অক্সিজেন সিলিন্ডার ও এসিটিলিন সিলিন্ডার এর মাঝে পার্থক্য
অক্সিজেন সিলিন্ডার চেনার উপায়
১. অক্সিজেন সিলিন্ডার এর আদর্শ রং কালো,নীল অথবা সবুজ হয়ে থাকে।
২. অক্সিজেন সিলিন্ডার এর তলার সেফটি প্লাগ থাকে না।
৩. অক্সিজেন সিলিন্ডারের গ্যাস ধারণ ক্ষমতা ১২০-২৫০ ঘনফুট পর্যন্ত হয়।
৪. প্রতি বর্গ সেমি এ ৯৮০-১৭৫০ কেজি চাপ থাকে।
এসিটিলিন সিলিন্ডার চেনার উপায়
১. এসিটিলিন সিলিন্ডার এর রং লাল হয়
২. এসিটিলিন সিলিন্ডার এর তলায় ২২০ ডিগ্রি ফাঃ গলনাংকের সেফটি প্লাগ থাকে।
৩. সিলিন্ডার এর গ্যাস ধারণ ক্ষমতা ৬০-৩০০ ঘনফুট পর্যন্ত হয়।
৪. প্রতি বর্গ সেমি এ ১৬-১৮ কেজি চাপ থাকে।
No comments:
Post a Comment