ইসলামিক সাধারণ জ্ঞান
রাসূল (সাঃ) এর কত জন ছেলে ছিল? তাদের নাম কী?
উত্তর: তিন ছেলে ছিল।কিন্তু তারা সকলে শিশুকালে পরলোকগমন করেন।রাসূলের তিন ছেলের নাম।
ক.হযরত আল কাশেম।
খ.হযরত আব্দুল্লাহ।
গ.হযরত ইব্রাহিম।
মোগল সম্রাট আকবর কত সালে দ্বিন-এ এলাহী চালু করেন
উত্তর: ১৫৮২ সালে।
খলিফা হারুন আর রশীদ এর সহধর্মিণীর নাম কী?
উত্তর: জোবাঈদা।
ইমাম আবু হানিফা কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ৮০ হিজরিতে।
কত হিজরিতে আবু হানিফার মৃত্যু হয়?
উত্তর: ১৫০ হিজরিতে।
আবু হুরায়রা কতটি হাদিস বর্ণনা করেন?
উত্তর: ৫৩৭৪ টি।
হযরত আবু বক্বর (রাঃ) কোন গোত্রের লোক ছিলেন?
উত্তর: বনু তাইয়েম গোত্রের।
হজরত মুহাম্মদ (সাঃ) কোন গোত্রের ছিলেন?
উত্তর: হাশমি গোত্রের।
ইমাম বুখারির আসল নাম কী?
উত্তর: মোহাম্মদ বিন ইসমাইল।
হযরত মোহাম্মদ মদিনায় কত বছর বসবাসের করেন?
উত্তর:১০ বছর।
নবী মোহাম্মদ সাঃ সাহাবা ও পরিবারসহ প্রথম কোথায় হিজরত করেন?
উত্তর: আবিসিনিয়া (ইথোপিয়া)
আবু জেহেল এর আসল নাম কী ছিল?
উত্তরঃ ওমর বিন হিশাম।
আযানের জন্য কে প্রথম প্রস্তাব করে?
উত্তর: হযরত ওমর (রাঃ)
বেলাল প্রথম কোন ওয়াক্তের আযান দিয়েছিল?
উত্তর: ফজর
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর প্রস্তুত করেছিল কে?
উত্তর: হযরত আবু তালহা।
হযরত খাদিজা কত বছর বয়সে মারা যান?
উত্তর:৬৫ বছর।
হযরত আবু বক্কর কিসের ব্যবসা করতেন?
উত্তর: কাপড়ের।
হযরত আইয়ুব আঃ কত বছর চর্মরোগ ভুগেছিলেন?
No comments:
Post a Comment