মেডিক্যাল এসিস্ট্যান্ট , নার্সিং, মেডিকেল কম্পাউন্ডার, হেলথ সহকারী, কমিউনিটি হেলথকেয়ার নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
প্রমাণ চাপ কাকে বলে?
760mm (Hg) চাপ বা 76cm (Hg)
চাপকে বলে
পৃথিবীর পৃষ্ঠ হতে কোনো বস্তুর মুক্তিবেগ কত?
11.2 kms
ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে কোন তরঙ্গ ব্যাবহার হয়?
আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহৃত হয়।
পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন।
ক্যাসেটের ফিতায় কোনটা ব্যবহৃত হয়
ক্রোমিয়াম অক্সাইড (CGO)।
লোহার কুরি বিন্দু বা তাপমাত্রা কত? -770°C
বায়ুতে বা শূন্যস্থানে আলোর গতি কত?
3 x 10 ms 1
১৯৩৯ খ্রিষ্টাব্দে ফিশন আবিষ্কার করেন কে?
জার্মান বিজ্ঞানী অটো হ্যান।
আলোর তড়িৎ ক্রিয়ায় ব্যবহৃত হয়
X-ray
বয়স নির্ধারণে ব্যবহৃত হয় কোন পদ্ধতি?
Carbon-14 Isotope
হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া
প্রস্তুতিতে প্রভাবক কোনটা? Fe চূর্ণ।
জৈব বস্তু + Q 4 CO., + H2O, A
O A = ব্যাকটেরিয়া
60° সে. তাপমাত্রায় কস্টিক সোডার
উপস্থিতিতে ফেনল ও ক্লোরোফর্ম-এর
মধ্যে যে বিক্রিয়াটি সম্পন্ন হয়, তার
নাম কি?
—রাইমার-টাইম্যান বিক্রিয়া।
পানির আণবিক ভর 18 amu হলে পানির
একটি অণুর ভর— 2.889 × 10 kg -CO (g) + 2H2(g) =CH, OH (g)
বিক্রিয়ায় Kp এর মান হলো – Kp
= Kc (RT)-21
আর্দ্রতাকারক ক্রিম তৈরিতে ব্যবহৃত
হয় কোনটা? সরবিটল
BOD এর পূর্ণরূপ কি?— Biological Oxygen Demand
নাইট্রোজেন সনাক্তকরণে নীলাভ সবুজ বর্ণের জন্য দায়ী যে যৌগ— Na[Fe(CN)4]।
মানুষের দেহ কোষের DNA'র দৈর্ঘ্য কত?
১৭৪ সে.মি।
Restriction এনজাইমের কাজ কী?
DNA কে ছেদন করা।
পর্বের প্রাণীতে কোয়ানোসাইটস থাকে
Porifera
রক্তের pH বৃদ্ধি করে কোনটা?– NH4OH
Father of Bacteriology বলা হয় কাকে?
লুই পাস্তুরকে।
র্যাবিস ভাইরাসের কারণে সৃষ্টি হয় কোন রোগ?
জলাতঙ্ক (hydrophobia) রোগ।
বংশগতি নির্ধারক পদার্থ কোনটা?
নিউক্লিক এসিড।
চিনি থেকে অ্যালকোহল প্রস্তুত হয় কোন প্রক্রিয়ায় ?
ফার্মেন্টেশন প্রক্রিয়ায়।
মানুষের রক্তচাপ নির্ণয় করা হয়
স্ফিগমোম্যানোমিটার দ্বারা।
CO2 সমৃদ্ধ রক্ত বহন করে পালমোনারী ধমনি।
মূত্রের হলুদ রঙের জন্য দায়ী বস্তু কোনটা?
ইউরোক্রোম।
এ্যান্টিডাইইউরেটিক হরমোন কাজ
করে শরীরের কোন অঙ্গে? কিডনিতে
মানবদেহের পঞ্চম করোটিকা স্নায়ুর নাম কী?
