ভারতের লোককথা বই পিডিএফ 

বাইশটি ভাষায় প্রচলিত লোক কথার সংকলন রয়েছে বইটিতে। অনুবাদ করেছেন মহাশ্বেতা দেবী
ভারতের বিভিন্ন ভাষাভাষী মানুষ ও জাতির মধ্যে প্রচলিত রুপ কথা বা ঘটনা কিংবা ধর্মীয় পৌরাণিক কাহিনী যা মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে আসছে।সেসব গল্প নিয়ে সাজানো বইটি।

লোককথার উল্লেখযোগ্য গল্পগুলো 


১. যে রাজকণ্যাকে তার বাবা বিয়ে করতে চেয়েছিল।তুলু ভাষায় প্রচলিত লোককথা এটি।

২. মা ছেলের বিয়ে। মারাঠি ভাষায় প্রচলিত লোককথা।

সংক্ষেপে গল্পটি।

সতোয়াই দেবী মানুষের ভাগ্য লেখেন।তো সতোয়াই দেবী নিজের মেয়ের ভাগ্যে লেখেন যে সে তার নিজের ছেলেকে বিয়ে করবে।তার মেয়ে তা জানতে পারে।মায়ের উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় সে। ঘটনাক্রমে সতোয়াই দেবীর মেয়ে তার নিজের ছেলেকে বিয়ে করে। 

৩. যে বামন এক দেবতাকে খেয়েছিল।
৪. মাটির শ্বাশুড়ি 

৫.  তেনালী রামের রামায়ণ

৬. যে বউ হার মানে নি।

৭. সাপিনী মা

৮.  মেথরের স্বপ্ন

৯ হানচি

বইটি ডাউনলোড করুন এ লিংকে 

Click to Download 

লোককথা বই পিডিএফ ডাউনলোড


Previous Post Next Post