Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

পাওয়ার প্লান্ট জব সলিউশন বুয়েট প্যাটার্ণ এক

 পাওয়ার প্লান্ট জবস সলিউশন 

বিগত সালে উপসহকারী প্রকৌশলী পদে বুয়েটে আসা স্ট্রেংথ অব ম্যাটেরিয়ালস থেকে আসা কিছু প্রশ্নের সমাধান। পাওয়ার প্লান্ট জব সলিউশন বুয়েট প্যাটার্ণ,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জবস প্রিপারেশন ২০২২


Sub assistant engineer mechanical buet pattern 

সিলেট গ্যাস কোম্পানি মেকানিক্যাল ডিপার্টমেন্ট রিটেন প্রশ্ন 


১/ একটি ৫ টন Refrigeration system cop 3.8

হলে refrigeration system প্রতি ঘন্টায় বিদুৎ খরচ

কত?

২/ বয়লারের ৪ টি মাউন্টিংস ও ৪টি এক্সসরিজ এর

নাম লিখ

৩/১ কেজি CH4 সম্পন্ন দহনের জন্য কত কেজি

বাতাসের প্রয়োজন?

৪/ বাংলাদেশে ব্যবহার করা যায় renwable Energy

নাম লিখ?

৫/ একটি ৪ সিলিন্ডার প্রতিটি ইঞ্জিন বোর ৫৯ mm

স্ট্রোক ৭৭ mm হলে গাড়িটির ইঞ্জিন সিসি (cc)কত??

৬/ একটি শ্যাফট ১০০০০kg-m টর্ক সরবরাহ করতে

পারে শিয়ার স্ট্রেজ ৪৫০ kg/cm squre বেশি হয় না।

শ্যাফটের সর্বনিম্ন ব্যাস কত?

৭ একটি একক ক্রয়াশীল পাম্পের ব্যাস৩০ cm স্টোক

20 cmএবং ৩০ rpm চলে এবং নির্গমন 6 L/s হলে

নির্গমন সহগ এবং স্লীপ কত??


পয়শনের অনুপাত  কাকে বলে? বা পয়শনের অনুপাত কী?

পয়শনের অনুপাত ( poisson's ratio):

কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুর দৈর্ঘ্য বিকৃতির সাথে সাথে পার্শ্ব বিকৃত ঘটে । বস্তুর এই পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়শনের অনুপাত বলে।

অর্থাৎ পয়শন রেশিও = পার্শ্ব বিকৃতি /দৈর্ঘ্য বিকৃতি 


মডুলাস অব ইলাস্টিসিটি কাকে বলে?  বা মডুলাস অব ইলাস্টিসিটি কী?


স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির অনুপাতকে মডুলাস অব ইলাস্টিসিটি বলে।

মডুলাস অব ইলাস্টিসিটি = পীড়ন/বিকৃতি


ম্যাক নাম্বার কী? Mach number

উত্তর:  কোন তরলের প্রবাহের বেগ ও তরলের মধ্যকার শব্দের বেগকে ম্যাক নাম্বার বলে।

ম্যাক নাম্বার = তরলের বেগ/তরলের শব্দের বেগ


নাসেল্ট নাম্বার কী 

উত্তর: কনভেকটিভ হিট ট্রান্সফার ও কনডাকটিভ হিট ট্রান্সফার এর অনুপাতকে নাসেল্ট নাম্বার বলে।


রেনল্ডস নাম্বার কাকে বলে? 

উত্তর: ইনার্শিয়াল ফোর্স ও ভিসকাস ফোর্স এর অনুপাতকে। 


সিটেন নাম্বার কাকে বলে?

উত্তর: ডিজেল জ্বালানির গুনাগুন ও কর্মক্ষমতার পরিমাপক সংখ্যা। 


রেজিলিয়েন্স কাকে বলে? 

উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুতে বল প্রয়োগ করলে যে বিকৃতি ঘটে তাতে যে শক্তি সঞ্চিত হয় তাকে বিকৃতি শক্তি বলে। আর এই বিকৃতি শক্তি ধারনের সামর্থ্যকে রেজিলিয়েন্স বলে।


হুকের সূত্র কাকে বলে?

উত্তর: স্থিতি স্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতি সমানুপাতিক। 


মডুলাস অব রিজিডিটি কাকে বলে? 

উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে শীয়ার পীড়ন ও শীয়ার বিকৃতির অনুপাতকে মডুলাস অব রিজিডিটি বলে।


বাল্ক  মডুলাস কাকে বলে? 

উত্তর: স্থিতিস্থাপক সীমার মধ্যে আয়তনিক পীড়ন ও আয়তনিক বিকৃতির অনুপাতকে বাল্ক মডুলাস বলে।





মেকানিক্যাল বিগত সালের বুয়েট প্রশ্ন


No comments: