Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

সাম্প্রতিক তথ্য নিয়ে সাধারণ জ্ঞান সেপ্টেম্বর ২০২২

 সাম্প্রতিক তথ্য সেপ্টেম্বর ২০২২

যেকোন সরকারি চাকরির প্রস্তুতির জন্য খুবই জরুরি কিছু চলমান ও সাম্প্রতিক তথ্য বিষয়ক সাধারণ জ্ঞান দেয়া হলো।


এশিয়ার নোবেল পুরষ্কার 

এশিয়ার কোন পুরষ্কারকে এশিয়ার নোবেল পুরষ্কার বলা হয়? 

উত্তর: রেমন ম্যাগসাইসাই



৬ষ্ঠ সাফ ফুটবল (১৯ সেপ্টেম্বর ২০২২)


বাংলাদেশ নারী ফুটবল কোন দেশের বিপক্ষে খেলে সাফ শিরোপা জয় করেন? 

উত্তর: নেপাল

বাংলাদেশ নারী ফুটবল দল নেপালকে কত গোলে পরাজিত করেন? 

উত্তর: ৩-১ গোলে।

সাফ ফুটবলের প্রথম পাঁচটি শিরোপা জয় করেন কে?

উত্তর: ভারত

 সাফ ফুটবল ফাইনে জোড়া গোল করেন কে?

উত্তর: কৃষ্ণা রাণী


বিশ্বের সবচেয়ে ক্ষুব্ধ, দুঃখী, অবসাদগ্রস্ত দেশের তালিকায়  বাংলাদেশ কত নং এ 

উত্তর: ৭ম ( প্রথম আফগানিস্তান) 



৪৪ তম মস্কো চলচ্চিত্র উৎসব

৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের নো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট জিতেছে। 

৪৪ তম মস্কো  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র "আদিম" বিশেষ জুরি পুরষ্কার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড জিতেছে। 

এছাড়া আদিম সিনেমাটি  নেটপ্যাক জুরি পুরষ্কারও জিতেছে। 

আদিম সিনেমার পরিচালক যুবরাজ শামীম। 



প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কোন উপাধিতে ভূষিত করবে?

উত্তরঃ গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি। পর্তুগালে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন কংগ্রেসে এ উপাধি দেয়া হবে।



পুলিৎজার পুরস্কার ২০২২

সাংবাদিকতার সর্বোচ্চ পুরষ্কার পুলিৎজার জিতেছেন কে?

উত্তর: বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন চিত্রশিল্পী ফাহমিদা  আজিম।


মিলেনিয়াম লাইফটাইম এচিভমেন্ট জিতেছে কোন বাঙালী নারী?

উত্তর: স্থপতি মেরিনা তাবাসসুম 


মেট্রোরেলের ট্রেন অপারেটর ও স্টেশন কন্ট্রোলার দুই নারীর নাম কী? 

উত্তর: মরিয়ম আফিজা ও আসমা আক্তার। 

ভারতের  ১৫ তম প্রেসিডেন্ট এর নাম কী?

উত্তর: দ্রৌপদী মুর্মু


ভারতের প্রথম সাঁওতাল রাষ্ট্রপতি কে?

দ্রৌপদী মুর্মু


দ্রৌপদী মুর্মু ভারতের কততম প্রেসিডেন্ট? 

উত্তর: ১৫ তম।

উইম্বলডনের নারী এককের বর্তমান চ্যাম্পিয়ন কে?

উত্তর: কাজাখিস্তানের ইয়েলেনা রিবাকিনা।

পদ্মাকন্যা কার উপাধি? 

উত্তর: মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদবী।


তুরস্কের বর্তমান নাম কী?

উত্তর: তুর্কিয়ে


সাম্প্রতিক তথ্য


No comments: