Waterspout কিভাবে তৈরি হয়
জলাস্তম্ভ বা ওয়াটারস্পাউট কিভাবে তৈরি হয়?
সম্প্রতি সোস্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে হাকালুকি হাওর এর পানি উপরিভাগ থেকে আকাশ পর্যন্ত পানির স্তম্ভ বা পিলার বা কলাম তৈরি হয়েছে। দেখে মনে হচ্ছে আকাশের মেঘ হাকালুকি হাওর থেকে পানি চুষে নিচ্ছে। আসলে ব্যাপারটা তা নয়।এটা ঠিক যে মেঘ ও হাওরের পানির মধ্যে একটি সংযোগ লাইন তৈরি হয়েছে তবে মেঘ দিয়ে। এটাকে waterspout বলে। এই সৃষ্টি কলাম মূলত মেঘ দিয়ে তৈরি। এটা পানি দ্বারা পূর্ণ থাকে না।দেখে মনে হতে পারে এটা পানি দ্বারা সৃষ্ট। আসলে তা নয়।
এই ওয়াটার স্পাউট ৩০০ ফিট ব্যাস ও ২০০০ ফিট দৈর্ঘ্যের হতে পারে।ঘূর্ণন বেগ হতে পারে ১০০ mph
waterspout দুই প্রকার হয়ে থাকে।
1. Fair weather
2. Tornadic
তো আমরা জানি Tornado ঝড় যখন সৃষ্টি হয় তখন ঝড়টি মেঘ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত একটি নির্দিষ্ট এরিয়া নিয়ে প্রচন্ড বেগে ঘুরতে থাকে।তো যখন এ টর্নেডো ঝড় নদী, হাওর বা সমুদ্রে তৈরি হয় তখন Water spout এর সৃষ্টি করে।
আরেক প্রকার Waterspout সৃষ্টি হয় Fair weather এর কারণে।
অর্থাৎ যখন পানির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পানি বাষ্প হতে থাকে তখন বাতাসের আর্দ্রতা বৃদ্ধি পায়, গরম বাষ্প দল ধরে মেঘের দিকে ছুটে যায়। তখন মেঘ কনডেনস হতে থাকে।দিক পরিবর্তন করতে চায় কিন্তু বাতাসের ভিন্ন ভিন্ন দিক পরিবর্তনের কারণে কনডেন্স হওয়া মেঘ বৃত্তাকারে ঘুরতে থাকে।তখন মেঘ ও জলস্তরের মাঝে কলাম তৈরি হয়। Tornadic waterspout এর মত এটা বেশি ভয়ংকর নয়।কারণ Fair weather waterspout স্থীর অবস্থায় থাকে। গ্রীসের ফ্লোরিডা কীস ও অস্ট্রেলিয়ার ইস্ট কোস্টারিকাতে বেশি দেখা যায়।
Fair weather water spout এর পাঁচটি স্তর থাকে
১. Dark post
2. Spiral pattern
3. Spary ring
4. Mature vortax
5. Decay
Leave a Comment