Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

০৬/০৮/২০২২

ঘর্ষণ ও ঘর্ষণ কোণ

 What is friction- ঘর্ষণ কি?

উত্তর: দুটি বস্তুর পরস্পরের সংস্পর্শে থেকে যদি একটির উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তবে বস্তু দ্বয়ের স্পর্শ তলে এই গতির বিরুদ্ধে একটি বাধার সৃষ্টি হয়। আর এই বাধাকে ঘর্ষণ বলে।আর বাধা দানকারী বলকে ঘর্ষণ বল বলে।


ঘর্ষণ নির্নয়ের সূত্র

F=uR

F= ঘর্ষণ বল

u= ঘর্ষণ সহগ

R= রিয়্যাকশন ফোর্স


ঘর্ষণ কত প্রকার ও কি কি?

ঘর্ষণকে দুই ভাগে ভাগ করা যায়

ক. চল ঘর্ষণ 

খ. স্থির ঘর্ষণ 

ঘর্ষণ সহগও দুই প্রকার 

ক. চল ঘর্ষণ সহগ

খ. স্থির ঘর্ষণ সহগ


ঘর্ষণ কোণ কাকে বলে?

উত্তর: একটি হেলানো তলকে আনুভূমিকের সাথে যে কোণে অবস্থান করালে এর রক্ষিত কোন বস্তু সবেমাত্র সচল হয়ে নিচের দিকে পড়ার উপক্রম করে।এই কোণকে ঘর্ষণ কোণ বলে।

অথবা

ঘর্ষণ বল এবং রিয়্যাকশ বলের লব্ধি রিয়্যাকশন বল এর সাথ যে কোণ উৎপন্ন করে তাকে ঘর্ষণ কোণ বলে।

ঘর্ষণ কোণ বের করার সূত্র