বিভিন্ন ধরনের ওয়েল্ডিং ও ওয়েল্ডিং মেশিনের নাম

ওয়েল্ডিং কেন করা হয় তা কম বেশি সবাই জানে।কিন্তু কোন মেটালে কোন ধরনের ওয়েল্ডিং করা হয় তা আজ জানবো।আমরা এই আর্টিকেল থেকে যা জানবো।

১. বিভিন্ন ধরনের ওয়েল্ডিং এর নাম।

২. বিভিন্ন ধরনের ওয়েল্ডিং মেশিনের নাম।

৩. কোথায় কোন ধরনের ওয়েল্ডিং করা হয় 

৪. বিভিন্ন ধরনের ওয়েল্ডিং জয়েন্ট 


বিভিন্ন ধরনের ওয়েল্ডিং এর নাম

Mig welding : MIG এর পূর্ণরুপ Metal Inart Gas.

Gas Metal arc welding বা GMAW নামেও ডাকা হয়। 

সাধারণত কম পুরুত্বের বিভিন্ন ধরনের শীট, পাইপ,কৃষি যন্ত্রপাতি, যানবাহন ও কম বেশি কলকারখানায় ব্যবহার হয়। সাধারণত ১.২ এবং ১.৬ মিমি এর ইলেকট্রোড ব্যবহার হয়।ইলেকট্রোড ওয়্যার আকৃতির হয়।প্লাস্টিক রোলারে রোল করা থাকে। ওয়েল্ডিং হোল্ডার triggere চাপ দিলে ওয়্যার ফিডারের মাধ্যমে নজেল দিয়ে electrode বের হয়ে আসে। এবং ইলেকট্রোডের মাপ অনুযায়ী নজেল ব্যবহার হয়।মিগ ওয়েল্ডিং করতে সাধারণত CO2 গ্যাস ব্যবহার।

মিগ ওয়েল্ডিং মেশিনের বিভিন্ন অংশের নাম

ওয়েল্ডিং মেশিন, ওয়্যার ফিডার,CO2 গ্যাস রেগুলেটর,হোল্ডার, হোল্ডার নজেল এবং ক্যাপ ইত্যাদি।


Tig welding  এর ব্যবহার 

 TIG এর পূর্ণরুপ Tungsten Inert Gas.

 একে Gas Tungsten Arc welding বা GTAW বলা হয়।টিগ ওয়েল্ডিং অনেকটা মিগ ওয়েল্ডিং এর মত।তবে পার্থক্য টাংস্টেন মেটাল ব্যবহার হয়।তবে টিগ ওয়েল্ডিং এর জন্য দক্ষ লোকের দরকার হয়।কারণ এক হাতে ইলেকট্রোড ও অন্য হাতে ওয়েল্ডিং টর্চ ধরে ইলেকট্রোড গলিয়ে জয়েন্ট দিতে হয়।কপার, অ্যালুমিনিয়াম,নিকেল,গোল্ড,স্টেইলেস স্টীল, টাইটেনিয়াম, ম্যাগনেশিয়াম,কোবাল্ট, ব্রোঞ্জ, ব্রাস মেটাল জয়েন্ট দিতে টিগ ওয়েল্ডিং দরকার হয়। টিগ ওয়েল্ডিং করতে আর্গন বা হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়

Stick welding বা Arc welding 

Arc ওয়েল্ডিং একটি পুরোনো  ওয়েল্ডিং পদ্ধতি। ছোট ছোট নির্দিষ্ট মাপের স্টীক বা ইলেকট্রোড ওয়েল্ডিং হোল্ডারে আটকিয়ে জবের কাছাকাছি এনে ইলেকট্রোড গলিয়ে ওয়েল্ডিং করা হয়।মূলত ভারী, মোটা পুরুত্বে মেটাল জয়েন্টে Arc welding ব্যবহার করা হয়। SS ও MS অথবা মিক্সার ইলেকট্রোড দিয়ে MS ও SS উভয়ই ওয়েল্ডিং করা যায়।



Plasma Arc welding 

প্লাজমা আর্ক ওয়েল্ডিং উড়োজাহাজ শিল্পে ব্যবহার। খুব পাতলা এমন শীট ওয়েল্ডিং করতে।ইঞ্জিনের ব্লেড,  এয়ার সীল ওয়েল্ডিং করতে ব্যবহার হয়।প্লাজমা আর্ক ওয়েল্ডিং কিছুটা টিগ ওয়েল্ডিং এর মতন।আর্কে আয়োনাইজিং গ্যাস ব্যবহার তাপ তৈরিতে। আর্গন গ্যাস ব্যাবহার হয় সাথে ২-৫% হাইড্রোজেন। 



Electron beam & Laser  welding 

লেজার বীম ওয়েল্ডিং অতি সূক্ষ যন্ত্রাংশ ওয়েল্ডিং করতে ব্যবহার হয়।যেমন মেডিকেল ডিভাইস, স্পেসক্রাফট, অটোমোবাইলের ক্ষুদ্র যন্ত্রপাতি ওয়েল্ডিং করতে ব্যবহার হয়।

 Gas Welding 

গ্যাস ওয়েল্ডিং এ অক্সিজেন এবং অ্যাসিটিলিন ব্যবহার হয়।একে অক্সি-এসিটিলিন গ্যাস ওয়েল্ডিং ও বলা হয়।গ্যাস ওয়েল্ডিং এর ব্যবহার নেই বললেই চলে। 

Spot welding 

কারেন্ট এর রেজিস্ট্যান্স এর মাধ্যমে তাপ উৎপন্ন করে জব মেটাল সামান্য গলিয়ে স্প ওয়েল্ডিং করা হয়। শীট ওয়েল্ডিং করতে স্পট ওয়েল্ডিং ব্যবহার হয়।

Plastic Welding 

বিভিন্ন ধরনের প্লাস্টিক ও ভেঙে যাওয়া প্লাস্টিক জয়েন্ট দিতে  হয়। প্রথমে প্লাস্টিক গলিয়ে ও পরে প্রেশার দিয়ে জয়েন্ট দেয়া হয়।


Thermit welding 

দুটি আলাদা বস্তু  জোড়া দিতে আলাদাভাবে  মেটালকে গলিয়ে জোড়া দেয়া হয়।ইলেক্ট্রিসিটির প্রয়োজন হয় না।


বিভিন্ন ধরনের ওয়েল্ডিং মেশিন 

1. Mig welding machine 

2. Tig welding machine 

3. Stick or Arc welding machine 

4. Oxy-acetylene  welding machine 

5. Plasma arc welding machine 

6. Plastic welding machine 

7. Spot welding machine 

8. Thermistor mig welding machine 

9. Energy beam arc welding machine 

10.  Automic Hydrogen welding machine 

11.  Submerged arc welding machine 

12. Transformer arc welding machine 

13. Rectifier welding machine 

14. Converter welding machine 

15. Multipurpose welding machine 


বিভিন্ন ধরনের ওয়েল্ডিং জয়েন্ট

1. T-joint

2. squire Joint

3. L-joint

4. Butt joint

5. Flate joint

6. U-joint


Previous Post Next Post