Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

যে নিরক্ষর স্বল্প শিক্ষিতরা পৃথিবীতে বিপ্লব এনেছেন

 অশিক্ষিত হয়েও যারা অমর হয়ে আছেন 

পৃথিবীতে এমন অনেক গুনী ব্যাক্তির জন্ম হয়েছে যারা কখনো বিদ্যালয়ে যায় নি।অথচ পৃথিবীর জন্য তারা বিরাট অবদান রেখেছেন।উচ্চশিক্ষিত জ্ঞানী ব্যক্তিরা তাদের নিয়ে গবেষণা করেন। আমরা আজ জানবো এমন সব জ্ঞানী ব্যক্তির কথা যারা কখনো বিদ্যালয়ে যায় নি।শিক্ষিত নয় এমন মহামানবদের কথা জানবো।নিজেরা কখনো স্কুলে যায় নি অথচ শিক্ষার জন্য বিরাট ভূমিকা রেখেছেন এমন বিশেষ লোকদের কথা জানবো।

হযরত মোহাম্মদ 

নিজে শিক্ষিত নয় তবে শিক্ষার জন্য ভূমিকা রেখেছেন পুরো পৃথিবীতে বিপ্লব এনেছেন, হাজার বছর ধরে যার জীবনী নিয়ে গবেষণা করা হয় সে আর কেউ নয় ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মদ (সাঃ)।

হযরত মোহাম্মদ সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার নেই।কারণ মোহাম্মদ অজানা অচেনা কেউ নন।তার পক্ষে যেমন লক্ষ লক্ষ বই লেখা হয় তেমন তার বিপক্ষে লেখা বইয়ের সংখ্যাও অনেক।তিনি ৫৭০ খ্রিস্টাব্দে আরবের বুকে জন্ম গ্রহণ করেন।ছোটকালে পিতা-মাতাকে হারান।সেই সময় আরবে ধর্ম ব্যবসা ছিল চরমে।বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে ছিল দ্বন্দ্ব ও আলাদা ইশ্বর। সেই সময় আরব বেদুঈনরা যাদের পক্ষে ছিল সেই গোত্রের লোকেরা ছিল অনেক বেশি শক্তিশালী। মোহাম্মদ দেখলেন আরবে দাস প্রথা বিদ্যমান।যারা ধর্ম পরিচালনার কাজে লিপ্ত তারা ও তাদের পরিবার অনেক বেশি সুখি।তো মোহাম্মদ (সাঃ) আরবের দাস ও নিম্ন শ্রেণির বঞ্চিত নিপীড়িত মানুষদের একত্রিত করতে পেরেছিলেন। পরিবর্তিতে মধ্যবিত্ত শ্রেণি যোগ হয়।তাদেরকে নিয়ে মোহাম্মদ ইসলামী বিপ্লব এনেছেন। 

সারা পৃথিবীতে অগণিত মানুষ এই মহামানবকে মেনে চলেন।

যিশু খ্রিষ্ট 

যিশু খ্রিষ্ট নিরক্ষর ছিলেন না। বলা হয়ে থাকে তিনি তার গ্রামের স্কুলে (Synagogue)  ৬ষ্ট শ্রেণি পর্যন্ত পরেছেন। অনেকে বলেন যিশু খ্রিষ্ট ভারতের নালন্দার পাশে পুরি ও রাজগিরে ছয় বছর অতিবাহিত করেছেন।এরপর তিব্বত। তিব্বত থেকে পারস্য হয়ে জুদিয়া তে পৌছান ২৯ বছর বয়সে।


লালন  

কখনো স্কুলের বারান্দায় যায় নি।যার কখনো হাতেখড়ি হয় নি।যার বংশ ও পরিবারের হদিস মেলে না অথচ মানব তত্ত্ব প্রচার প্রসারে যিনি অবর্ণনীয় ভূমিকা রেখেছেন তিনি হলে লালন শাহ। লালনের জন্ম কোথায় তা জানা যায় না। কুষ্টিয়ার কুমারখালিতে তাকে সমাহিত করা হয়েছে। রয়েছে লালন একাডেমি। তার গান নিয়ে হচ্ছে গবেষণা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকে দেখতে আসে।তিনি মানুষের মধ্যকার জাত-পাত, উচ্চ বর্ণ নিম্নবর্গের মধ্যকার ব্যবধান দূর করতে কাজ করেছেন। লিখেছেন জাত গেল জাত গেল বলে------।


আরজ আলী মাতব্বর 

আরজ আলী মাতব্বর একজন গবেষক ও দার্শনিক। তিনি স্বশিক্ষিত মানুষ ছিলেন।কিন্তু তার চিন্তার পরিধি ছিল ব্যাপক। ধর্মীয় কুসংস্কার ও মৌলবাদীতার বিপক্ষে ছিল তার অবস্থান। সত্যের সন্ধানে ও সৃষ্টির রহস্য নামক দুটি গ্রন্থ লিখেছেন তিনি।১৭ ডিসেম্বর ১৯০০ সালে বরিশালে জন্ম তার ১৯৮৫ সালে তিনি বরিশালে মৃত্যুবরণ করেন।


আব্রাহাম লিংকন 

আমেরিকার ১৬ তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ছিলেন স্বল্প শিক্ষিত রাষ্ট্রপতি।অথচ তিনি তার কর্মের জন্য পুরো পৃথিবীতে এক নামে পরিচিত। 

ক্রিস্টোফার কলাম্বাস 

কলম্বাসের জন্ম ইতালিতে। তিনি আমেরিকার আবিস্কারক হিসাবে দুনিয়াব্যাপী পরিচিত হয়ে আছেন।


tag: Uneducated famous persons, illiterate world famous persons 

No comments: