দৈনন্দিন   বিজ্ঞান ভিত্তিক সাধারণ জ্ঞান 

পিএসসি সহ সকল সরকারি চাকরির প্রস্তুতি নিতে দৈনন্দিন বিজ্ঞান বিষয় পড়ুন 


দুধে কত ভাগ পানি থাকে? 

উত্তর: ৮০ ভাগ


লোহিত রক্তকণিকা কত দিন টিকে থাকে?

উত্তর: ১২০ দিন।

রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করে কে?উত্তর : ব্যাটারি

পানিকে ঠান্ডা করার জন্য রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহার হয়? 

উত্তর: অ্যামোনিয়া

একজন প্রপ্ত বয়স্ক মানুষের শরীরে গড়ে কত লিটার রক্ত থাকে?

উত্তর: ৫ লিটার। 


ইউনিভার্সে কোন গ্যাস সবচেয়ে বেশি? 

উত্তর: হাইড্রোজেন 

পৃথিবীতে কোন গ্যাসীয় মৌল বেশি? 

উত্তর: অক্সিজেন 

একজন প্রাপ্ত বয়স্ক মানুষ দিনে কত লিটার বাতাস গ্রহণ করে? 

উত্তর: ১৫০০০-২০০০০ লিটার

ভূত্বকে সবচেয়ে বেশি  ঘনত্বের বস্তুর নাম কী? 

উত্তর:  Osmium 

  উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: পাইরোমিটার

 বরফের দেশে রাস্তায় জমা গলাতে কি ব্যবহার হয়? 

উত্তরঃ লবন


পৃথিবীর বডিগার্ড  অর্থাৎ বিভিন্ন গ্রহাণু ও ধূমকেতু থেকে পৃথিবীকে কে রক্ষা করে? 

উত্তর: জুপিটার গ্রহ

ব্লাড গ্লুকোজ লেভেল পরীক্ষায় কোন যন্ত্র ব্যবহার হয়?

উত্তর:   Biosensor 


পৃথিবী থেকে সহজে দেখা যায় কোন গ্রহ?

উত্তর: ভেনাস 

বাতাসের গতি মাপার যন্ত্রের নাম কী?

উত্তর: অ্যানেমো মিটার।


এসিড বৃষ্টির প্রধান কারণ কী?

উত্তর: সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন ডাই অক্সাইড এর নির্গমন।


রেক্টিফায়ার এর কাজ কী?

উত্তর: এসি কারেন্ট থেকে ডিসি কারন্টে রুপান্তর করতে রেক্টিফায়ার ব্যবহার হয়। 


কপার থেকে সোনা তৈরি হয় কিভাবে? 

উত্তর: আর্টিফিশিয়াল রেডিও এক্টিভিটি এর মাধ্যমে।

 গাছের বৃদ্ধির জন্য কোন তিনটা জিনিস অতি জরুরি? 

উত্তর: নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ।


ভিনেগার এর রাসায়নিক নাম কি?

উত্তর: Dilute Acetic Acid. 

শুষ্ক বরফ কাকে বলে?

উত্তর: সলিড কার্বন ডাই অক্সাইডকে।


দাঁত  ও হাড়ের প্রধান উপাদান কী কী?

উত্তর: ক্যালসিয়াম ফসফেট। 

প্রতি মিনিটে আমাদের হার্ট বিট কত? 

উত্তর: ৭০ বার।



Previous Post Next Post