Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

বিজ্ঞান বিষয়ে সাধারণ জ্ঞান

দৈনন্দিন   বিজ্ঞান ভিত্তিক সাধারণ জ্ঞান 

পিএসসি সহ সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে দৈনন্দিন বিজ্ঞান বিষয় পড়ুন 


দুধে কত ভাগ পানি থাকে? 

উত্তর: ৮০ ভাগ


লোহিত রক্তকণিকা কত দিন টিকে থাকে?

উত্তর: ১২০ দিন।

রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করে কে?উত্তর : ব্যাটারি

পানিকে ঠান্ডা করার জন্য রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহার হয়? 

উত্তর: অ্যামোনিয়া

একজন প্রপ্ত বয়স্ক মানুষের শরীরে গড়ে কত লিটার রক্ত থাকে?

উত্তর: ৫ লিটার। 


ইউনিভার্সে কোন গ্যাস সবচেয়ে বেশি? 

উত্তর: হাইড্রোজেন 

পৃথিবীতে কোন গ্যাসীয় মৌল বেশি? 

উত্তর: অক্সিজেন 

একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দিনে কত লিটার বাতাস গ্রহণ করে? 

উত্তর: ১৫০০০-২০০০০ লিটার

ভূত্বকে সবচেয়ে বেশি  ঘনত্বের বস্তুর নাম কী? 

উত্তর:  Osmium 

  উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: পাইরোমিটার

 বরফের দেশে রাস্তায় জমা গলাতে কি ব্যবহার হয়? 

উত্তরঃ লবন


পৃথিবীর বডিগার্ড  অর্থাৎ বিভিন্ন গ্রহাণু ও ধূমকেতু থেকে পৃথিবীকে কে রক্ষা করে? 

উত্তর: জুপিটার গ্রহ

ব্লাড গ্লুকোজ লেভেল পরীক্ষায় কোন যন্ত্র ব্যবহার হয়?

উত্তর:   Biosensor 


পৃথিবী থেকে সহজে দেখা যায় কোন গ্রহ?

উত্তর: ভেনাস 

বাতাসের গতি মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: অ্যানেমো মিটার।


এসিড বৃষ্টির প্রধান কারণ কী?

উত্তর: সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড এর নির্গমন।


রেক্টিফায়ার এর কাজ কী?

উত্তর: এসি কারেন্ট থেকে ডিসি কারন্টে রুপান্তর করতে রেক্টিফায়ার ব্যবহার হয়। 


কপার থেকে সোনা তৈরি হয় কিভাবে? 

উত্তর: আর্টিফিশিয়াল রেডিও এক্টিভিটি এর মাধ্যমে।

 গাছের বৃদ্ধির জন্য কোন তিনটা জিনিস অতি জরুরি? 

উত্তর: নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ।


ভিনেগার এর রাসায়নিক নাম কি?

উত্তর: Dilute Acetic Acid. 

শুষ্ক বরফ কাকে বলে?

উত্তর: সলিড কার্বন ডাই অক্সাইডকে।


দাঁত  ও হাড়ের প্রধান উপাদান কী কী?

উত্তর: ক্যালসিয়াম ফসফেট। 

প্রতি মিনিটে আমাদের হার্ট বিট কত? 

উত্তর: ৭০ বার।



No comments: