রসায়ন বিজ্ঞান থেকে এমসিকিউ প্রশ্ন সমাধান 


আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে? 

উত্তর:  Lavoiser.


Lemon বা লেবুতে কোন ধরনের  এসিড বিদ্যমান?

উত্তর: সাইট্রিক এসিড।


বিরল গ্যাস কোনটা?

উত্তর: ট্রাই এটমিক।

রসায়ন বিজ্ঞান বিষয়



PVC এর পূর্ণ রুপ কী? 

উত্তর: Polyvinyl chloride 

কৃত্রিম বৃষ্টি তৈরিতে কোন রাসায়নিক উপাদান ব্যবহার হয়? 

উত্তর: সিলভার আয়োডাইড। 


Vitriol তেল কী?

উত্তর: সালফিউরিক এসিড।


ক্যালসিয়াম সালফেট কী?

উত্তর: জিপসাম সল্ট।

ডিনামাইট তৈরিতে কোন উপাদান ব্যবহার হয়?

উত্তর: গ্লাইসিরল (Glycerol)

গান পাউডার কী?

পটাশিয়াম নাইট্রেট, চারকোল ও সালফারের মিশ্রন।

নেইলপালিশ রিমুভারে কী থাকে?

উত্তরঃ এসিটোন। 


নিউক্লিয়াসের এটমে কী থাকে? 

উত্তর: প্রোটন এবং নিউট্রন 


আইসোটোপ এর পরমাণুর পার্থক্য কীসের উপর নির্ভর করে? 

উত্তর: নিউট্রন সংখ্যার উপর।


মানুষের হাড়ে কী অক্সিজেন থাকে? 

উত্তর: না, অক্সিজেন থাকে না।

হোমোনিউক্লিয়ার অনুতে কোন ধরনের বন্ধনে থাকে?

উত্তর: সমযোজী বা কোভ্যালেন্ট বন্ধনে।


বাতাসে কোন মৌলটি বেশি পরিমানে থাকে?

উত্তর: নাইট্রোজেন। 

 ওয়াশিং সোডার রাসায়নিক নাম কী?

উত্তর: সোডিয়াম কার্বনেট।


প্রথম এটমিক থিওরী প্রদান  করে কে?

উত্তর: জন ডালটন। 


রক্তের পিএইচ কত?

উত্তর: ৭.৪


স্ট্রেঞ্জার গ্যাস কোনটা?

উত্তর: জেনন 

ফটোগ্রাফিতে ফিক্সার হিসাবে কোন রাসায়নিক ব্যবহার হয়? 

উত্তর: অ্যামোনিয়াম সালফেট।


বৃষ্টির পানি গোলাকার হয়ে পড়ে কেন?

উত্তর: পৃষ্ঠ টানের কারণে।


এসপিরিন এর রাসায়নিক নাম কী?

উত্তর: এসিটাইল স্যালিকাইলিক এসিড।


চেতনানাশক হিসাবে নাইট্রোজেন এর কোন অক্সাইড ব্যবহার হয়?

উত্তর: নাইট্রোজেন পেন্টাঅক্সাইড।


সবচেয়ে তড়িৎঋনাত্মক মৌল কোনটা?

উত্তর: ফ্লোরিন।

পারমানবিক সংখ্যা কীসের সমান?

উত্তর: প্রোটন এর।


অগ্নিনির্বাপক হিসাবে সাধারণত কোন গ্যাস ব্যবহার হয়?

উত্তর: কার্বন ডাই অক্সাইড। 


কপার সালফেট এর দ্রবণ থেকে কপার আলাদা করতে কোন মৌল ব্যবহার হয়?

উত্তর: আইরন (Fe)


সিগারেট লাইটারে কোন ধরনের গ্যাস ব্যবহার হয়?

উত্তর: বিউটেন।


বায়োগ্যাসে কোন ধরনের গ্যাস থাকে?

উত্তর: মিথেন 


ভূত্বকে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন আর সবচেয়ে কম পাওয়া যায় আর্গন। 


কোন ধাতুর দীপ্তি কীসের উপর নির্ভর করে? 

উত্তর: মুক্ত ইলেকট্রন এর উপস্থিতির উপর।


সবচেয়ে নমনীয় ধাতুর নাম কী?

উত্তর: সোনা


ভিনেগার কাকে বলে? 

উত্তর: কোন এসিডের জলীয় দ্রবণকে ভিনেগার বলে।

বরফ গলা রোধে কী ব্যবহার করা হয়? 

উত্তর: জিলেটিন। 


এসিডের স্বাদ কেমন?

উত্তর: টিক


এসিড বৃষ্টিতে কোন কোন রাসায়নিক থাকে?

উত্তর: নাইট্রাস অক্সাইড, সালফার ডাই অক্সাইড। 

ব্রাস মেটাল কী দিয়ে তৈরি? 

উত্তর: কপার এবং জিংক দিয়ে। 


বক্সাইট থেকে কোন মৌল পাওয়া যায়? 

উত্তর: অ্যালুমিনিয়াম।


কোন গ্যাস সবচেয়ে বেশি বিষাক্ত? 

উত্তর: কার্বন মনোক্সাইড। 

চিনি লিভারে গিয়ে কী উৎপন্ন করে?

উত্তর: গ্লাইকোজেন।


কোন ধরনের শিলায় পেট্রোলিয়াম পাওয়া যায়?

উত্তর: পাললিক শিলায়।

এনজাইম কী?

উত্তর: প্রোটিন। 

কার্বনেট কঠিন  রুপ কোনটি? 

উত্তর: ডায়মন্ড বা হীরক।


জৈব এসিড কোনটা? 

উত্তর: সাইট্রিক এসিড। 


গ্যাস শিখার সবচেয়ে উষ্ণ অংশের কী নাম?

উত্তর:Non-luminous Zone.

Previous Post Next Post