Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

আলেকজান্ডার কেন ভারত আক্রমণ করার সাহস পায় নি?

আলেকজান্ডারের সাম্রাজ্যবাদ


 আলেকজান্ডারকে দি গ্রেট আলেকজান্ডার বলা হয়। আলেকজান্ডার এর জন্ম  প্রাচীন গ্রিক রাজ্যের ম্যাসিডেনের  পেল্লা নামক স্থানে।তার বাবা দ্বিতীয় ফিলিপের খুন হওয়ার পর আলেকজান্ডার মাত্র বিশ বছর বয়সে তার স্থলাভিষিক্ত হউন।আলেকজান্ডার সাম্রাজ্যবাদী শাসক ছিলেন।ক্ষমতা গ্রহণের পরপরই প্যারিস আক্রমণ করেন।ক্ষমতা গ্রহনেরর মাত্র দশ বছর মধ্যে মিশর থেকে উত্তর-পশ্চিম ইন্ডিয়া পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেন। আলেক্সান্ডার দি গ্রেট বিখ্যাত দার্শনিক এ্যারিস্টটলের ছাত্র ছিলেন। যাইহোক আমাদের আলোচনা বিষয় আলেকজান্ডার কেন ভারত আক্রমণ করেন নি।কিসের ভয়ে আলেকজান্ডার ভারত উপমহাদেশে আক্রমণ করা থেকে বিরত থাকলেন।


আলেকজান্ডারের ভারত আক্রমণের পরিকল্পনা

খ্রীস্টপূর্ব ৩০০ সালে ভারত উপমহাদেশের বাংলায় একটি রাজ্য ছিল নাম গঙ্গারেডাই।প্রাচীন গ্রীক ও রোমানরা এই গঙ্গারেডাই সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। গঙ্গারিডাই শব্দের অর্থ  গঙ্গা নদীর অববাহিকায় যে রাজ্য।টলেমি বলেন,"গঙ্গা নদীর মোহনায় যে জনপদ গড়ে উঠেছে সেটাই গঙ্গারিডাই।

ইতিহাস ও পুরনো দলিলপত্র ঘেঁটে দেখা গেছে বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও নেপাল এই গঙ্গারিডাই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।

অনেকে মনে করেন পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলায় ছিল এই প্রাচীন রাজ্যের রাজধানী। প্রাচীন  এ-ই রাজ্যটি কিভাবে বিলুপ্ত হয় তার কারণ জানা যায়নি তবে এখানে রাজতন্ত্র কায়েম ছিল।

যাইহোক এবার আসল কথায় আসা যাক।আলেকজান্ডার তার বিশ্ব শাসনের স্পৃহা থেকে ভারত আক্রমণের পরিকল্পনা করেন।কিন্তু তার সৈন্যরা আলেকজান্ডারকে নিষেধ করেন। আলেকজান্ডার এর সৈন্যবাহিনী খুব ভালোভাবে জানতেন ভারত উপমহাদেশে গঙ্গারিডাই নামক একটি রাজ্য আছে।সেই রাজ্য এতো শক্তিশালী যে তাদের সাথে যুদ্ধ করে টিকে থাকা মুশকিল হয়ে যাবে।যেহেতু ভারত আক্রমণ করতে গেলে গঙ্গারিডাই আক্রমণ করতে হবে তাই এ সিদ্ধান্ত থেকে সরে আসায় ভালো।আলেকজান্ডার তার সৈন্যদের কথা শুনে ভারত উপমহাদেশ আক্রমণ থেকে সরে আসে।

কতটা শক্তিশালী ছিল গঙ্গারিডই রাজ্য?

আলেকজান্ডার ও তার সেনাবাহিনীর তথ্য এবং সিন্ধু পরবর্তী বিভিন্ন ইতিহাস এবং গ্রীক ও ধ্রুপদী লাতিন ভাষায় লেখা বিভিন্ন ইতিহাস ও ইতিহাসবিদদের বর্ণনা মতে খ্রীস্টপূর্ব ও তৎপরবর্তীকালে গঙ্গারিডাই রাজ্যের মত এতো শক্তিশালী রাজ্য পৃথিবীতে ছিল না।চতুর্থ খ্রীস্টপূর্বে এই রাজ্যের রাজা অত্যন্ত শক্তিশালী ছিল।রাজার ছিল ষাট হাজার পদাতিক সেনাবাহিনী,এক হাজার অশ্বারোহী ও সাতশত হস্তিবাহিনী। তাই বলা যায় একারণে আলেকজান্ডার ভারত উপমহাদেশ আক্রমণ করা থেকে বিরত থাকে।

No comments: