Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার পদের প্রশ্ন সমাধান।বিপিএসসি

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নকশাকার পদের প্রশ্ন সমাধান


পিএসসি নন-ক্যাডার সিভিল নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২, প্রকৌশল অধিদপ্তরের নকশাকার পদের প্রশ্ন সমাধান ২০২২.

১. Please stop------ so many mistakes

Ans: making 


 ২. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে - সমতল

৩. BNBC অনুযায়ী গাড়ি চলাচলের জন্য র‍্যাম্পের অনুপাত হবে- 1:12

৪.  বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটা?

উত্তর: কাব্য

৫. ৭ মার্চের পটভূমিতে রচিত কবিতা কোনটা?

উত্তর: 

৬. please do not laugh ---- those beggars. 


 ৭. শালবন কী- বৌদ্ধ বিহার 

৮. চন্দ্রাবতী কে- বাংলা সাহিত্যের প্রথম নারী কবি।

৯. A barking dog seldom bites - এখানে barking কী? - A Gerund 

১০.মার্বেল  কোথায় পর্যাপ্ত পরিমানে পাওয়া যায়? 

উত্তর: অপশন অনুসারে গ্রীস। তবে তুরস্কে সবচেয়ে বেশি মার্বেল পাওয়া যায়। এরপর ইতালিতে। 

১১.অ্যালুমিনিয়ামের জানালার পুরুত্ব কত হওয়া উচিত? 

উত্তর: ৪ মিমি।


১২. পিপীলিকা শুদ্ধ বানান 

১৩. বরেন্দ্রভূমি কোন অঞ্চলে অবস্থিত? -উত্তর অঞ্চলে।

১৪. সাধারণত ভবনের আকৃতি কেমন হয়? 

উত্তর:

১৫. শরনার্থীদের নিয়ে লিখে নোবেল পেয়েছেন কে? 

উত্তর: আব্দুর রাজাক গুরনাহ।

১৬. কোনটি বিদেশি শব্দ নয়?

উত্তর: অপশন অনুসারে সূর্য। 

১৭. কোন দেশ থেকে সর্বপ্রথম করোনা ভাইরাস এর নতুন ধরন ওমিক্রন সম্পর্কে জানা যায়?

উত্তর: দক্ষিণ আফ্রিকা

১৮. সাধারণ দরজার উচ্চতা কত?- 7 ft

১৯. সিঁড়ির হাতলের উচ্চতা কত?- 3 ft

২০.  Doric Order কারা বেশি ব্যবহার করেছিল?

উত্তর:

২১. কোনটা বাফার স্টেট?

উত্তর: বেলজিয়াম

২২. বাংলাদেশের আবহাওয়া কোন ধরনের? 

উত্তর: ওয়ার্ম-হিউমিড

২৩.ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত? 

উত্তর: বাংলাদেশের চাপাইনবয়াবগঞ্জে।

২৪. পড়ার টেবিলের উচ্চতা কেমন হওয়া উচিত? 

উত্তর: ২ ফুট ৬ ইঞ্চি।

২৫.ইট কোন দেশের প্রধান নির্মাণ সামগ্রী - বাংলাদেশ 

২৬. মৌলিক রং কয়টি?

তিনটি  (সবুজ,নীল,লাল)

২৭.কোনটি যতি চিহ্ন নয়?

উত্তর: ঃ

২৮. বিনত বিবির মসজিদ কোন স্থাপত্যশৈলির উদাহরণ? 

উত্তর: সুলতানি আমলের।

২৯. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্র্যান্ড কেনিয়ন  কোন মহাদেশে অবস্থিত?

উত্তর: উত্তর আমেরিকায়।

৩০. He failed (keep) his promise.

Ans: keeping. 

৩১. please  do not disturbe me (passive form)

Ans: option. Let no i disturbed. 

৩২. The teacher infused a new sprite  ---- the students. 

Ans: with

৩৩.শান্তির  জন্য বঙ্গবন্ধু কবে জুলিও কুরি  পদক পান- ১০ অক্টোবর ১৯৭২ সালে।

৩৪.নাসা কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা? 

উত্তর: যুক্তরাষ্ট্রের। 

৩৫. উপসর্গ সাধারণত কোথায় বসে?

উত্তর: শব্দের পূর্বে।

৩৬. গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোথায় শিক্ষার অধিকারের কথা রয়েছে? 

উত্তর: ২১ (ক) অনুচ্ছেদে।

৩৭. মেঘে মেঘে শব্দটি কী অর্থে ব্যবহার হয়? 

উত্তরঃ ব্যাপ্তি।

৩৮. বিগ আপেল কোন শহরকে বলা হয়?

উত্তর: নিউইয়র্ক 

৩৯.over head and ears means

Ans: completely

৪০. আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 

উত্তর: ৮ মার্চ


৪১. pantheon কোন দেশের গোলাকার মন্দিরের? 

উত্তর: রোমান

৪২. রেনেসা আন্দোলন কোথায় শুরু হয়? 

উত্তর: ইতালিতে 

৪৩. Correct sentence. 

Two-thirds of apples are rotten

৪৪. He went a hunting. Here a i's

Ans: Determiner.

৪৫. পথের পাঁচালী কার লেখা? 

উত্তর: বিভূতিভূষণ। 

৪৬. Correct sentence. 

Ans: they want your reply. 

৪৭. শিখারা (Shikhara) কীসের অংশ?

উত্তর: হিন্দু মন্দির 

48. Gallant এর antonym কী?

উত্তর: Cowered 

৪৯. কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা কবে লেখেন?

উত্তর: ১৯২১ সালে


৫০. সবুজ গ্রহ কোনটি? 

উত্তর:  ইউরেনাস

৫১. প্রাচুর্য এর প্রকৃতি প্রত্যয় কোনটা?

উত্তর: প্রচুর+য

৫২.বাংলাদেশের সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর: লুই আইকন।

৫৩. তুমি এতক্ষণ কী করছো?এখানে কী কোন ধরনের শব্দ? 

উত্তর: অব্যয়।

৫৪.ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

উত্তর: ধাতু বলে

৫৫. "নেই আঁকড়া" বাগধারার অর্থ কী?

উত্তরঃ একগুঁয়ে


৫৬. ঢাকা আর্ট কলেজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর:

৫৭. পাখি এর সমার্থক শব্দ কোনটা?

উত্তর: বিহগ

৫৮. পুতুল নাচের ইতিকথা কার লেখা?

উত্তর: মানিক বন্দোপাধ্যায় 

৫৯. Falling water এর স্থপতি কে? 

উত্তর: Frank LIoyd wrigts

৬০. Hagia sophia এর স্থপতি কোন আমলের?

উত্তর: বাইজেনটাইন স্থাপত্য

৬১. ভাসান চর রোহিঙ্গা আশ্রয় প্রকল্প কোন জেলায়?

উত্তর: নোয়াখালী

৬২. Please, come----- the bathroom.

Ans: out of

৬৩. My father is------ F.R.C.S

Ans: an

৬৪. পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? 

উত্তরঃ বাংলাদেশ 

৬৫. ষাট গম্বুজ মসজিদ কোন আমলের স্থাপত্য? 

উত্তর: মোগল

৬৬. আদর্শ বাক্যের গুণ কয়টি?

উত্তর: তিনটি।

৬৭. Correct sentence. 

He takes a lot of interest -----Game.

Ans: In

৬৮. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কার লেখা? 

উত্তর: আব্দুল গাফফার চৌধুরী। 

৬৯. বাংলাদেশে mud architecture কোথায় বেশি? 

উত্তর: উত্তরবঙ্গে

৭০.our teacher teaches mathematics ---- English. 

Ans: Besides 

৭১. ক্রিপ্টোকারেন্সি ধারণাটি---

উত্তর: অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত 

৭২. which word is similar of levity 

Ans:

৭২. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় রাষ্ট্র কোনটা? 

উত্তর: ভারত 

৭৩. অটিজম কোন ধরনের সমস্যা? 

উত্তর: মস্তিষ্কের বিকাশজনিত।

৭৪. বাংলাদেশ সরকার কতটি পঞ্চ বার্ষিক পরিকল্পনা করেছেন?

উত্তর: ৮টি

৭৫. which is masculine gender of "Bee"?

Ans: Drone

৭৬. কোন লেখক " জননী সাহসীকা নামে পরিচিত? 

উত্তর: বেগম সুফিয়া কামাল। 

৭৭. বাগধারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? 

উত্তরঃ বাক্যতত্বে।

৭৮. সৈয়দ শামসুল হকের লেখা কোনটি?

উত্তর: নূরুল দীনের সারাজীবন। 

৭৯.লালবাগের কেল্লা কোন আমলের? 

উত্তর: মোগল

৮০. গ্রীষ্মকালে বাংলাদেশের বায়ু কোন দিক থেকে প্রবাহিত হয়?

উত্তর: দক্ষিণ-পূর্ব

আরো পড়ুন 

সিভিল ডিপার্টমেন্ট চাকরির ভাইভা 

No comments: