সমাজ কল্যণ মন্ত্রণালয়ের অধীন ডেভলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ প্রশ্ন সমাধান ২০২২
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর: জেনেভা
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে?
উত্তর: ২ মার্চ ১৯৭১
জাতিসংঘ কত সালে কত তারিখে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
পদ্মা সেতুর দুই প্রান্তের জেলা দুইটির নাম কি?
উত্তর: মুন্সিগঞ্জ ও শরিয়তপুর
COVID-19 এর পূর্ণ নাম কি ?
বাংলাদেশের সংবিধান রচিত হয় কত সালে?
উত্তর: ১৯৭২ সালে
কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে?
উত্তর: ROM
ল্যান কার্ড কি ?
উত্তর: লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড।দুই বা ততোধিক কম্পিউটারকে এক সাথে যুক্ত করার কার্ড।
ওয়ার্ড প্রসেসিং কি ?
উত্তর: লিখিত শব্দকে প্রক্রিয়াকরণের মাধ্যমে ডকুমেন্ট ফাইল তৈরি করাকে ওয়ার্ড প্রসেসিং বলে।
ভূটানের মুদ্রার নাম কি?
উত্তর: গুলট্রাম
সন্ধি করুন:
ষড়ঋতু = ষট্+ঋতু
কিঞ্চিৎ এর সন্ধিবিচ্ছেদ কী
উত্তর: কিম্+চিৎ
চতুস্পদ এর সন্ধিবিচ্ছেদ কী?
উত্তর: চতুঃ+পদ
স্বাগত এর সন্ধিবিচ্ছেদ কী?
উত্তর: সু+আগত
অন্বেষন এর সন্ধিবিচ্ছেদ কী?
উত্তর: অনু+এষণ
শুদ্ধ বানান লিখুন :
শন্ধ্যাঞ্জলী= শ্রদ্ধাঞ্জলি
মুমুর্ষু = মুমূর্ষু
সোমিচিন = সমীচীন
উদ্বাস্তূ = উদ্বাস্তু
পিতাহীন = পিতৃহীন
কারক ও বিভক্তি নির্ণয় করুন :
তিলে তৈল হয়
উত্তর: অপাদানে ৫মী
নদীতে মাছ আছে
উত্তর: অধিকরণে ৭মী
বাজারে লোক নাই
আধিকরণে ৭মী
কাঁচের জিনিস সহজে ভাঙ্গে না
কর্মকারকে ৬ষ্ঠী বিভক্তি
সৎপাত্রে কন্যা দান কর
সম্রদানে প্রথমা
Translations into English:
(ক) সাতদিন ধরে বৃষ্টি হচ্ছে
It has been raining for seven days.
(খ) সে গতকাল ঢাকা এসেছে
He has came yesterday
(গ) একতাই বল
Unity is strength
(ঘ) ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল।
The patient had died befor the doctor came.
(ঙ) সে ভিক্ষুকের ছদ্মবেশে আমার কাছে এসেছিল।
He came to me in the guise of a beggar.
Black Sheep এর অর্থ
উত্তর: কুলাঙ্গার
Black and white এর অর্থ কী
উত্তর: লিখিত
Hue and cry
উত্তর: শোরগোল
By dint of এর অর্থ
উত্তর: ফলে
Make out এর অর্থ
উত্তরঃ প্রতিপাদন করা
Fill in the blank
(a) He was accused ---- negligence.
Ans: of
(b) He is M.A.
Ans: An
(c) He is eager----- the post
Ans: For
(d) She will look---- the Matter.
Ans: into
(e) He lives - shahbag
Ans: in
Write a short essay on "ICT in Education".
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং গ্রন্থ ১.২৫ মিটার হলে চৌবাচ্চার গভীরতা কত?
ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি?
উত্তর: বিশেষ এবং সম্যকরুপে বিশ্লেষণ।
অসমাপিকা ক্রিয়া কাকে বলে?
উত্তর: যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না।আরো কিছু বলার আকাঙ্খা থাকে তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
No comments:
Post a Comment