লক্ষ হেক্টর 

দুই ফসলি জমির পরিমান কত? 

উত্তর::৩৯.১৪ লক্ষ হেক্টর 

তিন ফসলি জমির পরিমান কত?

উত্তর:১৭.৬৩ লক্ষ হেক্টর 

চার ফসলি জমির পরিমান কত? 

উত্তর: ০.১৭ লক্ষ হেক্টর 



বাংলাদেশে মোট জমির পরিমান কত? 

উত্তর: ৩ কোটি ৬০ লক্ষ ৩ হাজার ৯৪ একর।



এক হেক্টর সমান কত বিঘা?

উত্তর:7.৪৭৪৯ বিঘা

এক একর সমান কত বিঘা? 

উত্তর: তিন বিঘা। 

এক বিঘা সমান কত কাঠা?

উত্তর: ২০ কাঠা।



কৃষি শুমারী কবে হয়?

প্রথম কৃষি শুমারী হয় ১৯৬০ সালে।আর স্বাধীন বাংলাদেশে প্রথম কৃষি শুমারী হয় ১৯৭৭ সালে।



বাংলাদেশে প্রথম আর্সেনিক শনাক্ত হয় কবে?

উত্তর: ১৯৯৩ সালে।

Previous Post Next Post