Mbdjobs is a Bengali educational website.Mbdjobs helps you to prepare for bd jobs exam. Previous jobs question, diploma jobs solution, bpsc jobs preparation etc

মেশিন কী ও মেশিনের বিভিন্ন ধরনের অপারেশন

 What is Machine?
 মেশিন কাকে বলে?

নির্দিষ্ট ধরনের গতিসম্পন্ন এবং প্রয়োজনীয় কাজ সম্পাদনে সক্ষম দৃঢ় বা প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন

বস্তুকায়াসমূহের সমন্বিত বিন্যাস। মেশিন শব্দটির সঙ্গে মেকানিজম বা যান্ত্রিক কৌশল শব্দের নিকট—সম্পর্ক রয়েছে, তবে কৌশল শব্দটি প্রযুক্ত হয় কেবল ভৌত বিন্যাসের ক্ষেত্রে, যা কোনো মেশিনের অংশগুলোর সুনির্দিষ্ট গতিসমূহের ব্যবস্থা করে দেয়। 

যেমন—হাতঘড়ি একটি যান্ত্রিক কৌশল, কিন্তু এটি কোনো প্রয়োজনীয় কাজকরে দিতে পারে না। তাই এটি কোনো মেশিন নয়। দর্শনাকৃতি,কার্যক্রম ও জটিলতার দিক থেকে মেশিনের ব্যাপক বৈচিত্র্য রয়েছে।সাধারণ ও সরল হস্তচালিত কাগজ ছিদ্র করার যন্ত্র থেকে শুরু করে সবকিছু। 


বিভিন্ন ধরনের মেশিনিং অপারেশনের নাম বা মেশিনের মৌলিক অপারেশন গুলোর নাম

টার্নিং কী??

 উত্তর: চোঙ্গাকৃতি বস্তুকে আকার দেওয়া,সমান করা।


প্লেনিং কী?

উত্তর: আয়তক্ষেত্রাকার সমতলকে মসৃণ করা

ডিলিং কী?

 উত্তর: কোন জবকে ছিদ্র করা।


বোরিং কী 

 উত্তর: ছিদ্রকে চূড়ান্তকরণ অর্থাৎ ড্রিলিং করা জবের ছিদ্রকে মাপে আনা।


ব্রোটিং কী?

 উত্তর: জবের তলকে পরিকল্পিত রেখা দেওয়া।


থ্রেডিং কী?

 উত্তর: বহিস্তলে প্যাঁচ কাটাকে বলে।


ট্যাপিং কী?

 উত্তর: অন্তস্তলে প্যাঁচ কাটা।

মিলিং কাকে বলে?

 উত্তর: সমতল বস্তুকে আকৃতি দেওয়া।

সয়িং কাকে বলে? 

 উত্তরঃ মাপ অনুযায়ী বস্তুকে কাটা।

গ্রাইন্ডিং কাকে বলে?

 উত্তর: ঘর্ষণ দ্বারা তল মসৃণ করা;

গিয়ারকাটিং কী

 উত্তরঃ গোলাকার হুইলে দাঁত কাটা

পলিশিং বা পালিশ করা ইত্যাদি 

হোনিং কী— শান দেওয়া।


What is machine



No comments: