Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

ইসলামিক সাধারণ জ্ঞান প্রথম অংশ

 ইসলামিক সাধারণ জ্ঞান 

রাসূল (সাঃ) এর কত জন ছেলে ছিল? তাদের নাম কী?

উত্তর: তিন ছেলে ছিল।কিন্তু তারা সকলে শিশুকালে পরলোকগমন  করেন।রাসূলের তিন ছেলের নাম।

ক.হযরত আল কাশেম।

খ.হযরত আব্দুল্লাহ। 

গ.হযরত ইব্রাহিম। 



মোগল সম্রাট আকবর কত সালে দ্বিন-এ এলাহী চালু করেন 

উত্তর: ১৫৮২ সালে।

খলিফা হারুন আর রশীদ এর সহধর্মিণীর নাম কী?

উত্তর: জোবাঈদা।


ইমাম আবু হানিফা কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তর: ৮০ হিজরিতে।

কত হিজরিতে আবু হানিফার মৃত্যু হয়?

উত্তর: ১৫০ হিজরিতে।

আবু হুরায়রা কতটি হাদিস বর্ণনা করেন? 

উত্তর: ৫৩৭৪ টি।


হযরত আবু বক্বর (রাঃ) কোন গোত্রের লোক ছিলেন? 

উত্তর: বনু তাইয়েম গোত্রের। 

হজরত মুহাম্মদ (সাঃ) কোন গোত্রের ছিলেন? 

উত্তর: হাশমি গোত্রের। 


ইমাম বুখারির আসল নাম কী?

উত্তর: মোহাম্মদ বিন ইসমাইল। 

হযরত মোহাম্মদ মদিনায় কত বছর বসবাসের করেন?

উত্তর:১০ বছর।


নবী মোহাম্মদ সাঃ  সাহাবা ও পরিবারসহ প্রথম কোথায় হিজরত করেন?

উত্তর: আবিসিনিয়া (ইথোপিয়া)


আবু জেহেল এর আসল নাম কী ছিল?

উত্তরঃ ওমর বিন হিশাম।

আযানের জন্য কে প্রথম প্রস্তাব করে? 

উত্তর: হযরত ওমর (রাঃ)

বেলাল প্রথম কোন ওয়াক্তের আযান দিয়েছিল?

উত্তর: ফজর

রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর প্রস্তুত করেছিল কে?

উত্তর: হযরত আবু তালহা।

হযরত খাদিজা কত বছর বয়সে মারা যান? 

উত্তর:৬৫ বছর।

হযরত আবু বক্কর কিসের ব্যবসা করতেন? 

উত্তর: কাপড়ের। 

হযরত আইয়ুব আঃ কত বছর চর্মরোগ ভুগেছিলেন?


No comments: