পীড়ন কী What is stress
একক ক্ষেত্রফলের উপর প্রয়োগকৃত বলের বাধাদানকারী আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে।
পীড়ন এর একক kg/cm2, N/mm2, N/m2
পীড়ন এর সূত্র:
পীড়ন = প্রয়োগকৃত বল/প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
S= P/A
পীড়ন কত প্রকার ও কী কী?
উত্তর: পীড়ন তিন প্রকার, টানা পীড়ন, চাপা পীড়ন, শীয়ার পীড়ন
বিকৃতি কী? বিকৃতি কত প্রকার ও কী কী?
বিকৃতি ( Strain): কোন বস্তুর একক মাত্রার উপর বল প্রয়োগ করলে বস্তুর যে পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে।
বিকৃতির সূত্রঃ বস্তুর বিকৃতি /আদি মাপ
বিকৃতি তিন প্রকার
১. টানা বিকৃতি ২. চাপা বিকৃতি ৩. শিয়ার বিকৃতি
![]() |
No comments:
Post a Comment