সূর্য ও তার আসল রং

আমরা সাধারণত মনে করি সূর্যের আলোর রং হলুদ অথবা লাল।আসলে রবির আলোর রঙ কি? চলুন জেনে নিই।

সূর্যের আসল রঙ সাদা। সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডলের বিভিন্ন স্তর ভেদ করে  আসার পর আমাদের চোখ সূর্যের আলোকে হলুদ দেখে। কখনো কখনো রক্তিম।



সূর্য সম্পর্কে আরো কিছু তথ্য 

সূর্য (রবি নামেও ডাকা হয়) সৌরজগতের কেন্দ্রের খুব কাছে অবস্থিত তারাটির নাম। প্রায় আদর্শ গোলক আকৃতির এই তারা প্রধানত প্লাজমা তথা আয়নিত পদার্থ দিয়ে গঠিত যার মধ্যে জড়িয়ে আছে চৌম্বক ক্ষেত্র।এর ব্যাস প্রায় ১৩ লক্ষ ৯২ হাজার কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের ১০৯ গুণ, ভর প্রায় ২×১০৩০ কিলোগ্রাম তথা পৃথিবীর ভরের ৩ লক্ষ ৩০ হাজার গুণ। এই ভর সৌরজগতের মোট ভরের শতকরা ৯৯.৮৬ ভাগ। সূর্যের প্রধান গাঠনিক উপাদান হাইড্রোজেন, আসলে মোট ভরের তিন চতুর্থাংশই হাইড্রোজেন। হাইড্রোজেনের পরেই সবচেয়ে প্রাচুর্য্যময় মৌল হিলিয়াম। হিলিয়ামের চেয়ে ভারী মৌল সূর্যের মাত্র ১.৬৯% ভরের জন্য দায়ী, তারপরও এদের সম্মিলিত ভর পৃথিবীর ভরের ৫,৬২৮ গুণ। এই ভারী মৌলগুলোর মধ্যে রয়েছে অক্সিজেনকার্বননিয়নলোহা ইত্যাদি।

Previous Post Next Post