গণপূর্ত অধিদফতরের নিয়োগ প্রশ্ন পুর:কৌশল
গণপূর্ত অধিদপ্তরের চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান
sub asst engineer civil niog prosno solved here
১. The noun form of prosper is
উত্তর: prosperity
২. সবুজপত্র পত্রিকা কত সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তর: ১৯১৪ সালে।
৩. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তর: ৩ প্রকার।
৪. The synonym of Frustrate
উত্তর: Thwart
৫. He is an heir ----- throne
উত্তর: To
৬. কবর নাটক কোন পটভূমিতে লিখিত?
উত্তর: বায়ান্নর ভাষা আন্দোলন
৭. টিকফা চূক্তি কোন দুটি দেশের মধ্যে হয়?
উত্তর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
৮. রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কি?
উত্তর: রবি+ইন্দ্র
৯. বাংলাদেশের বীরত্বসূচক পদবীর মধ্যে কোনটা দ্বিতীয়?
উত্তর: বীরউত্তম
১০. his sudden Death shocked me.
উত্তর: I was shocked at his sudden death.
১১. ১৯৭১ সালের কত তারিখে মুজিব নগর সরকার গঠন করা হয়?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১
১২. কোনটি মৌলিক স্বরধ্বনি?
উত্তর: ই
১৩. শ্রীকৃষ্ণকীর্তন আবিস্কৃত হয় কত সালে?
উত্তর: ১৯০৯ সালে।
১৪. মনোযোগ শব্দটা কোন সন্ধিতে লেখা হয়?
উত্তর: বিসর্গ সন্ধিতে লেখা হয়।
১৫. The word popularize is
উত্তর: Adverb
১৬. বাংলাদেশ সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়?
উত্তর: ১৭ বার
১৭. The verb of Memory is
উত্তর: Memorize
১৮. Correct spelling : Leisure
১৯. Correct spelling : Pulitzer
২০. বিশ্বের প্রচীন সংবাদ সংস্থা কোনটি?
উত্তর: এএফপি
২১.A brief history of time গ্রন্থে বিংব্যাং এর ব্যাখ্যা দিয়েছে কে?
উত্তর: স্টিফেন হকিং
২২. কর্ণফুলী নদী ভারতের কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর: মিজোরাম
২৩. ----as fast as she could, she managed to arrive on time
উত্তর: Driving
২৪. give in means?
উত্তর: Surrender
২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কোনটি?
উত্তর: পায়ের আওয়াজ পাওয়া যায়
২৬. কৃষি কাজের জন্য সবচেয়ে উপযোগী কোন ধরনের মাটি?
উত্তর: দোঁ-আশ মাটি।
২৭. বার্ষিক শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটা?
উত্তর: বর্ষ+ ষ্ণিক
২৮. হাউজ অব কমন্স কোন দেশের পার্লামেন্ট এর নাম?
উত্তর: যুক্তরাজ্যের
২৯. দুবলার চর কোন জায়গায় অবস্থিত
উত্তর: সুন্দরবনের দক্ষিণে অবস্থিত
৩০. Divulge অর্থ কী?
উত্তর: প্রকাশ করা
৩১. সে নাকি আসবে না? এখানে না কোন অর্থে ব্যবহার হয়েছে?
উত্তর: সম্ভবনা
৩২. The antonym of diligent means
উত্তর: Indolent
৩৩. হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তর: জার্মানির সমুদ্র বন্দর হলো হামবুর্গ।
৩৪. স্ক্যান্ডিনেভিয়ান দেশ কোনটা?
উত্তর: ডেনমার্ক
৩৫. Bad blood means
উত্তর: শত্রুতা
৩৬. সংশয় এর বিপরীত অর্থ কী?
উত্তর: প্রত্যয়
৩৭. বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতির নাম কী?
উত্তর: নাজমুন আরা সুলতানা
৩৮. প্রগৌতিহাসিক গল্পটি কার লেখা?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়
৩৯. what kind of noun is, Committee
উত্তর: Collective
৪০. ইউরিয়া সারের কাঁচামাল কী?
উত্তর: মিথেন গ্যাস ইউরিয়ার কাঁচামাল।
৪১. বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
উত্তর: ভারতের
৪২. পর্বত শব্দের সমার্থক অর্থ কোনটা?
উত্তর: ক্ষিতিধর
৪৩. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার?
উত্তর: ৬১৫০ মিটার
৪৪. কোন জেলায় সবচেয়ে বেশি চ বাগান রয়েছে?
উত্তর: মৌলভী
৪৫. মুনির চৌধুরী অনূদিত নাটক কোনটি?
উত্তর: মুখরা রমনী বশীকরণ
৪৬. ম্যাপল পাতার দেশ কোনটি?
উত্তরঃ কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
৪৭. কোন জসিমউদদীন এর নাটক?
উত্তর: বেদের মেয়ে
৪৮. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তর: বৃটেনের
৪৯. রাজহাঁসের ডাক-ক্রেকার
৫০. জাতিসংঘের কততম অধিবেশনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন?
উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে।জাতিসংঘের ২৯ তম অধিবেশনে।
আরো পড়ুন
সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বই পিডিএফ ডাউনলোড
সিভিল ভাইভা প্রশ্ন ও উত্তর
No comments:
Post a Comment