পোস্টমাস্টার জেনারেল, উত্তরাঞ্চল, রাজশাহী-৬২০৩ নিয়োগ পরীক্ষা-২০২২

পদের নামঃ উচ্চমান সহকারী


নিচের কোনটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তি?

উত্তর: ঝমঝম

‘পাকড়াও' শব্দের সঠিক প্রত্যয় কোনটি?


উত্তর:  √পাকড় + আও



‘তাপ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর: উত্তাপ


'খেয়া পার করে যে এক কথায় প্রকাশ কোনটি?

ক. মাঝি


উত্তর: ক


বড়র পীরিতি বালির বাঁধ- বাগধারাটির অর্থ হচ্ছে-

-

ক. ভঙ্গুর

গ. একতরফা

. চাপের মুখে ভেঙ্গে যায়

ঘ. কোন বাধ্যবাধকতা নেই

উত্তর: ক


‘তুমি এতক্ষণ কী করছো'-এই বাক্যে 'কী' কোন পদ?

ক. বিশেষ্য

গ. সর্বনাম

খ. অব্যয়

ঘ. ক্রিয়া

উত্তর: খ



‘তিলে তেল হয়’-এ বাক্যে কোন কারকে কোন বিভক্তি বিদ্যামান?

ক. কর্তৃকারকে প্রথমা

খ. অপাদান কারকে সপ্তমী

ঘ. অধিকরণ কারকে সপ্তমী

গ. সম্প্রদান কারকে চতুর্থী

উত্তর: খ


‘বিজ্ঞান’ শব্দের ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?

ক. বিশেষ 

খ. গতি

খ. অভাব

ঘ. সাধারণ

উত্তর: ক



বাংলা ভাষার যতি চিহ্নের প্রচলন করেন কে?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 

 কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?

উত্তরঃ ধূমকেতু 



সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক? 

উত্তর: বঙ্কিমচন্দ্র


বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে?

উত্তর:  মাইকেল মধুসূদন দত্ত




চর্যাপদের কতটি পদ উদ্ধার করা সম্ভব হয়েছে? 

উত্তর: সাড়ে ছেচল্লিশটি

রবীন্দ্রনাথের শেষের কবিতা কোন ধরনের গ্রন্থ? 

উত্তর: উপন্যাস 

কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ?

ক. ক্ষুৎ + আর্দ্র

গ. ক্ষুধা + ঋত

খ. ক্ষুধা + আর্ত

ঘ. ক্ষুধ + আর্ত

উত্তর: গ


কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে?

উত্তর:  মহাপ্রাণ


‘সৌম্য’ এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর: উগ্র 



 Angeles has.... ideal climate?

উত্তর: the

‘যা চিরস্থায়ী নয়’ এক কথায় প্রকাশ কী হবে?

উত্তর. নশ্বর


Chose the correct option: Would you mind...... the door?

Ans: opening 

Which one of the following is singular number?

Ans: phenomenon


Which one of the following sentence is correct?


Ans: most people suffer from depression



What is the meaning of the word "Belated"?


Ans: tardy



"To read between lines" means-

Ans: to find out hidden meanings



Which one is the example of verbal noun?


Ans: the writing of a good letter is difficult


 -

The word "omnivorous" means

ক. eating fruit only

খ. eating all types of food

ঘ. eating plants only

গ. eating only meat

উত্তর: খ


80. Which one of the following is a Complex sentence?

ক. let them do this or they will die

খ. If he helps us, we shall win

গ. move or you will die

ঘ. work hard or you can't prosper in life

উত্তর: খ


২৫ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে ২০ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা

কত লাভ হবে?

ক. ১০%

গ. ২৫%

খ. ১৫%

ঘ. ২০%

উত্তর: গ


৪২. দুটি সংখ্যার অনুপাত ৭: ৫ এবং তাদের ল.সা.গু ১৪০ হলে সংখ্যা দুটি কত?

