স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার পদের প্রশ্ন সমাধান


পিএসসি নন-ক্যাডার সিভিল নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২, প্রকৌশল অধিদপ্তরের নকশাকার পদের প্রশ্ন সমাধান ২০২২.

১. Please stop------ so many mistakes

Ans: making 


 ২. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে - সমতল

৩. BNBC অনুযায়ী গাড়ি চলাচলের জন্য র‍্যাম্পের অনুপাত হবে- 1:12

৪.  বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটা?

উত্তর: কাব্য

৫. ৭ মার্চের পটভূমিতে রচিত কবিতা কোনটা?

উত্তর: 

৬. please do not laugh ---- those beggars. 


 ৭. শালবন কী- বৌদ্ধ বিহার 

৮. চন্দ্রাবতী কে- বাংলা সাহিত্যের প্রথম নারী কবি।

৯. A barking dog seldom bites - এখানে barking কী? - A Gerund 

১০.মার্বেল  কোথায় পর্যাপ্ত পরিমানে পাওয়া যায়? 

উত্তর: অপশন অনুসারে গ্রীস। তবে তুরস্কে সবচেয়ে বেশি মার্বেল পাওয়া যায়। এরপর ইতালিতে। 

১১.অ্যালুমিনিয়ামের জানালার পুরুত্ব কত হওয়া উচিত? 

উত্তর: ৪ মিমি।


১২. পিপীলিকা শুদ্ধ বানান 

১৩. বরেন্দ্রভূমি কোন অঞ্চলে অবস্থিত? -উত্তর অঞ্চলে।

১৪. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়? 

উত্তর:

১৫. শরনার্থীদের নিয়ে লিখে নোবেল পেয়েছেন কে? 

উত্তর: আব্দুর রাজাক গুরনাহ।

১৬. কোনটি বিদেশি শব্দ নয়?

উত্তর: অপশন অনুসারে সূর্য। 

১৭. কোন দেশ থেকে সর্বপ্রথম করোনা ভাইরাস এর নতুন ধরন ওমিক্রন সম্পর্কে জানা যায়?

উত্তর: দক্ষিণ আফ্রিকা

১৮. সাধারণ দরজার উচ্চতা কত?- 7 ft

১৯. সিঁড়ির হাতলের উচ্চতা কত?- 3 ft

২০.  Doric Order কারা বেশি ব্যবহার করেছিল?

উত্তর:

২১. কোনটা বাফার স্টেট?

উত্তর: বেলজিয়াম

২২. বাংলাদেশের আবহাওয়া কোন ধরনের? 

উত্তর: ওয়ার্ম-হিউমিড

২৩.ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তর: বাংলাদেশের চাপাইনবয়াবগঞ্জে।

২৪. পড়ার টেবিলের উচ্চতা কেমন হওয়া উচিত? 

উত্তর: ২ ফুট ৬ ইঞ্চি।

২৫.ইট কোন দেশের প্রধান নির্মাণ সামগ্রী - বাংলাদেশ 

২৬. মৌলিক রং কয়টি?

তিনটি  (সবুজ,নীল,লাল)

২৭.কোনটি যতি চিহ্ন নয়?

উত্তর: ঃ

২৮. বিনত বিবির মসজিদ কোন স্থাপত্যশৈলির উদাহরণ? 

উত্তর: সুলতানি আমলের।

২৯. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড কেনিয়ন  কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: উত্তর আমেরিকায়।

৩০. He failed (keep) his promise.

Ans: keeping. 

৩১. please  do not disturbe me (passive form)

Ans: option. Let no i disturbed. 

৩২. The teacher infused a new sprite  ---- the students. 

Ans: with

৩৩.শান্তির  জন্য বঙ্গবন্ধু কবে জুলিও কুরি  পদক পান- ১০ অক্টোবর ১৯৭২ সালে।

৩৪.নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? 

উত্তর: যুক্তরাষ্ট্রের। 

৩৫. উপসর্গ সাধারণত কোথায় বসে?

উত্তর: শব্দের পূর্বে।

৩৬. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোথায় শিক্ষার অধিকারের কথা রয়েছে? 

উত্তর: ২১ (ক) অনুচ্ছেদে।

৩৭. মেঘে মেঘে শব্দটি কী অর্থে ব্যবহার হয়? 

উত্তরঃ ব্যাপ্তি।

৩৮. বিগ আপেল কোন শহরকে বলা হয়?

উত্তর: নিউইয়র্ক 

৩৯.over head and ears means

Ans: completely

৪০. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 

উত্তর: ৮ মার্চ


৪১. pantheon কোন দেশের গোলাকার মন্দিরের? 

উত্তর: রোমান

৪২. রেনেসা আন্দোলন কোথায় শুরু হয়? 

উত্তর: ইতালিতে 

৪৩. Correct sentence. 

Two-thirds of apples are rotten

৪৪. He went a hunting. Here a i's

Ans: Determiner.

৪৫. পথের পাঁচালী কার লেখা? 

উত্তর: বিভূতিভূষণ। 

৪৬. Correct sentence. 

Ans: they want your reply. 

৪৭. শিখারা (Shikhara) কীসের অংশ?

উত্তর: হিন্দু মন্দির 

48. Gallant এর antonym কী?

উত্তর: Cowered 

৪৯. কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা কবে লেখেন?

উত্তর: ১৯২১ সালে


৫০. সবুজ গ্রহ কোনটি? 

উত্তর:  ইউরেনাস

৫১. প্রাচুর্য এর প্রকৃতি প্রত্যয় কোনটা?

উত্তর: প্রচুর+য

৫২.বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর: লুই আইকন।

৫৩. তুমি এতক্ষণ কী করছো?এখানে কী কোন ধরনের শব্দ? 

উত্তর: অব্যয়।

৫৪.ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

উত্তর: ধাতু বলে

৫৫. "নেই আঁকড়া" বাগধারার অর্থ কী?

উত্তরঃ একগুঁয়ে


৫৬. ঢাকা আর্ট কলেজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:

৫৭. পাখি এর সমার্থক শব্দ কোনটা?

উত্তর: বিহগ

৫৮. পুতুল নাচের ইতিকথা কার লেখা?

উত্তর: মানিক বন্দোপাধ্যায় 

৫৯. Falling water এর স্থপতি কে? 

উত্তর: Frank LIoyd wrigts

৬০. Hagia sophia এর স্থপতি কোন আমলের?

উত্তর: বাইজেনটাইন স্থাপত্য

৬১. ভাসান চর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলায়?

উত্তর: নোয়াখালী

৬২. Please, come----- the bathroom.

Ans: out of

৬৩. My father is------ F.R.C.S

Ans: an

৬৪. পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? 

উত্তরঃ বাংলাদেশ 

৬৫. ষাট গম্বুজ মসজিদ কোন আমলের স্থাপত্য? 

উত্তর: মোগল

৬৬. আদর্শ বাক্যের গুণ কয়টি?

উত্তর: তিনটি।

৬৭. Correct sentence. 

He takes a lot of interest -----Game.

Ans: In

৬৮. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কার লেখা? 

উত্তর: আব্দুল গাফফার চৌধুরী। 

৬৯. বাংলাদেশে mud architecture কোথায় বেশি? 

উত্তর: উত্তরবঙ্গে

৭০.our teacher teaches mathematics ---- English. 

Ans: Besides 

৭১. ক্রিপ্টোকারেন্সি ধারণাটি---

উত্তর: অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত 

৭২. which word is similar of levity 

Ans:

৭২. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় রাষ্ট্র কোনটা? 

উত্তর: ভারত 

৭৩. অটিজম কোন ধরনের সমস্যা? 

উত্তর: মস্তিষ্কের বিকাশজনিত।

৭৪. বাংলাদেশ সরকার কতটি পঞ্চ বার্ষিক পরিকল্পনা করেছেন?

উত্তর: ৮টি

৭৫. which is masculine gender of "Bee"?

Ans: Drone

৭৬. কোন লেখক " জননী সাহসীকা নামে পরিচিত? 

উত্তর: বেগম সুফিয়া কামাল। 

৭৭. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? 

উত্তরঃ বাক্যতত্বে।

৭৮. সৈয়দ শামসুল হকের লেখা কোনটি?

উত্তর: নূরুল দীনের সারাজীবন। 

৭৯.লালবাগের কেল্লা কোন আমলের? 

উত্তর: মোগল

৮০. গ্রীষ্মকালে বাংলাদেশের বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?

উত্তর: দক্ষিণ-পূর্ব

আরো পড়ুন 

সিভিল ডিপার্টমেন্ট চাকরির ভাইভা 

Previous Post Next Post