ওয়েল্ডিং ইলেকট্রোড এর উপাদান ও বৈশিষ্ট্য
ওয়েল্ডিং ইলেকট্রোড
যে ইলেকট্রোড ওয়েল্ডিং করার কাজে ব্যবহার হয় তাকে ওয়েল্ডিং ইলেকট্রোড বলে।অনেকে ইলেকট্রোডকে ওয়েল্ডিং রড নামেও ডেকে থাকে।
আর্ক ওয়েল্ডিং এর সময় যে ওয়েল্ডিং রড বৈদ্যুতিক আর্ক ও ইলেকট্রোড হোল্ডারের মধ্যে বিদ্যুৎ বহন করে তাকে ইলেকট্রোড বলে।
ইলেকট্রোড স্ট্রেংথ বা ওয়েল্ডিং রডের শক্তি চেনার উপায়
ইলেকট্রোড প্যাকের গায়ে যে ই-৬০১৩ লেখা থাকে এর অর্থ কী?
এর অর্থ হলো
E= Electrode
60= Type of flux used polarity
1 = welding position
3= Tensile strength of the metal in kpsi
ইলেকট্রোড কত প্রকার ও কী কী
ইলেকট্রোড প্রধানত দুই প্রকার
১. কনজুুমএ্যাবল বা ক্ষয়িষ্ণু ইলেকট্রোড
ক. আবরন বিহীন ইলেকট্রোড
খ. কোটেড বা আবরণ যুক্ত ইলেকট্রোড
<< লাইটলি কোটেড
<< সেমি কোটেড
<< হেভিলী কোটেড
২. নন-কনজুমএ্যাবল ইলেকট্রোড
ক. কার্বন বা গ্রাফাইট ইলেকট্রোড
খ. টাংস্টেন ইলেকট্রোড
<< বিশুদ্ধ টাংস্টেন
<< থারিয়াম মিশ্রিত টাংস্টেন
<< জিরকোনিয়াম মিশ্রিত টাংস্টেন
ইলেকট্রোড এর গায়ে কোটিং বা আবরণ ব্যবহার হয় কেন?
১৷ ধাতু বা আর্কের চারিদিকে শেড বা প্রতিবন্ধকতা তৈরি করে
2. আর্ককে স্থীর ও সুন্দর করে।
৩. ওয়েল্ডিং সুন্দর করে
৪. নাইট্রোজেন ও অক্সিজেন এর প্রকোপ হতে ওয়েল্ডিংকে রক্ষা করে।
ইলেকট্রোড কোটিং এর উপাদান
ফেরো ম্যাঙ্গানিজ,ফেরো সিলিকন, ফেরো টাইটেনিয়াম, টাইটেনিয়াম,কার্বনেটস, আয়রন অক্সাইড, কাওলিন বেন্টোনাইট ট্যালক,লাইম কোয়ালিটি মিনারেলস।
ইলেকট্রোডের দক্ষতা বলতে কি বোঝায়?
ওয়েল্ডিং করার সময় যতটুকু ইলেকট্রোড মেটা ক্ষয় প্রাপ্ত হয় ও যতটুকু গলিত ইলেকট্রোড প্যারেন্ট মেটালে জোড়া লাগে তার শতকরা অনুপাতকে ইলেকট্রোডে দক্ষতা বলে।
দক্ষতা =( ক্ষয়প্রাপ্ত অংশের ওজন÷জোড়া লাগা ইলেকট্রোডের ওজন)×১০০
সাধারণত ইলেকট্রোডের দক্ষতা ৭৫%-৯০% হয়ে থাকে আর আয়রন পাউডার ইলেকট্রোডের দক্ষতা ২০০% পর্যন্ত হতে পারে।
Leave a Comment