Mbdjobs is a Bengali educational website for Students,bd jobs seeker.best jobs preparation website.

১৩/০৯/২০২২

ট্রানজিস্টর ও এর প্রকারভেদ

 ট্রানজিষ্টর কি ? উহা কত প্রকার ও কি কি ? ইহার বৈশিষ্ট গুলি লিখ।

ট্রানজিষ্টর : একটি পাতলা পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাকটরের উভয় পাশে একটি করিয়া বিপরীত টাইপের (এন অথবা পি)

সেমিকন্ডাক্টর সংযোগ করিলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকে ট্রানজিষ্টর বলে।

ট্রানজিষ্টরের বৈশিষ্ট্য :


ট্রানজিষ্টর মূলত দুই প্রকার :

১.পয়েন্ট কন্টাক্ট ট্রানজিষ্টর।

২. জাংশন ট্রানজিক্টর

জাংশন ট্রানজিষ্টর আবার দুই প্রকার। যথা :

1. PNP ট্রানজিষ্টর ।

2. NPN ট্রানজিষ্টর ।


ইমিটার বেসের তুলনায় মোটা থাকে আবার কালেকটর, বেস ও ইমিটার উভয়ের তুলনায় মোটা থাকে ।

বেস ইমিটার

জাংশনের রেজিষ্টেন্স খুব কম এবং বেস কালেক্টর জাংশনের রেজিষ্ট্যান্স খুব বেশী থাকে।

বেস ইমিটার জাংশন কে ফরোয়ার্ড বায়াস এবং বেস কালেক্টর জাংশনকে রিভার্স বায়াস প্রয়োগ করিলে উঠা কন্ডাকশনে যায় ।


ট্রানজিস্টর