ট্রান্সফরমার কি? উহা কত প্রকার ও কি কি ?

ট্রান্সফরমারঃ ইহা এমন একটি ইলেকট্রিক্যাল ডিভাইস যাহার সাহায্যে ফ্রিকোয়েন্সী এর কোন পরিবর্তন না করিয়া ইলেট্রিক্যাল এনার্জি

এক স্থান হইতে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়।

প্রয়োগের উপর ভিত্তি করিয়া ট্রান্সফরমারকে Dim ভাগ করা যায়। যথাঃ

১. পাওয়ার ট্রান্সফরমার।

ক) স্টেপ আপ ট্রান্সফরমার।

খ)স্টেপ ডাউন ট্রান্সফরমার।

2.ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার।

৩. লাইটিং ট্রান্সফরমার।

৪. ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার।

ক) কারেন্ট ট্রান্সফরমার।

খ) পটেনশিয়াল ট্রান্সফরমার।




ট্রান্সফরমার এর মূলনীতি লিখ ।

ট্রান্সফরমারের মূলনীতিঃ চুম্বক ক্ষেত্র উৎপাদনের জন্য যদি প্রাইমারী সার্কিটে এসি প্রবাহ ব্যবহার করা হয় তাহা হইলে সেকেন্ডারী

সার্কিটে ও এসি আবিষ্ট হইবে। ইহাই ট্রান্সফরমারের মূলনীতি।


transformer


Previous Post Next Post