Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

মোবাইল ফোন সম্পর্কে ভবিষ্যতবাণী যেমন ছিল

 ফোন সম্পর্কে ১৯২৬ সালের ভবিষ্যতে বাণী

ওয়্যারলেস ও রেডিও আবিষ্কারের পরই মানুষের মনে ওয়্যারলেস টেলিফোন আবিষ্কারের ধারণা জন্মায় নিচে মোবাইল সম্পর্কে কিছু ভবিষ্যত বাণী জেনে নেয়া যাক।ষাটের দশকের ফোন কোম্পানিগুলো আসলে কি ভাবতো?

নিকোলাস টেসলার ভবিষ্যৎবাণী


১৯২৬ সালে আবিষ্কারক ও বিজ্ঞানী নিকোলাস টেসলা অডিও ও ভিডিও ফোন সম্পর্কে একটি ভবিষ্যতবাণী করেন।সেখানে তিনি যা বলেন তার বাংলা অনুবাদ হলো

যখন সারাবিশ্বে বেতার যন্ত্রের পুরোপুরি ব্যবহার শুরু হবে তখন পুরো পৃথিবী একটি মস্তিষ্কে পরিণত হবে। মুহূর্তের মধ্যে আমরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারব। টেলিফোন ও টেলিভিশন এর মত মুখোমুখি বসে কথা বলতে পারব। 
তিনি আরো বলেন, আমরা হাজার হাজার মাইল দূর থেকে পারফেক্টলী যোগাযোগ করতে পারব। 

তিনি মোবাইল ফোনের ভবিষ্যতে বাণী করতে গিয়ে বলেন আমরা যথাযথভাবে ঐ টুলসগুলো পকেটে রাখতে পারব।

 Future Speech of Tesla 




মোবাইল ফোন সম্পর্কে ১৯৬৩ সালের একটি ভবিষ্যতবাণী


Mansfield  নিউজ জার্নালে ১৮ এপ্রিল ১৯৬৩ সালে একটি ভবিষ্যত বাণী করা হয়। ঐ জার্নালের শিরোনাম ছিল You will be able to carry Phone in pocket in future.  সেখানে বলা হয় গবেষণাগারে বিজ্ঞানীরা এমন একটি টেলিফোন আবিস্কার করছে যা ভবিষ্যতে পকেটে রাখা যাবে।
আরো বিস্তারিত পড়ুন  Prophecy about phone 

মোবাইল ফোন সম্পর্কে ভবিষ্যতবাণী যেমন ছিল


No comments: