পাম্প ও পাম্পের স্লীপ এবং ক্যাভিটেশন সম্পর্কে
সেন্ট্রিফিউগাল পাম্প ও রেসিপ্রোকেটিং পাম্পের মধ্যে পার্থক্য লিখ।
সেন্ট্রিফিউগাল পাম্প
১. ইহার গঠন সরল এবং যন্ত্রাংশ কম বলিয়া ওজন কম
২. পাম্প স্থাপনে কম জায়গার প্রয়োজন হয় ।
৩. ব্যবহার জনিত ক্ষয় কম ।
৪. রক্ষনাবেক্ষন খরচ কম ।
৫. ইহার কার্যপদ্ধতি সহজ ।
৬. প্রাইমিং দরকার হয় ।
৭.দক্ষতা কম ।
রেসিপ্রোকেটিং পাম্প
১. ইহার গঠন জটিল এবং বস্ত্রাংশ বেশী হওয়ায় ওজন বেশী
২. পাম্প স্থাপনে বেশী জায়গার প্রয়োজন হয় ।
৩. ব্যবহার জনিত ক্ষর বেশী ।
৪. রক্ষনাবেক্ষন খরচ বেশী ।
৫. ইহার কার্য পদ্ধতি তুলনামূলক ভাবে জটিল ।
৬. প্রাইমিং দরকার হয়না ।
৭. দক্ষতা বেশী ।
প্রাইমিং এবং ক্যাভিটেশন বলিতে কি বুঝ ?
প্রাইমিং: পানি প্রবেশ করিয়ে পাম্প এবং পাইপের ভিতরের বাতাস বের করার পদ্ধতিকে প্রাইমিং বলে ।
ক্যাভিটেশন : পাম্প এবং পাইপ লাইনের ভিতর বাতাস থেকে গেলে উহা বুদবুদ এর সৃষ্টি করে । ইহাকে ক্যাভিটেশন বলে ।
পাম্প স্লীপ কাকে বলে ? নেগেটিভ স্লীপ কাকে বলে? কখন এবং কেন নেগেটিভ স্লীপ হয় ?
স্লীপ:রেসিপ্রোকেটিং পাম্পের তাত্ত্বিক নির্গমন এবং প্রকৃত নির্গমনের পার্থক্যকে পাম্প স্লীপ বলে । ইহাকে শতকরা হিসেবে প্রকাশ
করা হয় ।
পাম্প স্লীপ = (Qth - Qac) / Qth}x 100
নেগেটিভ স্লীপ: কোন কোন সময় রেসিপ্রোকেটিং পাম্পে প্রকৃত নির্গমন তাত্ত্বিক নির্গমন হতে বেশী হয়। এই ক্ষেত্রে নির্গমন সহপ
এক এর চাইতে বেশী হয় । এরূপ ক্ষেত্রে যে স্লীপ হয় তাকে নেগেটিভ স্লীপ বলে ।
সাকশন পাইপের তুলনায় নির্গমন পাইপ বেশী ছোট হলে এবং পাম্প অধিক দ্রুত গতিতে চললে নেগেটিভ স্লীপ হয় ।
Leave a Comment