কনস্ট্রাকশন সিমেন্ট এর উপাদানগুলো কী কী?
সিমেন্ট এর মৌলিক উপাদান গুলোর নাম?
কোন কোন উপাদান দিয়ে সিভিল সিমেন্ট তৈরি করা হয়?
সিমেন্ট তৈরি করতে যেসকল পদার্থ ব্যবহার হয়
সিলিকা, লাইম, অ্যালুমিনিয়া,ম্যাগনেশিয়া, আয়রন অক্সাইড, অ্যালকেলাইন,সালফার ট্রাই অক্সাইড, ক্যালসিয়াম সালফেট
সিমেন্টে সিলিকা কেন ব্যবহার করা হয়?
উত্তর: সালফেট ও এসিডিক পানি থেকে রক্ষা করে,বন্ডিং শক্তি বৃদ্ধি করে,তাপীয় ভাঙন (Thermal cracking) থেকে রক্ষা করে।
সিমেন্টে লাইম কেন ব্যবহার করা হয়?
উত্তর: বন্ডিং শক্তি বৃদ্ধি করে,পানি ধারণ ক্ষমতা বাড়ায় যার ফলে কাজের সুবিধা হয়।তবে এখন আর সাধারণত লাইম ব্যবহার হয় না।পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার হয়।
সিমেন্টে অ্যালুমিনা কেন ব্যবহার করা হয়?
উত্তর: অগ্নি নিরোধক হিসাবে অ্যলুমিনা ব্যবহার হয়।
ম্যাগনেশিয়া কেন ব্যবহার হয়?
উত্তর: এটা অগ্নিরোধক, ঘর্ষণ রোধক,কম তাপ পরিবাহী।
সিমেন্টে আয়রন অক্সাইড কেন ব্যবহার হয়?
উত্তর: সিমন্ট রঙ্গক হিসাবে, টেকসই রঙ তৈরিতে।
No comments:
Post a Comment