Trigeminal
পুরুষ প্রজননতন্ত্রের হরমোনের নাম কী?
টেস্টোস্টেরন।
পেনিসিলিন আবিষ্কার করেন কে
আলেকজান্ডার ফ্লেমিং, ১৯২৯
যক্ষ্মা প্রতিরোধী টিকার নাম কী —বিসিজি।
এপিস্ট্যাসিসের ক্ষেত্রে ডাইহাইব্রিড
ক্রসে F, উদ্ভিদের ফিনোটাইপিক
অনুপাত কত? 12:3:11
বাচ্চা বড় না হওয়া পর্যন্ত যে মাছ কোনো
খাদ্য গ্রহণ করে না— তেলাপিয়া
আলোর উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর
স্থানান্তরকে বলে — ফটোট্যাক্সিস
আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স (বা আনালী)
থেকে নিঃসৃত হরমোন হলো-
ইনসুলিন
ফুসফুসের কার্যকরী এককের নাম কী
অ্যালভিওলাস।
সুষম খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহজাতীয়
উপাদানের অনুপাত- ৪ঃ১ঃ১
পূর্ণবয়স্ক একজন মানুষের দৈনিক
শক্তির প্রয়োজন কত?
২৫০০ ক্যালোরি
শরীরের বিভিন্ন কাজের জন্য একজন
মানুষের দৈনিক গড়ে কোলেস্টেরলের
প্রয়োজন হয়— প্রায় ১২০০ মিলিগ্রাম।
হৃৎপিণ্ডের স্বাভাবিক সংকোচন ও
প্রসারণ অব্যাহত রাখে কোনটা? ক্যালসিয়াম।
'প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান
প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় কত সালে—১৯৬০ সালে
বাংলাদেশে ডায়রিয়া চিকিৎসা ও গবেষণার আন্তর্জাতিক মানসম্পন্ন একমাত্র প্রতিষ্ঠান—ICDDR
জাতীয় জনসংখ্যা পরিষদ (NPC)-এর
সভাপতি কে? - প্রধানমন্ত্রী।
বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?– ৭ এপ্রিল।
দেশের একমাত্র সরকারি ঔষধ তৈরি প্রতিষ্ঠানের নাম— অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড
জলবসন্ত রোগের জীবাণুর নাম কি?- Varicella
শিশুর শরীরের তাপমাত্রা যে তাপমাত্রার নিচে নামলে তাকে হাইপোথারমিয়া (Hypothermia) বলা হয়— 35°C
গর্ভবতী মেয়েদের রক্তপাত হতে পারে— ভিটামিন K-এর অভাবে।
বিনা অপারেশনে কিডনি ও গলব্লাডার স্টোন অপসারণের যন্ত্রের নাম— লিথোস্টার প্লাস।
যে গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধির ফলে গলগণ্ড রোগ হয়— থাইরয়েড গ্রন্থি।
মানুষ এর বৈজ্ঞানিক নাম কী?
Homo sapiens
রয়েল বেঙ্গল টাইগার এর বৈজ্ঞানিক নাম কী? Panthera tigris
সিংহ এর বৈজ্ঞানিক নাম কী
Panthera leo
হরিণ এর বৈজ্ঞানিক নাম কী?
Axis axis
দোয়েল এর বৈজ্ঞানিক নাম কী?
Copychus saularis
মৌমাছি এর বৈজ্ঞানিক নাম কী?
Apis cerana indica
ইলিশ এর বৈজ্ঞানিক নাম কী?
Tenualosa ilisha
রুই এর বৈজ্ঞানিক নাম কী?
Labeo rohita
আরশোলা এর বৈজ্ঞানিক নাম কী
Periplaneta americana
কুনোব্যাঙ এর বৈজ্ঞানিক নাম কী
Bufo melanostictus
আরো পড়ুন
No comments:
Post a Comment