ক. ২৮ ও ২০

খ. ৩৫ ও ২৫

গ. ২১ ও ১৫

উত্তরঃ ক




একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০%

কম হলে কত টাকা লাভ হতো?

ক. ১২০

গ. ১৫০

খ. ১৬০

ঘ. ১৪০

উত্তর: খ



বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়ে কত সালে?

ক. ১৯৭২

খ. ১৯৭৩

গ. ১৯৭৪

ঘ. ১৯৭৫


"Let there be Light" বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে?

খ. খান আতাউর রহমান

ঘ. কাজী হায়াৎ

ক. আমজাদ হোসেন

গ. জহির রায়হান

উত্তরঃ গ

প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য

বৈষ্ণব পদাবলীর সাথে কোন ভাষা সম্পর্কিত

উত্তর: ব্রজবুলি 


'V 20' গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?

 উত্তর: জলবায়ু পরিবর্তন


সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

ক. নয়া দিল্লী

খ. কলোম্বো

গ. কাঠমুন্ডু

ঘ. ঢাকা

 ভারতের গুজরাটে অবস্থিত।



বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?

ক. শিল্প কারখানা খাতে

খ. কৃষি খাতে

গ. সেবা খাতে

ঘ. নির্মাণ খাতে

উত্তর: খ

কোথায় সাঁতার কাটা সহজ ?

উত্তরঃ সমুদ্রে 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়-

  উত্তর: ১০ জানুয়ারি



কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি- কে কী বলে?

উত্তরঃ Rom

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ২১ শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক

ক. ১৯৭২ সালে

গ. ১৯৯৯ সালে

খ. ১৯৮৯ সালে

ঘ. ২০০৯ সালে

উত্তর: গ


বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের কতভাগ বাংলাদেশের অংশ ?

ক. ৪০%

খ. ৫০%

গ. ৬০%

ঘ. ৭০%

উত্তর: গ




Dead letter" means-

Ans: low not in force

I am not bad..........Tennis.

Ans: at

"N, B" means-

Ans: mark well

. Antonym of "Fallacy" www.prebd.com

Ans: Trust 

There were.......views on the issue of winding up the company


Ans: divergent

The government must...... all resources of energy

Ans: harness

 

Look at the flying bird. The word "flying" in the sentence is

Ans: participle

Verb of "Number" is

Ans: enumerate



x - y = 10 এবং x3 - y = 1900 হলে xy = কত?

উত্তর: ৩০

কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ

দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত?

উত্তর: ৩/৫


একটি চতুর্ভূজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণটি কত?

ক.৭০°

খ. ৮০°

গ. ৯০°


ঘ. ১২০°

উত্তর: খ


যে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য ১৭ সে.মি., ১৫ সে.মি. এবং ৮ সে.মি.। সে ত্রিভূজটি হবে-

খ. সমকোণী

ক. সমবাহু

গ. সমদ্বিবাহু

ঘ. সুক্ষ্মকোণী

উত্তর: খ

]

যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল

শতকর কত বৃদ্ধি পাবে?

ক. ২০%

গ. ১৬%

খ. ২১%

ঘ. ২৪%

উত্তর: খ


১৮ মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে ৩০° কোণে উন্নীত করে দেয়ালের ছাদ স্পর্শ করে।

দেয়ালটির দৈর্ঘ্য কত?

খ. ৯ মিটার

ঘ. ১০ মিটার

উত্তর: খ


পিতা তার পুত্রকে বলল, “তোমার বর্তমান বয়স, তোমার জন্মের সময় আমার ছিল”। যদি

১০ বছর পরে পিতার বয়স ৭৬ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত?

ক. ৩৬ বছর

খ. ৩৩ বছর

গ. ৩৮ বছর

ঘ. ৪৩ বছর

উত্তর: খ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত করা হয়েছে?

ক. চতুর্থ

গ. সপ্তম

খ. পঞ্চম

ঘ. ষষ্ঠ

উত্তর: খ



Previous Post Next Post