ETP Plant working Process
ETP শব্দের পূর্ণরুপ Effluent Treatment Plant
স্টার্চ প্লান্ট থেকে wastage water এসে একটি Pit এ জমা হয়। নির্দিষ্ট লেভেলের পর স্বয়ংক্রিয়ভাবে একটি সেন্ট্রিফিউগাল পাম্পের মাধ্যমে Equalization tank. এ এসে পড়ে। এই Tank এ মূলত Chemical Treatment করা হয়।একটি অনলাইন PH MeterMeter পানির PH কত আছে তা দেখায়।সাধারণত Wastage water এ PH 4-5 পর্যন্ত থাকে।
অর্থাৎ এটা এসিডিক পানি।তো পানিকে নিরাপদ PH মাত্রায় আনতে তরল সোডিয়াম হাইড্রাঅক্সাইড ডোজিং করা হয়।যার বানিজ্যিক নাম কস্টিং সোডা।সাধারণত পানির PH 7 থেকে 7.20 এর মধ্যে রাখা হয়।যা অনলাইন PH Meter এ দেখা যায়।আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদের অত্যাধুনিক ল্যাবে পানির PH এর মাত্রা পরীক্ষা করে থাকি।
এরপর Equalization tank হতে পানি পাম্পের মাধ্যমে UASB Plus Reactor Tank এ পাঠায়।এখানে মাল্টি রিসাইকেল পাম্পের মাধ্যমে পানি রিসাইকেল হতে থাকে।এখানে 20% Anaerobic Sludge থাকে । UASB Plus Reactor পানির COD অর্থাৎ Chemical Oxygen DemanDemand ৮০-৯০ % কমাতে সাহায্য করে।এবং এখান থেকে বায়োগ্যাস পাওয়া যায়।
এরপরের ধাপে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা হয়
পানি UASB ট্যাংক হয়ে কালচারাল ট্যাংক বা Areation tank এ আনা হয়। এখানে Cow dung অর্থাৎ গোবর ও পানি দিয়ে স্লাজ ও ব্যাক্টেরিয়া তৈরি করা হয়।এই ব্যাক্টেরিয়াকে বাঁচানোর জন্য ট্যাংকে অক্সিজেন সরবরাহ করা হয়। এবং DO অর্থাৎ Dissolved Oxygen 5-10 এর মধ্যে রাখা হয়।এই ব্যাক্টেরিয়া পানিতে থাকা ভুট্টার জৈবিক রস খেয়ে পানিকে পরিষ্কার করে।অর্থ্যাৎ পানির COD কমায়। Aeration বা Cultural tank থেকে পানি ও স্লাজ First Clarify tank এ চলে আসে।এখানে স্লাজ সেটেল হয় যা পাম্পের মাধ্যমে পুনরায় Areation tank এ আনা হয়।আর পরিষ্কার পানি Second Setting Clarify tank এ আসে।এখানে পানির DO বাড়ানোর জন্য অক্সিজেন সরবরাহ করা হয়। সর্বশেষ পানি Final Clarify থেকে Over Flow হয়ে বাইরে চলে যায়। পানি বাইরে দেয়ার পূর্বে আমাদের অত্যাধুনিক ল্যাবে পানির PH, Dissolved Oxygen, Total Dissolved Solids, Chemical Oxygen Demand, Biological Oxygen Demand সহ অন্যান্য টেষ্ট করা হয়। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মান অনুসরণ করে পানি বাইরে দেয়া হয়।
ETP Plant Diagram
No comments:
Post a Comment