বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ
নিয়োগ পরীক্ষা-২০২২
বিআইডব্লিউটি এর চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২
সন্ধি বিচ্ছেদ করুনা
ক. নাবিক = নৌ+ইক
খ. ঋতু = ঋত+উ
গ) ইত্যাদি = ইতি+আদি
ঘ) শীতার্ত = শীত+ঋত
ঙ. নবান্ন = নব+অন্ন
এক কথায় প্রকাশ করুন
ক) যার কোন উপায় নেই
উত্তর: অনন্যাপায়
খ) একই গুরুর শিষ্য
উত্তর: সতীর্থ
গ) যার কোথাও উঁচু কোথাও নিচু
উত্তর: বন্ধুর
ঘ) ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে
উত্তর: অবিমৃষ্যকারী
ঙ) এক মায়ের সন্তান
উত্তর: সহোদর
বাগধারা শিখুনঃ
ক) অক্কা পাওয়া
উত্তরঃ মারা যাওয়া
খ) ব্যাঙ্কের সর্দি
উত্তর: অসম্ভব
গ) যে বিষয়ে কোন বিতর্ক নেই
উত্তরঃ অবিসংবাদি
ঘ) অন্ধকারে ঢিল ছোড়া
উত্তর: প্রমাণ ছাড়া কথা বলা
ঙ) ধামাধরা
উত্তর: খয়ের খা
ইংরেজিতে অনুবাদ করুনা
ক) মা শিশুকে খাওয়ায়
উত্তর: Mother Feeds her child
খ) আমি তাকে চিনি
উত্তর: I know him.
গ) সে অনেক টাকা খরচ করেছিল
He spents a lot of Money.
ঘ) সে সব সময় অফিসে দেরীতে যায়
He always late in his office.
ঙ. আমি আমার দেশকে খুব ভালবাসি
Ans: I love my country very much
Fill in the blanks:
A. ----rich are not always happy.
Ans: The
B. This table is made----- Wood
Ans: with
I have not seen him------ tuesday last.
Ans: since
He ----gone an hour earlier.
Ans: Has
Make sentence with meaning
১০। পূর্ণরূপ লিখুন
WHO = World health Organisation.
ILO= International Labour Organisation
CNG= Compressed Natural Gas
JICA = Japan International Cooperation Agency
VAT= Value Added Tax
Call in এর অর্থ ডাকা
Cats and dogs এর অর্থ মুষলধারে বৃষ্টি
By the by এর অর্থ যাইহোক
Null and void এর অর্থ বাতিল
Misfortune এর অর্থ মন্দভাগ্য
৬০ জন লোক কোনো কাজ ১৮ দিনে করতে পারে। উক্ত কাজ ৩৬ জন লোক কত দিনে সম্পন্ন করতে পারে?
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭:২ এবং ৫ বছর পর তাদের বয়সের অনুপাত ৮:৩ হবে। তাদের বর্তমান বয়স কত
একটি সংখ্যা হতে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির চার পঞ্চমাংশের মান কত?
অগ্নিবীণা কাব্যগন্থের রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম
"আমার দেখা নয়া চীন" গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখে ও কত সনে?
উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২
ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান?
উত্তর: রংপুর
ছয় দফা প্রস্থাব কোথায় পেশ কর?
উত্তর: লাহোরে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারী
'রেনেসাঁ' শব্দের অর্থ কি?
উত্তরঃ বিপ্লব
করোনা ভাইরাসের উৎপত্তি কোন দেশ হতে?
উত্তরঃ চীন
বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?পৃথিবীর
উত্তরঃ কর্ণফুলী
মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?
উত্তর: ১০ এপ্রিল ১৯৭১
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কতবার প্রধানমন্ত্রী হয়েছেন?
উত্তর: চারবার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর জীবিত ছিলেন?
উত্তরঃ ৫৫ বছর
জাতীয় শিশু দিবস কত তারিখে?
উত্তর: ১৭ মার্চ
মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কোনটি?
উত্তর: বীরশ্রেষ্ঠ
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর: কামরুল হাসান
নৌপথের উপকারিতার উপর পাঁচটি বাক্য শিখুন।
No comments:
Post a Comment