Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

রসায়ন বিজ্ঞান বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

 রসায়ন বিজ্ঞান থেকে এমসিকিউ প্রশ্ন সমাধান 


আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে? 

উত্তর:  Lavoiser.


Lemon বা লেবুতে কোন ধরনের  এসিড বিদ্যমান?

উত্তর: সাইট্রিক এসিড।


বিরল গ্যাস কোনটা?

উত্তর: ট্রাই এটমিক।

রসায়ন বিজ্ঞান বিষয়



PVC এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Polyvinyl chloride 

কৃত্রিম বৃষ্টি তৈরিতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার হয়? 

উত্তর: সিলভার আয়োডাইড। 


Vitriol তেল কী?

উত্তর: সালফিউরিক এসিড।


ক্যালসিয়াম সালফেট কী?

উত্তর: জিপসাম সল্ট।

ডিনামাইট তৈরিতে কোন উপাদান ব্যবহার হয়?

উত্তর: গ্লাইসিরল (Glycerol)

গান পাউডার কী?

পটাশিয়াম নাইট্রেট, চারকোল ও সালফারের মিশ্রন।

নেইলপালিশ রিমুভারে কী থাকে?

উত্তরঃ এসিটোন। 


নিউক্লিয়াসের এটমে কী থাকে? 

উত্তর: প্রোটন এবং নিউট্রন 


আইসোটোপ এর পরমাণুর পার্থক্য কীসের উপর নির্ভর করে? 

উত্তর: নিউট্রন সংখ্যার উপর।


মানুষের হাড়ে কী অক্সিজেন থাকে? 

উত্তর: না, অক্সিজেন থাকে না।

হোমোনিউক্লিয়ার অনুতে কোন ধরনের বন্ধনে থাকে?

উত্তর: সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধনে।


বাতাসে কোন মৌলটি বেশি পরিমানে থাকে?

উত্তর: নাইট্রোজেন। 

 ওয়াশিং সোডার রাসায়নিক নাম কী?

উত্তর: সোডিয়াম কার্বনেট।


প্রথম এটমিক থিওরী প্রদান  করে কে?

উত্তর: জন ডালটন। 


রক্তের পিএইচ কত?

উত্তর: ৭.৪


স্ট্রেঞ্জার গ্যাস কোনটা?

উত্তর: জেনন 

ফটোগ্রাফিতে ফিক্সার হিসাবে কোন রাসায়নিক ব্যবহার হয়? 

উত্তর: অ্যামোনিয়াম সালফেট।


বৃষ্টির পানি গোলাকার হয়ে পড়ে কেন?

উত্তর: পৃষ্ঠ টানের কারণে।


এসপিরিন এর রাসায়নিক নাম কী?

উত্তর: এসিটাইল স্যালিকাইলিক এসিড।


চেতনানাশক হিসাবে নাইট্রোজেন এর কোন অক্সাইড ব্যবহার হয়?

উত্তর: নাইট্রোজেন পেন্টাঅক্সাইড।


সবচেয়ে তড়িৎঋনাত্মক মৌল কোনটা?

উত্তর: ফ্লোরিন।

পারমানবিক সংখ্যা কীসের সমান?

উত্তর: প্রোটন এর।


অগ্নিনির্বাপক হিসাবে সাধারণত কোন গ্যাস ব্যবহার হয়?

উত্তর: কার্বন ডাই অক্সাইড। 


কপার সালফেট এর দ্রবণ থেকে কপার আলাদা করতে কোন মৌল ব্যবহার হয়?

উত্তর: আইরন (Fe)


সিগারেট লাইটারে কোন ধরনের গ্যাস ব্যবহার হয়?

উত্তর: বিউটেন।


বায়োগ্যাসে কোন ধরনের গ্যাস থাকে?

উত্তর: মিথেন 


ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন আর সবচেয়ে কম পাওয়া যায় আর্গন। 


কোন ধাতুর দীপ্তি কীসের উপর নির্ভর করে? 

উত্তর: মুক্ত ইলেকট্রন এর উপস্থিতির উপর।


সবচেয়ে নমনীয় ধাতুর নাম কী?

উত্তর: সোনা


ভিনেগার কাকে বলে? 

উত্তর: কোন এসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে।

বরফ গলা রোধে কী ব্যবহার করা হয়? 

উত্তর: জিলেটিন। 


এসিডের স্বাদ কেমন?

উত্তর: টিক


এসিড বৃষ্টিতে কোন কোন রাসায়নিক থাকে?

উত্তর: নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড। 

ব্রাস মেটাল কী দিয়ে তৈরি? 

উত্তর: কপার এবং জিংক দিয়ে। 


বক্সাইট থেকে কোন মৌল পাওয়া যায়? 

উত্তর: অ্যালুমিনিয়াম।


কোন গ্যাস সবচেয়ে বেশি বিষাক্ত? 

উত্তর: কার্বন মনোক্সাইড। 

চিনি লিভারে গিয়ে কী উৎপন্ন করে?

উত্তর: গ্লাইকোজেন।


কোন ধরনের শিলায় পেট্রোলিয়াম পাওয়া যায়?

উত্তর: পাললিক শিলায়।

এনজাইম কী?

উত্তর: প্রোটিন। 

কার্বনেট কঠিন  রুপ কোনটি? 

উত্তর: ডায়মন্ড বা হীরক।


জৈব এসিড কোনটা? 

উত্তর: সাইট্রিক এসিড। 


গ্যাস শিখার সবচেয়ে উষ্ণ অংশের কী নাম?

উত্তর:Non-luminous Zone.

No comments: